অলিপুর রেল গেইটে ফ্লাইওভার না থাকায় নিত্য ঘটছে দুর্ঘটনা

আবুল হাসান ফায়েজ ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের অলিপুরে রেল গেইটে ফ্লাইওভার না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। একাধিক মৃত্যুর ঘটনা ঘটলেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। ঢাকা-সিলেট মহাসড়কের মূল পরিকল্পনায় হবিগঞ্জ অংশের শায়েস্তাগঞ্জে দুইটি ফ্লাইওভার প্রস্তাব থাকলেও অজ্ঞাত কারণে তা আজও বাস্তবায়ন হয়নি। বর্তমান বাস্তবতায় ফ্লাইওভারগুলি নির্মাণ একান্ত জরুরী হয়ে পড়েছে। এ নিয়ে বিভিন্ন মহল থেকে দাবী উঠলেও কর্ণপাত করছেন না সংশ্লিষ্টরা। ২০০১ সালে ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণের পরিকল্পনায় শায়েস্তাগঞ্জ অলিপুর রেলগেইট ও লস্করপুর রেল গেইটের দুইটি ফ্লাইওভারের প্রস্তাব রাখা হয়। কিন্তু পরবর্তীতে ফ্লাইওভার দুইটি বাদ দিয়ে মহাসড়ক নির্মাণ কাজ সমাপ্ত হয়। মহাসড়ক নির্মাণ কাজ ১৩ বছর আগে হলেও ফ্লাইওভার নির্মাণ হয়নি আজও। এই মহাসড়ক দুইটি স্থানে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রাণ হাড়িয়েছে অনেক মানুষ। অনেকে আবার বেঁচে আছে পগু হয়ে। ঢাকা-সিলেট মহাসড়কটি শায়েস্তাগঞ্জে উপর দিয়ে হওয়ায় বিভিন্ন ধরণের যানবাহন চলাচল করছে প্রতিদিনই। মহাসড়কের উপর দিয়ে অলিপুর ও লস্করপুর রেল লাইন যাওয়ায় ওই দুইটি গেইটে ফ্লাইওভার নির্মাণ করা খুবই জরুরী। এলাকাবাসীর দাবী দুইটি রেল গেইটে ফ্লাইওভার নির্মাণ হলে দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবে অনেক প্রাণ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *