১৩ জুন পবিত্র শবে বরাত

প্রথম সেবা ডেস্ক ॥ গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে আরবী ১৪৩৫ হিজরির শাবান মাস। শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। সেই হিসেবে ১৩ জুন শবে বরাতের রাত। তবে সারাদেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। সভায় ধর্ম সচিব চৌধুরী বাবুল হাসান জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যায়নি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *