চুনারুঘাট-আমুরোড ঝুঁকিপূর্ন সড়কে যান চলাচল অব্যাহত ॥ জনদুর্ভোগ চরমে

এম এস জিলানী আখনজী, আমুরোড থেকে ॥ চুনারুঘাটের আমুরোডে বুক চিরে উপর দিয়ে বয়ে যাওয়া জনগুরুত্বপূর্ন সুকদেবপুর-আমুরোড সংযোগ সড়কটি এখন জনদুর্ভোগের কারন হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ভোর থেকে শুরু এ রাস্তা দিয়ে গভীর রাত্র পর্যন্ত আমু, নালুয়াসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা মালবাহী গাড়ী আর ট্রাক। দিনের বেলায়-মেক্সি, টেম্পু, বাস, সিএনজি চালিত অটোরিক্সা চলে। আর মালবাহী গাড়ীগুলো সড়ক অনুযায়ী তিন গুন বেশি মাল লোড করে। এ ঝুকিপূর্ন সড়কে বেপরোয়াভাবে যান চলাচল করে থাকে। ফলে চুনারুঘাটের বাল্লা সড়ক দিয়ে রাজারবাজার পালিয়ে সুকদেবপুর এসে আমুরোডের পাড়ি সড়কে রওয়ানা হয়। পালবাড়ি থেকে শুরু হয় ঝুকিপূর্ন সড়কের কিছু কিছু স্পট। তবে তার চেয়ে বেশি ঝুকিপূর্ন অবস্থান আমুরোড বাজারের সম্মুখ। জনদুর্ভোগ অতিষ্ঠ। এ সড়কটিতে চলাচলে এতোটাই অযোগ্য যে, এটির দিকে তাকালে এবং জনদুর্ভোগ দেখলেই মনে হয় এর কোন অভিবাবক নেই। এ ঝুকিপূর্ন জনগুরুত্বপূর্ন সড়কের কাজ সংস্কার না করলে যে কোন সময় ভয়াবহ দূর্ঘটনা হওয়া সম্ভব। তা না হলে জনদুর্ভোগের শেষ হবে না।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *