আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিধ্বস্থ ২ শতাধিক ছাত্র/ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের মিরাশী ইউনিয়নের আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্থ হওয়ার ১মাসেও মেরামতের উদ্যোগ নেয়া হয়নি। ফলে ছাত্র/ছাত্রীরা কিছুদিন পার্শ্ববর্তী বাড়ীর গাছতলায় ক্লাস করলেও বর্তমানে অধিকাংশ ছাত্র/ছাত্রী ঝড়ে পড়ার উপক্রম। এ বিষয়ে ম্যানেজিং কমিটির কোন সদস্যকে এগিয়ে আসতেও দেখা যায়নি। গত ২৯ এপ্রিল রাতের প্রাকৃতিক ঝড়ে টিন শেডের বিদ্যালয় ঘরটি সম্পূর্ণ উড়িয়ে নিয়ে যায়। এসময় বিদ্যালয়ের ব্যঞ্চ, টেবিল সহ যাবতীয় আসবাবপত্র ভেঙ্গে চূরমার হয়ে যায়। ওই বিদ্যালয়টিতে আশেপাশের গ্রামগুলোর প্রায় ২ শতাধিক ছাত্র/ছাত্রী রয়েছে। কিন্তু বিদ্যালয়টির পূর্ণ মেরামত না করায় অভিভাবকরা ছাত্র/ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে সংকিত হয়ে পড়েছেন। উল্লেখ্য যে, ১৯৯০ সালে ওই বিদ্যালয়টি বেসরকারি হিসেবে প্রতিষ্ঠিত হয়। গত বছরের জানুয়ারী মাসে দেশের অন্যান্য বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো আমতলা প্রাথমিক বিদ্যালয়টি সরকারি করণ হয়। ৪জন শিক্ষক এ বিদ্যালয়ে পাঠদান করেছেন কিন্তু ২৪বছরেও বিদ্যালয়ে কোন ভবন নির্মাণ করা হয়নি। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিনারা খাতুন বলেন, এ বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে আবেদন করা হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *