হবিগঞ্জের চা বাগানগুলোতে বাড়ছে কুষ্ঠরোগীর সংখ্যা

শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ ॥ ১৯৭৬ সালে দেশে কুষ্ঠরোগীর সংখ্যা ছিল বেশী। সেই সময় পঙ্গুত্ব হওয়াদের মধ্যে ১৫ শতাংশ ছিল কুষ্ঠরোগী। এই অবস্থা পরিবর্তনের জন্য এবং ২০০০ সালের মধ্যে প্রতি ১০হাজারে ১ জনের নিচে কুষ্ঠরোগীর সংখ্য নিয়ে আসতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের স্বাস্থ্য বিভাগ কার্যক্রম গ্রহন করে। ১৯৯৮ সালে লক্ষ্যমাত্রার দুই বছর পুর্বেই এই লক্ষ্যমাত্রা অর্জন হয়। ২০০০ সালে বাংলাদেশকে কুষ্ঠ মুক্ত ঘোষনা করা হয়। কিন্তু ১৩ বছর পর আবারও দেশে কুষ্ঠ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেটের চা বাগানের শ্রমিকরা এই রোগে আক্রান্ত হচ্ছে বেশী। অপুষ্ঠি ও নোংরা পরিবেশে বসবাসের কারনে এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ২০১১, ২০১২ ও ২০১৩ সালে আইসিডিবিডিআর ও সরকারের স্বাস্থ্য বিভাগ গবেষনার মাধ্যমে এই তথ্য পেয়েছে। তারা বাগান এলাকায় ক্যাম্পেইনের মাধ্যমে চর্মরোগের পরীক্ষার মাধ্যমে এই তথ্য পায়। তবে আশার কথা হল দেশে বিনামুল্যেই কুষ্ঠ রোগের চিকিৎসা হচ্ছে। কিন্তু সচেতনতার অভাবে এই চিকিৎসা সেবা পাচ্ছেননা অনেকেই। হবিগঞ্জ সদর উপজেলার উচাইল এলাকার শেরপুর গ্রামের কৃষক জয়নাল মিয়ার স্ত্রী শেফালী বেগমের মুখের ত্বকে সমস্যা দেখা দিলে তিনি গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে শুরু করে বিভিন্ন যায়গায় চিকিৎসা নিয়েও কোন সুফল না পাওয়ায় চিকিৎসা নিতে আসেন হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসকরা তাকে হীড বাংলাদেশে যোগাযোগ করতে বললে সে দেখা করে হীডের কর্মকর্তাদের সাথে। ৫ মাস পুর্বে পরীক্ষা করে পাওয়া যায় তার কুষ্ঠ রোগ হয়েছে। তখন তাকে তারা ঔষধ দেয়। এই ঔষধ খেয়ে এখন তার অবস্থা ভাল। চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের চঞ্চল রায়ের স্ত্রী বিনীতা রায় কুষ্ঠরোগে হীড বাংলাদেশের এর চিকিৎসা নিচ্ছে। সেও এখন অনেকটা আরোগ্যের পথে। কথা হয় একই উপজেলার রঘুনন্দন চা বাগানের সুভাষ মৃধার স্ত্রী স্বপ্না মৃধার সাথে। কুষ্ঠরোগ ধরা খাওয়ার পর সে মুষড়ে পরলেও এখন তার অবস্থা ভাল। জিলানী চা বাগানের গেরিলা মুন্ডা নিয়মিত ওষুধ খাচ্ছেন। চন্ডি চড়া চা বাগানের বর্ষা নায়েক বেকায়দায় পড়েছিলেন তার চর্ম রোগ নিয়ে। এখন অনেকটাই রোগ মুক্ত তিনি। চুনারুঘাট উপজেলার শায়ের কোনা গ্রামের আখতার হোসেন এর স্ত্রী শিল্পী আক্তার অনেক যায়গায় চিতিৎসা নিয়ে যখন কোন প্রতিকার পাচ্ছিলেন না তখন খবর পেয়ে যান সেখানে কাজ করা হীড বাংলাদেশের কর্মকর্তাদের কাছে। তারা পরীক্ষা করে দেখতে পায় তার কুষ্ঠ রোগ হয়েছে। হীড বাংলাদেশের কর্মকর্তা এবং দি লিপারসি মিশন কানাডা (টিএলএমসি)র প্রজেক্ট কো-অর্ডিনেটর পরেশ দেবনাথ জানান, বাংলাদেশের ৯৮.৫জন লোকের কুষ্ঠরোগের প্রতিরোধ ক্ষমতা আছে। বেশী আক্রান্ত যারা তা যদি হাচি দেন তবে আদ্র আবহাওয়ায় তা ২ কিলোমিটার পর্যন্ত ছড়াতে পারে। বেশী আক্রান্ত রোগীদের জন্য ১ বছরের ওষুধ দেয়া হয়। আর সাধারন আক্রান্ত রোগীর জন্য এই ডোজ ৬ মাসের। জাপান থেকে পাওয়া ঔষধ বিনামুল্যে রোগীদেরকে দেয়া হয়। এর প্রথম ডোজ খেলেই আর রোগ ছড়ায় না। সাধারনত একজন রোগীর চিকিৎিসা খরচ ১২ থেকে ১৩ হাজার টাকা হয়। জটিল হলে খরচ হয় ২৭ হাজার টাকা। সব চিকিৎসাই বিনামুল্যে হয়। কিন্তু অনেকেই টাকা লাগবে মনে করে কুষ্ঠ রোগের চিকিৎসা নেননা। তিনি আরও জানান, কুষ্ঠ রোগের জীবান মানুষের শরীরে ৩ থেকে ২০ বছর পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে। বাগান এলাকার লোকজনের মদ পান, যথাযত ক্যালরি গ্রহণ না করা এবং নোংরা পরিবেশের জন্য এই রোগে আক্রান্ত হন। যখন সার্ভে করা হয়েছিল তখন বাগানে ক্যাম্প করে চর্মরোগীদেরকে খোজা হলে ৩/৪শ রোগী আসে। তাদেরকে পরীক্ষার মাধ্যমে এই রোগী পাওয়া যায়। তিনি বলেন, যখন দেশে ৫০ হাজারে ১ জনের কম কুষ্ঠ রোগী পাওয়া যাবে তখন বলা যাবে দেশে পুরোপুরী কুষ্ঠ নির্মুল হয়েছে। তখন পাঠ্য বইয়ে কুষ্ঠ রোগের নাম থাকবে না। হীড বাংলাদেশের হবিগঞ্জ জেলার সুপার ভইজার শিহাব উদ্দিন জানান, হবিগঞ্জে কুষ্ঠ রাগ নিয়ে জানুয়ারী থেকে কার্যক্রম শুরু হলেও ফেব্র“য়ারী থেকে ফিল্ড লেভেলে কাজ শুরু হয়েছে। প্রত্যেক উপজেলায় একজন করে কমিউনিটি ভলান্টিয়ার কাজ করছেন। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সবছেয়ে বেশী ঝুকি পুর্ণ। এছাড়াও মাধবপুর ও বাহুবলেও কুষ্ঠরোগী বেশি। সেই উপজেলাগুলো মুলত চা বাগান অধ্যুষিত। ডিসেম্বর ২০১৩ থেকে মার্চ ২০১৪ পর্যন্ত হবিগঞ্জ জেলায় ৬৩ জন রোগী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১১ জনের চিকিৎসা শুরু হয়। তার মধ্যে ২জন অন্যত্র চলে যাওয়ায় রোগীকে খুজে পাওয়া যাচ্ছেনা। হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারোয়ার আহমেদ বলেন,আগে দেশে কুষ্ঠ নিয়ন্ত্রন কার্যক্রম ছিল। এখন চলছে সমন্বিত কর্মসুচি। আইসিডিবিডিআর ও স্বাস্থ্য বিভাগের সার্ভের পর ২০১৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ ক্রমে নতুন কর্মসুচি গ্রহণ করা হবে। সেখানে নির্ধারিত হবে কত সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠ মুক্ত করা যায়। তিনি আরও জানান, যক্ষা ও কুষ্ঠ একই ধরনের ব্যাকটেরিয়া থেকে হয়। কুষ্ঠ হয় মাইক্রো ব্যাকটেরিয়া ল্যাপরিক থেকে। যক্ষায় মৃত্যু বেশী হলেও কুষ্ঠ রোগে পঙ্গুত্ব বেশী। তিনি জানান, সময়মতো চিকিৎসা নিলে ৬ থেকে ১২ মাসের মধ্যে কুষ্ঠরোগ একেবারে সেরে যায়। প্রসঙ্গত, কুষ্ঠ বহু প্রাচীন রোগ। হযরত ইয়াকুব নবী এই রোগে আক্রান্ত হলে তার স্ত্রী রহিমা বিবি ১৮ বছর তার সেবা সুশ্রষা করেছিলেন। এই ঘটনায় একজনের রোগের ভয়বহতা ও অন্যজনের ত্যাগের মহিমা প্রকাশ পায়। ১৭৫৩ সালে উপমহাদেশে কুষ্ঠ আইন হয়েছিল। সেখানে বলা হয়েছিল, কুষ্ঠ রোগীর সাথে মেলামেশা ও সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণ করা যাবে না। বাস ও ট্রেনে তাদের চলাচল নিষিদ্ধ। বাংলাদেশের জাতীয় সংসদের গত শীতকালীন অধিবেশনে এই আইন বাতিল হয়েছে। ভারতে আরও আগে আইনটি বাতিল হয়। ফলে এখন থেকে কোন কুষ্ঠ রোগীর সামাজিক মেলা মেশায় কোন বাধা নেই। এই রোগকে আর অভিশাপের ফসল বলা যাবেনা। বরং সচেতনতা বাড়ানোর মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *