সীমান্ত দিয়ে আসছে ফরমালিনযুক্ত ফল

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার সবকটি সীমান্ত দিয়ে অবাধে প্রবেশ করছে ফরমালিন মিশ্রিত আম, কাঠাল, লিচুসহ ভারতীয় মৌসুমীফল। পরে এসব ফল জেলা সদরসহ বিভিন্নস্থানে পসরা সাজিয়ে বিক্রি করা হচ্ছে। ফলে একদিকে দেশীয় ফলের বাজার মার খাচ্ছে অপরদিকে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। সরেজমিনে দেখা যায়, মাধবপুর উজেলার হরষপুর,মনতলাও তেলিয়াপাড়া এবং চুনারুঘাট উপজেলার বাল্লা, টেকেরঘাট, চিমটিবিল,গুইবিল সহ সবকটি সীমান্তের চোরাই পথে প্রতিদিন দেশের প্রবেশ করছে ভারতীয় ফরমালিনযুক্ত লিচুসহ বিভিন্ন ফল। দেখতে তরতাজা ও মনোলোভা এসব ফলে আকৃষ্ট হয়ে ক্রেতারা কিনছেন এসব ফল। অধিকতর কমমূল্যে ভারতীয় এসব ফল কেনার হিড়িক পরার সাথে সাথে বাড়ছে বিষক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফল বিক্রেতা এই প্রতিবেদককে জানান, দেখতে হৃষ্টপুষ্ট এসব ফল ছাড়া ক্রেতারাও বুঝেননা এতে আমাদেরও লাভ হয় বেশী। ফরমালিনের ক্ষতিকর দিক সম্পর্কে জানতে চাইলে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. এ এইচ এম আই মামুন বলেন, ফরমানিক মানবদেহের হৃদযন্ত্র ও কিডনীর মারাত্মক ক্ষতি করে। এছাড়া শিশুদের ডায়রিয়া,উদরাময় সহ বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হবার সম্ভাবনা বেশী।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *