বিএসএফ’র ধাওয়া ॥ গর্তে আত্মগোপন

স্টাফ রিপোর্টার ॥ শুক্রবার চুনারুঘাটের বাল্লা সীমান্তের টেকেরঘাট গ্রামের সুরুজ আলী ও জালাল ত্রিপুরা রাজ্যের ঘোষ পাড়ায় গিয়েছিল ফেনসিডিল কেনার জন্য। ১শ’ বোতল ফেনসিডিল নিয়ে আসার সময় সুরুজ আলী ও জালাল বিএসএফ’র ধাওয়া খেয়ে জঙ্গলের একটি গর্তে আত্মগোপন করে। তাদেরকে গ্রেফতার বিএসএফও ঘিরে ফেলে ঝোপ জঙ্গল। অবশেষে রাত ১টায় বিএসএফ তাদের ঘেরাও প্রত্যাহার করে নিলে গতকাল রবিবার ভোর রাতে তারা ফিরে আসে। এর ৪/৫দিন পূর্বে একই এলাকায় ২০ জন বাংলাদেশী চোরাকারবারীকে বিএসএফ ধাওয়া করলে তারা ঘোষ পাড়া গ্রামে আত্মগোপন করে প্রাণে রক্ষা পায়। তবে বিএসএফ ৩৩ খাঁচা লিচু, ৩টি বাইসাইকেল ও ৮ বস্তা জিরা আটক করতে সক্ষম হয়। বিএসএফ’র ধাওয়া খেয়ে আহত হয় শহীদ, সুন্দর আলীসহ ১০ চোরাকারবারী। বাল্লা সীমান্তের ১৯৬৫নং মেইন পিলারের পাশ দিয়ে চোরাকারবারীরা প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১টার মধ্যে ঝুঁকি নিয়ে ভারতে প্রবেশ করে থাকে। এখানেই সম্প্রতি ৩ বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করেছিলো ভারতীয় গ্রামবাসী।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *