প্রথম স্ত্রীর বাধায় দ্বিতীয় বিয়ে পন্ড

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে প্রথম স্ত্রীর বাধায় দ্বিতীয় বিয়ে পন্ড হয়েছে। এই ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রামে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের রজব আলীর ছেলে টমটম চালক খরছু মিয়া ২০০৬ সালে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে শাহানা খাতুন কে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে করেন। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন ভাল ভাবেই চলছিল। এরি মধ্যে তাদের সংসার আলো করে জন্ম নেয় একটি কন্যা সন্তান। কিছুদিন যেতে না যেতেই স্বামী নামক নরপশুর আসল চেহারা প্রকাশ পেতে থাকে। প্রতিদিন মদ খেয়ে মাতাল হয়ে বাসায় ফিরত। এ নিয়ে শাহানা বেগমের সঙ্গে খরছুর প্রায়ই ঝগড়া হত। এক পর্যায়ে সাহানা খরছুর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। বিবাহ বিচ্ছেদের একমাস পরেই খরছুর ইচছায় কোর্টের মাধ্যমে তাদের মধ্যে আবার বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য খরছু শাহানার উপর অত্যাচার শুরু করে। দিন দিন অত্যাচারের মাত্রা বাড়তে থাকলে শাহানা তার শিশু সন্তানটিকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। এই সুযোগে গত সোমবার রাতে খরছু ৩০/৪০ জন বরযাত্রী নিয়ে উপজেলার আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রামের তোতা মিয়ার মেয়ে সালমা বেগম কে বিয়ে করতে গেলে শাহানা বিয়ের কাগজপত্র নিয়ে বিয়ে বাড়িতে হাজির হয়। এ সময় স্থানীয় লোকজন বিয়ের কাগজপত্র দেখে বিয়ে ভেঙ্গে দিয়ে স্বামী খরছু মিয়াকে আটক করে। এ ব্যাপারে শাহানা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সে আমাকে রেখেই দ্বিতীয় বিয়ে করতে যায়। আইনগত ভাবে সে আমার সম্মতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারে না। স্থানীয় লোকজন ধরেছে বিষয়টি আপোষ করে দিবে বলে। খরছু মিয়া জানান, শাহানার সঙ্গে আমার অনেক আগেই ছাড়াছাড়ি হয়ে গেছে। তাই আমি বিয়ে করতে পারি। স্থানীয় ইউপি সদস্য মনির মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয় টি আপোষে নিষ্পত্তি করার কথা ছিল। কিন্তু পাত্র পক্ষের কেউ সন্ধ্যা ৭ টা নাগাদ আসেনি। আপোষে নিস্পত্তি না হলে থানায় সোপর্দ করা হবে। ইউপি চেয়ারম্যান মীর খুর্শেদ আলমের সঙ্গে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *