লন্ডনের ক্যামডেন কাউন্সিলে সমতা দ্বিতীয়বারের মতো কাউন্সিলার নির্বাচিত

লন্ডনের ক্যামডেন কাউন্সিলে দ্বিতীয়বারের মতো কাউন্সিলার নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সমতা খাতুন। গত ২২ মে ক্যামডেন কাউন্সিলে ভোট গ্রহণ শেষে শুক্রবার স্থানীয় সময় সকাল আটটায় ভোট গণনা শুরু হয়। দুপুর দুটার দিকে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়। কাউন্সিলে লেবারপার্টি মহিলা প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৪শ ৪৩ ভোট পান সমতা। একই ওয়ার্ডে অন্য বাঙালী প্রার্থী লিবারেল ডেমক্রিটের মাসুদ তরফদার পান ২৪৫ ভোট। সমতা খাতুনের জন্ম হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উত্তর নরপতি গ্রামে। তিনি মরহুম আশকর আলী ও মরহুম আয়মনা খাতুনের কন্যা। সমতার বড় ভাই জিএম গাজীউর রহমান লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সাগরদিঘী পাড়ের বাসিন্দা সাজ্জাদ হোসেনের সহধর্মিনী সমতা। ক্যামডেন কাউন্সিলের সেন্ট পানক্রস ও সমার টাউন ওয়ার্ড থেকে লেবার দলের হয়ে তিনি এ নির্বাচন করেন। বিপুল ভোটের মাধ্যমে তিনি কাউন্সিলার নির্বাচিত হন। সমতা খাতুনের বিজয়ে হলের বাইরে অপেক্ষমাণ সমর্থকরা উল্লাস প্রকাশ করেন। ফল প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় সমতা খাতুন বলেন, ‘কাউন্সিলের জনগণ আমার প্রতি বিশ্বাস ও আস্থা রেখেছেন। তাঁদের কাছে আমার দায়বদ্ধতা আরও বেড়ে গেল। এটা আমার ব্যক্তিগত নয়, কাউন্সিলের সব জনগণের বিজয়।’ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন তিনি। তিনি শুধু লন্ডন ক্যামডেন নয় চুনারুঘাটের জন্য কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি। সমতা কাউন্সিলে দ্বিতীয়বারের মত নির্বাচিত হওয়ায় চুনারুঘাট উপজেলা সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান ও সাপ্তাহিক প্রথম সেবা সম্পাদক মোঃ কামরুল ইসলাম অভিনন্দন জানান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *