মাধবপুরের ৫টি চা-বাগানের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে অনুদানের চেক বিতরণ

মোঃ আল বেলাল রিপন, মাধবপুর থেকে ॥ মাধবপুরের ৫টি চা-বাগানে সমাজ কল্যাণ মন্ত্রনালয় ও সমাজসেবা অধিদপ্তরের চাইল্ড সেনসিটিভ সোস্যাল ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের আওতায় মাতৃ-পিতৃহীন ও সুবিধা বঞ্চিত ৩৯১ জন শিশুকে শর্তযুক্ত অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গত শনিবার দুপুরে জগদীশপুর ও সুরমা চা-বাগানের নাচ ঘরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য এড.মাহবুব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান, সমাজ সেবা অধিদপ্তরের মহা পরিচালক মেশকাত আহম্মেদ চৌধুরী, জাতীয় প্রকল্প পরিচালক, মহা পরিচালক (সি.এফ পি.বি) ওমর ফারুক, উপ পরিচালক সোয়েব চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সমাজ সেবা কর্মকর্তা সুলেমান ভুইয়া, অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ, প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, আওয়ামীলীগের সহ সভাপতি মহিউদ্দিন হারুন, আওয়ামীলীগ নেতা মোজাহিদ বিন ইসলাম প্রমূখ। প্রত্যেক শিশুকে ২য় কিঞ্চিতে ১২ হাজার টাকার চেক দেয়া হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *