বৃন্দাবন চা বাগানে চা গাছ ও ছায়াবৃক্ষ কর্তন

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় অবস্থিত বৃন্দাবন চা বাগানে রাতের আধারে কোটি টাকার চা গাছ, চা গাছের চারা ও ছায়াবৃক্ষ কর্তন করেছে দুবৃত্তরা। এই ঘটনায় হুমকির মুখে পড়েছে চা শিল্প। এ ব্যাপারে বাগান কতৃপক্ষ বাহুবল থানায় জিডি করেছেন। বৃন্দাবন চা বাগানের ব্যবস্থাপক আহমেদুল কবির খান রিপন জানান- শনিবার রাত ৩টার পরে বাগানের কয়েকটি সেকশনে চা গাছ, ছায়াবৃক্ষ, নার্সারী থেকে চা গাছের চারা, ছায়াবৃক্ষ ও রাবার গাছের চারা কেটে ফেলে দুবৃত্তরা। শনিবার রাতে ১ লক্ষ চা গাছের চারা কাটা হয়। যার মুল্য ১০ লাখ টাকা, শেড ট্রি কাটা হয় ৪২ হাজার। এর মধ্যে স্থায়ী ১২ হাজার এবং অস্থায়ী ৩০ হাজার। যার মুল্য ২৭ লাখ টাকা। এছাড়াও ৩ হাজার রাবার গাছের চারা কাটা হয়েছে। যার মুল্য ১লাখ ৮০ হাজার টাকা। এর আগে বিভিন্ন সময়ে আরও ৭৬ লাখ টাকার গাছ ও চারা কাটা হয়েছে। তিনি আরও জানান, আগামী মৌসুমে বাগানের ২৫ একর ভুমিতে নতুন করে গাছ লাগানোর জন্য চারাগুলো উৎপাদন করা হয়েছিল। এই চারা কেটে ফেলায় বাগানের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। পাশাপাশি বয়স্ক চা গাছ ও ছায়া বৃক্ষ কর্তন করায় বাগানে উৎপাদন হ্্রাস পাবে। এই ঘটনায় বাগানে অস্থিরতা বিরাজ করছে। এই ঘটনায় থানায় জিডি করলে আজ রবিবার দুপুরে বাহুবর থানার এসআই সোহেল এর নেতৃতত্বে একদর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কাউকে গ্রেফতার করা হয়নি। এ ব্যাপারে বাহুবল থানার ওসি ওয়াহিদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- বৃন্দাবন চা বাগানের এই ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি সুত্র জানায়, শ্রমিক অসন্তোষ থেকেই বাগানের ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু শ্রমিক এই ঘটনা ঘটিয়েছে। এমপি হাফিজ আহমেদ মজুমদারের ব্যাক্তি মালিকানাধিন এই বাগানটি তেমন লাভজনক না হওয়ায় সম্প্রতি ১০৩জন চৌকিদার থেকে চাটাই করে সেখানে ৪৩ জন চৌকিদার রাখা হয়েছে। তেমন কোন কাজ না করলেও আগে এই চৌকিদারদেরকে বৎসরে ৬০ লাখ টাকা বেতন দিতে হত। বর্তমানে চৌকিদারদেরকে বেতন দিতে হয় ২৫ লাখ টাকা। যাদেরকে ছাটাই করা হয়েছে তারাই এই কাজ করতে পারে বলে অভিযোগ পাওয়া গেছে। বাগানের পঞ্চায়েত সর্দার ধীরেন গোয়ালা জানান, চা গাচ আমাদের প্রাণ। আমরা কোনদিন এই গাছের ক্ষতি করতে পারিনা। যারা এই ক্ষতি করেছে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। প্রসঙ্গত বৃন্দাব চা বাগান থেকে প্রতিবছর ৪ লাখ কেজির মত চা উৎপাদন হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *