হবিগঞ্জে বিদ্যুতের তান্ডব ॥ ফুসে উঠছেন জনগণ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরে বরাবরের মত আবারও শুরু হয়েছে অহেতুক বিদ্যুত বিভ্রাট। শুক্রবার রাত ৭টা থেকে ১১টা পর্যন্ত কমপক্ষে ৩০বার বিদ্যুত বিদ্যুত বিভ্রাট হয়েছে। ফলে প্রচন্ড গরমে বেড়েছে শহরবাসীর সীমাহীন দুর্ভোগ। অতিষ্ঠ ভূক্তভোগীরা তাই বিদ্যুতের দাবীতে বাধ্য হয়েছেন রাস্তায় নামতে। এদিকে, বিক্ষুব্ধ জনতার রোষানল থেকে গা বাঁচাতে পিডিবি‘র কর্মকর্তারা হয়েছেন লাপাত্তা। খবর নেই খোদ নির্বাহী প্রকৌশলীর। পাশাপাশি রহস্যজনক কারণে বন্ধ রয়েছে বিদ্যুতের অভিযোগ কেন্দ্র। ভূক্তভোগীরা জানান, শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে হঠাৎ করে দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট। বিশেষ করে গাণিং পার্ক এলাকাটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়ে পড়ে বিদ্যুৎবিহীন। তাছাড়া সন্ধ্যার পর থেকে কমপক্ষে ৩০বার বিদ্যুত বিভ্রাট হয়েছে। প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে ওই এলাকার মানুষ বাধ্য হয়ে বিদ্যুতের দাবীতে রাতের বেলা নেমে আসেন রাস্তায়। ভূক্তভোগীরা তখন মিছিলসহকারে ঘেরাও করেন নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ও বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র। কিন্তু তখন অভিযোগ কেন্দ্রের লোকজন নিজেদের গা বাচাঁতে হয়ে যান লাপাত্তা। তাছাড়া তখন অভিযোগ কেন্দ্রটিও ছিল বন্ধ। ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, এ বিষয়ে নির্বাহী প্রকৌশলীকে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তারা জানান, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান হবিগঞ্জে যোদানের পর থেকেই এমনটি করে আসছেন। এ বিষয়ে জানার উদ্দেশে অভিযোগ কেন্দ্র, সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সরকারী মোবাইল।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *