নালমুখের গৃহবধুকে জর্দান পাঠানোর নামে ধর্ষনের চেষ্টা ॥ আদালতে মামলা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার নালমুখ বাজারে বিদেশ পাঠানোর নাম করে গৃহবধুকে ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হয়েছে এক আদম বেপারী। পরে স্থানীয় লোকজন ওই গৃহবধুকে চুনারুঘাট সদর স্থাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। জানাযায়, উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামের আব্দুল জাহিরের স্ত্রী আছিয়া খাতুন(২৬) কে জর্দান পাঠানোর প্রলোভন দেয় মিরাশী ইউনিয়নের গোয়াছপুর গ্রামের বাসিন্দা ও চুনারুঘাট শহরের মধ্যবাজারের পুষ্পিতা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আদম বেপারী আব্দুল রহিম উরফে শ্যামল। পাসপোর্ট তৈরীর করার জন্য গত ১ জুন হবিগঞ্জে পাসপোর্ট তৈরী করার জন্য আছিয়াকে খবর দেয় শ্যামল। এর পূর্বে শ্যামল আছিয়ার স্বামীকে জানায় জর্দানে আছিয়াকে ঘর পরিষ্কারের কাজ দিয়ে বিদেশ পাঠাবে। বিদেশ পাঠাতে কোন টাকা পয়সা লাগবে না। বিদেশে আয়ের একটি অংশ শ্যামলকে দিতে হবে। আছিয়া হবিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলে পথি মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয় নালমুখ রতনপুর নামক স্থানে বৃষ্টি জন্য একটি আধাপাকা ঘরে প্রবেশ করলে দেখা যায় সেখানে লম্পট শ্যামলকে দেখতে পায়। আছিয়াকে দেখা মাত্র শ্যামল বলে ঘরের ভিতরে আস। বৃষ্টি থামলে এক সঙ্গে যাব। দীর্ঘক্ষন বৃষ্টি থাকার সুযোগে শ্যামল আধা পাকা ভিতরে পরিত্যক্ত একটি রুমে আছিয়াকে ধর্ষনের জন্য চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে আছিয়া চিৎকার করলে আশপাশের লোকজন চলে আসে। এ সময় লম্পট শ্যামল দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আছিয়াকে আহত অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। ইতিপূর্বে শ্যামলের বিরুদ্ধে গোয়াছপুর গ্রামের সাইদুর রহমান রাসেল বাদী হয়ে বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করেন। যাহা এখন তদন্তাধীন শ্যামলের প্রতারনর শিকার আরও অনেক পরিবার সর্বশান্ত হয়ে পথে বসেছে। এ পরিস্থিতে স্থানীয় প্রশাসন উদ্যোগ না নিলে শ্যামলের প্রতারনা মাত্রা আরও বাড়বে বলে ধারণা করছেন অভিজ্ঞ মহল।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *