Monthly Archives: March 2015

বানিয়াচংয়ে টমটমে যাত্রী উঠানোকে কেন্দ্র করে সংঘর্ষলুটপাট, অগ্নিংযোগ ও ভাংচুর আহত ৭০

আব্দুল হালীম, হবিগঞ্জ : টমটমে (ইজিবাইক) যাত্রী উঠানোকে কেন্দ্র করে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের লোকদের হামলা, বাড়ি-ঘর ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ৭০ জন আহত হয়েছে। যাদের অধিকাংশই উজিরপুর গ্রামের। রোববার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এদিকে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের উজিরপুরে সংঘর্ষের কারনে আঞ্চলিক মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জানা যায়, বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামের ফুল মিয়ার পুত্র রুবেল টমটমে (ইজিবাইক) উঠতে গেলে তার সাথে চালকের কথাকাটাকাটি হয়। এ নিয়ে এক পর্যায়ে উভয়ের মধ্য হাতাহাতি হয়। এক পযার্য়ে খাগাউড়া গ্রামের লোকজন টেটা, বল্লম, ফিকলসহ দেশীয় অস্ত্র নিয়ে উজিরপুরের লোকদের উপর হামলা চালায়। ...

বাহুবলের কমান্ডেন্ট মানিক চৌধুরী ও হবিগঞ্জের সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়া

প্রথম সেবা ডেস্ক ॥ মুক্তিযুদ্ধ পরিচালনায় বিশেষ অবদান রাখায় হবিগঞ্জের দু’কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া ও কমান্ডেন্ট মানিক চৌধুরীসহ ৮ জন ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার ভূষিত করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৫ সালের স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন। বুধবার ৪ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত্র প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদক পাওয়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে অন্যান্যরা হলেন-স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে বৃহত্তর সিলেটে মুক্তিযুদ্ধ পরিচালনায় বিশেষ ভূমিকা পালনকারি মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরী, ১৯৭১ সালে রাজশাহী রেঞ্জের ডিআউজি হিসেবে কর্মরত অবস্থায় মুক্তিযুদ্ধে সহায়তার জন্য পাকিস্তানি  হানাদার বাহিনীর হাতে শাহাদাত বরণকারি মামুন মাহমুদ, ১৯৭১ সালে ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাসে কর্মরত থাকা অবস্থায় বাংলাদেশ সরকারের প্রতি ...

চুনারুঘাটে কালুর অপকর্ম বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার ॥ আদালতের গ্রেপ্তারী পরওয়ানা মাথায় নিয়েই একটার পর একটা অপকর্ম করে যাচ্ছে পুর্বাঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী কালু। প্রশাসন ও জন প্রতিনিধিরা তার কাছে অসহায়। পুলিশ বিভিন্ন অভিযোগে কালুকে বার কয়েক গ্রেপ্তার করেছে কিন্তু থানায় বেশীক্ষন আটকিয়ে রাখতে পারেনি। এতে কালুর অপরাধের রাজ্য বিস্তৃত হচ্ছে দ্রুত। কালুর বাড়ী উপজেলার মিরাশি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে। তার বাবার নাম আজিম উল্লা। এলাকাবাসিরা জানান, সন্ত্রাসী কালুর বিরুদ্ধে থানায় ওই ইউনিয়নের নরসিংহেরগাও গ্রামের জনৈকা পারুল বেগম বিগত বছরের ১৭ সেপ্টেম্বর প্রান নাশের হুমকী দেয়ায় মামলা  দায়ের করলে পুলিশ মামলাটি নন এফআইআর গন্য করে ২৩ সেপ্টেম্বর অভিযোগ পত্র দাখিল করে। এ মামলায় আদালত তার বিরুদ্ধে গেপ্তারী পরওয়ানা জারি করেন। মামলাটি তুলে নেয়ার জন্য কালু পারুল বেগমকে ...

হবিগঞ্জে চুরির দায়ে যুবক আটক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে টমটম চুরির অভিযোগে জনি মিয়া (২৫) নামে এক চোরকে শহর থেকে আটক করা হয়েছে। সে সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের সামসু মিয়ার পুত্র। গত  শুক্রবার সকালে সদর এসআই কৃষ্ণ মোহনের নেতৃত্বে একদল পুলিশ পোদ্দার বাড়ি এলাকা থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে টমটম চুরির অভিযোগ রয়েছে। গত শনিবার বিকেলে তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

হবিগঞ্জে মোটর সাইকেল অভিযান,আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি ॥ রাজনৈতিক অস্থিরতার সুযোগে এক শ্রেণীর চোরাকারবারীরা ভারত সীমান্ত দিয়ে চোরাই মোটর সাইকেল এনে হবিগঞ্জ জেলার বিভিন্নস্থানে স্বল্পমূল্যে বিক্রি করছে। আর এসব মোটর সাইকেল কিনে মানুষ বিপদে পড়ছে। গত শুক্রবার বিকেলে সদর এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ থানার মোড়ে চেকপোষ্ট বসিয়ে চোরাই মোটর সাইকেল ও কাগজপত্র বিহীন সাইকেলের বিরুদ্ধে তল্লাশী শুরু করে। এসময় ২০টি মোটর সাইকেল আটক করা হয় এবং দুটি মামলা দেয়া হয়। অনেক মোটর সাইকেল আরোহীরা কাগজপত্র নিয়ে আসার কথা বলে সটকে পড়ে। এব্যাপারে এসআই মিজান জানান, কাগজপত্র যাচাই করে মোটর সাইকেল ছেড়ে দেয়া হয়েছে। দুটি আটক আছে।

লম্পট শ্যামলের বিরুদ্ধে আবারও নারী নির্যাতন মামলা

স্টাফ রিপোর্টার : লম্পট আদম ব্যাপারী আঃ রহিম শ্যামলের বিরুদ্ধে চুানরুঘাট থানায় একটি নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেছে মমতাজ বেগম নামে এক মহিলা। মামলার বিবরনে জানাযায়, উপজেলার মিরাশী ইউনিয়নের গোয়াছপুর গ্রামের মৃত আঃ রশিদের ছেলে ও চুনারুঘাট বাজারের পুষ্পিতা এন্টারপ্রাইজের মালিক আঃ রহিম শ্যামল  গাজীপুর ইউনিয়নের কবিলাসপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী মমতাজ বেগমকে ওমান নেওয়ার নামে গত ২৩ ফেব্র“য়ারী ১৫ইং তারিখে শ্যামলের বসত ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। মমতার শুরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে শ্যামল পালিয়ে যায়। এ ব্যপারে একাধিক শালিশ বৈঠক হলেও কোন সমাধান না হওয়ায় গত ১-৩-১৫ইং তােিরখ মমতাজ বেগম বাদী হয়ে শ্যামলের বিরুদ্ধে চুনারুঘাট থানায় নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন। চুনারুঘাট থানার জিআর ...

চুনারুঘাট পৌর শহরে যানজট কর্তৃপক্ষ দেখবেন কী?

রায়হান আহমেদ :দেশের বড় বড় শহরের ন্যায় চুনারুঘাট বাজার সড়কে দিনে দিনে যানজট বেড়ে যাচ্ছে। বিশেষ করে মধ্যবাজার ও মাছ বাজারের সড়কে যানজটের আধিক্য লক্ষ্য করা যায়। এ কারণে জনসাধারণকে বিশেষ দূর্ভোগ পোহাতে হচ্ছে। পথচারীকে একটু বেশি সাবধান হয়ে পথ চলতে হয়। পথচারীরা কখন পেছনের গাড়ির ধাক্কায় ছিটকে পড়বে, তা বলার সাধ্য কারো নেই। যানজটের ফলে হরণ বাজানো হয় প্রয়োজনের চেয়ে বেশি। যার কারণে শব্দ দূষিত হচ্ছে। এই শব্দ দূষণ শিশুদের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। বিকেল হলেই এ যানজটের তীব্রতা অধিকে রূপ নেয়। যানজটের প্রধান কারণ হচ্ছে, সড়কে অতিরিক্ত যানবাহন চলাচল। বিশেষ করে চুনারুঘাট সড়কে সিএনজি বাহনটি অতিরিক্ত। পানি এবং স্রোতের বেগ বেশি হলে নদীর বাঁধ ভাঙবে। আর রাস্তায় গাড়ির ...

চুনারুঘাটে লোক দেখানো মামলার সুযোগে বেড়ে যাচ্ছে মাদক পাচার

আসামপাড়া প্রতিনিধি ॥ চুনারুঘাট সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে দেধারছে চলছে মাদক চোরাচালান। প্রশাসন এসব চোরাচালান রোধ করতে পারছে না। ওই পয়েন্ট দিয়ে প্রতিদিন দেশে প্রবেশ করছে ভারতীয় ইয়াবা, মদ, গাঁজা, ফেনসিডিল, হিরোইনসহ নানান জাতের মাদক দ্রব্য। বিজিবি পুলিশ সময় সময়ে কিছু মুখস্থ মামলা দায়ের করে দায়িত্ব হালাল করছে। সীমান্ত সুত্র জানা যায়, দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগে মাদক ব্যবসায়ীরা কালেঙ্গা সীমান্তের জাম্বুরা ছড়া, রেমা সীমান্তের বাছাই বাড়ী, বড়ইতলা, বাল্লা সীমান্তের মোকামঘাট, কুলিবাড়ী, গুইবিল  সীমান্তের বড়ক্ষের, সুলতানেরঘাট, চিমটিবিল সীমান্তের গুটিবাড়ী ও সাতছড়ি সীমান্তের ৫ নং ঘাট এলাকা দিয়ে প্রতিদিন আসছে মাদক দ্রব্য। এসব পাচারে প্রভাবশালী রাজনৈতিক নেতার আত্মীয় স্বজন ছাড়াও নারী-শিশুরা জড়িয়ে পড়ছে। আইন শৃংখলা বাহিনী চেষ্টা চালিয়েও মাদক পাচার রোধ করতে ...

মাধবপুরে শহীদ পরিবার হিসেবে স্বীকৃতি পায়নি

মাধবপুর প্রতিনিধি : স্বাধীনতার ৪৪ বছর পরও হবিগঞ্জের মাধবপুর উপজেলার আফজলপুর গ্রামের মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল হাসিম মিয়ার পরিবার শহীদ পরিবার হিসাবে স্বীকৃতি মেলেনি। এ ব্যাপারে আব্দুল হাসিম মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ে বিস্তারিত জানিয়ে পত্র দিলেও এখন পর্যন্ত শহীদ পরিবারের স্বীকৃতি মেলেনি। এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। অধ্যাপক আব্দুল হাসিম জানান, ১৯৭১ এর ১৬ জুন বুধবার তার পিতা মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল কাদের মিয়া ,চাচা আশকর আলী , চাচাত ভাই মোঃ নুরুল ইসলাম এক মামা সহ ৩৫ জন ভারতে যাবার পথে উপজেলার চৌমুহনী ইউনিয়নের দেবীপুর গ্রামের নিকট পৌছালে পাক হানাদার বাহিনী তাদের আটক করে লাইন দ্বার করিয়ে নিবিচারে গুলি  করে হত্যা করে। খবর পেয়ে জীবন বাজি রেখে সেখান ...

সাপ্তাহিক ‘প্রথম সেবা’ পত্রিকার পরিদর্শন করলেন এডভোকেট আকবর হোসেন জিতু

আবুল কালাম ॥ চুনারুঘাট থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘প্রথম সেবা’ পত্রিকার পরিদর্শন করলেন উক্ত পত্রিকার আইন উপদেষ্টা এডঃ আকরব হোসেন জিতু পিপি। গতকাল রোববার বিকেলে প্রথম সেবা কার্যালয়ে তিনি এ পরিদর্শনে আসেন। পরে এক চা-চক্রের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম সেবা’র সম্পাদক মোঃ কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ লুৎফুর রহমান চৌধুরী, চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে আর এম ডাঃ এ এইচ এম আই মামুন, পৌর যুবলীগের সভাপতি নাজিম রেজা, আর্দশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, প্রথম সোব’র কম্পিউটার অপারেটর আবুল কালাম, স্টাফ রিপোর্টার খন্দকার আলাউদ্দিন, সুখদেব নাথ, শিফন খান, রায়হান আহমেদ, সাবেক মেম্বার ওয়াহিদ আলী প্রমুখ।

চুনারুঘাটের আমুরোড বাজারে গাছ রক্ষায় সচেতন নাগরিকের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : চুনারুঘাট-বাল্লা সড়কের পাশে সৃজিত গাছ রক্ষায় গতকাল রবিবার চুনারুঘাটের আমুরোড বাজারে বিরাট মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। আহম্মদাবাদ ইউনিয়নের ‘সচেতন নাগরিক সমাজ’ এর আহবানে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ মানববন্ধন পালিত হয়। চুনারুঘাট-বাল্লা সড়কে উপর অনুষ্ঠিত এ বানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, দুঃস্থ শিশু সংস্থা, আহম্মদাবাদ মানব কল্যান সংঘ, গ্রাম বাংলা আদর্শ ক্লাব, বন বিভাগ, উপজেলা প্রশাসন, শিক্ষক সমিতির সদস্য ও প্রভাষকসহ প্রায় দেড় হাজার সচেতন নাগরিক অংশ নেন। কর্মসুচী শেষে সচেতন নাগরিক সমাজের  আহবায়ক সাংবাদিক নুরুল আমিনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, সহকারী কমিশনার (ভুমি) তন্ময় ইসলাম, সহকারী বন সংরক্ষক এজেডএম ...

সৌদি নারীদের সুন্দরী গৃহপরিচারিকায় অনীহা

সৌদি আরব প্রতিনিধি ॥ সৌদি গৃহকত্রীরা গৃহপরিচারিকা নিয়োগের ক্ষেত্রে একটি শর্ত জুড়ে দিয়েছে। তা হলো, সুন্দরী গৃহপরিচারিকার চেয়ে কুৎসিত গৃহপরিচারিকাই তাদের পছন্দের তালিকায় থাকবে বেশি। এক রিক্রুটিং এজেন্সি জানিয়েছেন, সৌদি নারীদের কাছে সুন্দরী গৃহপরিচারিকার বদলে কুৎসিত গৃহপরিচারিকাই প্রাধান্য পাবে সর্বাধিক। গৃহপরিচারিকা হিসেবে মরক্কো ও চিলির গৃহপরিচারিকারা সৌদি নারীদের  অপছন্দের তালিকায়। যদিও চিলি থেকে গৃহকর্মী, গাড়িচালক, গৃহভৃত্য,গভর্নেস, গৃহসেবিকা নিয়োগ দেওয়া যেতে পারে। সৌদি নারীরা দক্ষিণ আমেরিকার গৃহ কর্মচারি নিয়োগের চেয়ে দক্ষিণ এশিয়ার বিশেষ করে ভারত শ্রীলংকা ইন্দোনেশিয়া ফিলিপিনোদের   গৃহকর্মচারিদের নিয়োগের দিকে বেশি আগ্রহী। কারণ দক্ষিণ এশিয়ান গৃহকর্মীরা যথেষ্ট ধৈর্যশীল। তাদের দিয়ে ঘরের সব কাজই করানো যায়। সুন্দরী চিলি গৃহকর্মীরা প্রায়শই তাদের ঘর ভাঙ্গার কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের ঘটনার উদাহরণ ...

পৌর কাউন্সিলর সৈয়দ মিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা

আঃ কাদির সরকার : চুনারুঘাট পৌরসভার পাকুরিয়া গ্রামের ৭নং ওয়ার্ডের জননন্দিত নির্বাচিত কাউন্সিলর ও চুনারুঘাট  খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি বিশিষ্ট ক্রীড়াবিদ সৈয়দ মিয়া তার রোগমুক্তিতে তিনি ৭নং ওয়ার্ডবাসী, পৌরবাসী ও উপজেলাবাসীসহ দেশে বিদেশে বসবাসরত সকল আত্মীয় স্বজনের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করছেন। উল্লেখ্য যে, তিনি বর্তমানে ঢাকার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চুনারুঘাটে থানা নাথ সমিতির সার্বজনীন উপনয়ন সংস্কার অনুষ্ঠান সম্পন্

ফারুক মাহমুদ : চুনারুঘাটে থানা নাথ সমিতির সার্বজনীন উপনয়ন সংস্কার ৪র্থ তম অনুষ্ঠান দৌলতপুর গ্রামের শ্রীযুক্ত পরেশ দেবনাথ মহাশয়ের অঙ্গনে সম্পন্ন হয়েছে। এ উপনয়ন অনুষ্ঠানটি ১ মার্চ রবিবার থেকে গতকাল ৫ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন বৈদিক ক্রিয়ার পর ৩১জন যোগী-ব্রতীর নগর পরিক্রমা ও তৎপরে দন্ড বিসর্জনের পর ধর্মসভা, সুধী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফুলপুর সমাজের সভাপতি সুকুমার দেবনাথ এর সভাপতিত্বে ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাসুদুল ইসলাম, শিক্ষা অফিসার হাসান মোঃ জুনাইদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রশীদ ...

কাজী সুজন চ্যানেল ‘এস এ টিভি’ বাহুবল প্রতিনিধি নিয়োগ

বিজ্ঞপ্তি : কাজী মাহমুদুল হক সুজন লন্ডন ভিত্তিক বাংলা চ্যানেল এস এর বাহুবল প্রতিনিধি হিসাবের নিয়োগ পেয়েছেন। সম্প্রতি চ্যানেল    ‘এসএ টিভি’র অনুষ্ঠান প্রধান গোবিন্দ রায় সুমন সাক্ষারিত এক পত্রে তাকে নিয়োগ দেয়া হয়। লন্ডন ভিত্তিক চ্যানেল “এস” টি লন্ডন কানাডা, আমোরিকাসহ ইউরোপ দেশগুলোতে প্রবাসীদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। কাজী সুজন দৈনিক খোয়াই, সাপ্তাহিক প্রথম সেবা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসাবে সুনামের সহিত কাজ করে যাচ্ছেন। তার গ্রামের বাড়ী উপজেলার সাটিয়াজুরী কাজী বাড়ীতে। তিনি পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেছেন।

নুর উদ্দিন সুমন ‘আমার বাংলা টিভি’ জেলা প্রতিনিধি নিয়োগ

বিজ্ঞপ্তি : সাংবাদিক নুর উদ্দিন সুমন আমার বাংলা টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধ নিয়োগ পেয়েছেন। গত ২২ ফেব্র“য়ারী ১৫ইং তারিখে ওই  টিভির চেয়ারম্যান কাজী আরিফ ইকবাল, ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন হাজারী এমপি, প্রধান মন্ত্রির তথ্য উপদেষ্টা ও উক্ত টিভির প্রধান উপদেষ্টা ইকবাল সুবাহান চৌধুরী, সম্পাদক সাইফুল ইসলাম নোবেল পাটোয়ারী, যুগ্ন সম্পাদক আলাউদ্দিন আল আজাদ উক্ত নিয়োগ পত্র প্রধান করেন। এ ছাড়াও নুর উদ্দিন সুমন হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র(আসক) ফাউন্ডেশনের ও সিলেট জোনাল কমিটির সভাপতি। তিনি দীর্ঘদিন যাবৎ জাতীয় দৈনিক সন্ধা বাণী ও ডেইলী প্রেজেন্ট টাইমস পত্রিকায় কর্মরত আছেন। দায়িত্ব পালনে তিনি সকলে সহযোগীতা কামনা করছেন। উলেখ্য, নুর উদ্দিন সুমন চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের ...

আইনের প্রয়োগে আমার কোন অবহেলা থাকবেনা

নিজস্ব প্রতিনিধি :জেলার প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার সাংবিধানিক দায়িত্ব পুলিশ বাহিনীর। হবিগঞ্জের মানুষের প্রত্যাশা পুরণে সকলের সহযোগীতায় আইনের সর্বাতœক প্রয়োগে আমার কোন অবহেলা থাকবেনা। জেলার কোন নিরপরাধ মানুষ আমার পুলিশ দ্বারা হয়রানী করতে দেবনা। আইনের যে কোন অপপ্রয়োগ বিষয়ে সরাসরি অবগত করবেন। সম্প্রতি শাল্লায় পলো বাওয়াকে কেন্দ্র করে আহত নিহত হওয়ার মামলায় নিরপরাধ কাউকে সম্পৃক্ত করা হবে না। তবে বেআইনী পলো বাওয়া বন্ধ করার নিশ্চয়তা পেলে কয়েক হাজার মানুষকে আসামী  করে দায়েরকৃত মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। ০৬ মার্চ শুক্রবার বিকাল ৩টায় বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স প্রাঙ্গনে বর্ণাঢ্য ...

বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক ছুরুক আলীর স্মরনে শোক সভা ও দোয়া মাহফিল

খন্দকার আলাউদ্দিন : চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সংগঠক, ভাষা সৈনিক ও প্রবীন রাজনীতিবিদ, পাঁচবারে নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান প্রয়াত আলাহাজ্ব আজিজুর রহমান ছুরুক আলী ফরাজী’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধায় বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য  এডভোকেট মাহবুব আলী এমপি। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পিপি এডঃ আকবর হোসেন জিতু, সহ-সভাপতি আঃ রশিদ মাষ্টার,¡ মুক্তিযোদ্ধা কমান্ডার ...