চুনারুঘাটের মুড়ারবন্দে দরগাহ মসজিদের কমিটি নিয়ে বিরোধ তুঙ্গেশালিশ বৈঠকে পূর্বের কমিটি বহাল থাকলেও সাইনবোর্ড পাল্টানো হয়নি ॥ থমথমে অবস্থা

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর : চুনারুঘাটে থানা পুলিশ প্রশাসন ও চেয়ারম্যান হস্তক্ষেপে বিরোধ নিস্পত্তি করে দিয়ে মুড়ারবন্দ দরগাহ জামে মসজিদের নতুন কমিটি ভেঙ্গে দিয়ে পূর্বের কমিটি পুনঃবহাল সিদ্ধান্ত গৃহীত হলেও দু’সপ্তাহে বাস্তবায়ন হয়নি। ফলে কমিটি ও পাল্টা কমিটি নিয়ে নতুন করে বিরোধ সৃষ্টি হচ্ছে। এ দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা রয়েছে। জানা যায়, চুনারুঘাটের তরফরাজ্যের বিজয়ী ১২০ আউলিয়ার মুড়ারবন্দের পূর্ব-পশ্চিমে শায়িত হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন (রঃ) সিপাহসালার (মদনী) নাম অনুসারে প্রাচীন ইতিহাসে লিপিবদ্ধভাবে মুড়ারবন্দ দরগাহ শরীফ জামে মসজিদ এর নাম গত ২০১৩ সালে ১২ আগষ্ট রং দিয়ে মুছে দিয়ে গোপনে মুড়ারবন্দ জামে মসজিদ লিখে ১টি ভূয়া কমিটি গঠন করে স্বার্থন্বেষী মহল খাদেম চক্র। এ ঘটনা স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে এলাকার মুসল্লী ও আশেকান ভক্তবৃন্দরা ক্ষোভ সৃষ্টি করে মোতাওয়াল্লী ও মসজিদ কমিটির উপর। মাজার শরীফ ও মসজিদ এর ঐতিহ্যকে নষ্ট করার লক্ষ্যে হবিগঞ্জের বহিরাগত একজন নেতার সাহসে দুস্কৃতিকারী খাদেমরা প্রতি সপ্তাহে মাজার শরীফ এলাকায় মহিলা নিয়ে গান-বাজনার আসর বসিয়ে ফায়দা হাসিল করছে এবং কিছু বখাটে লোকসহ কিছু খাদেমরা মিলে ভূয়া মসজিদ কমিটি গঠন করে ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। ভূয়া কমিটি ও মসজিদের কাল রং দিয়ে মুছে ফেলার কারনে দরবার শরীফের মোতাওয়াল্লী সৈয়দ সফিক আহম্মেদ চিশতী সফী বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। কিন্তু মামলাটি নিস্পত্তি করার জন্য ২০ আগষ্ট চুনারুঘাট থানার সাবেক ওসি শেখ কবিরুল আসলামের নেতৃত্বে থানায় উভয় পক্ষকে নিয়ে বৈঠক বসে ওসিকে বয়কট করে। পরে ২০১৪ সালে ১৩ ডিসেম্বর চুনারুঘাট সদর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ লিয়াকত হাসান এর সভাপতিত্বে উপজেলার ৮ জন চেয়ারম্যান, গণ্য মান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুরব্বীদের নিয়ে এক বৈঠক বসে। বাদী-বিবাদীকে এনে মামলা নিস্পত্তি ও মসজিদ কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। এ বিষয় উভয় পক্ষ মেনে নেয়। বৈঠকে সকলের সিদ্ধান্তে ১১ সদস্য বিশিষ্ট মুড়ারবন্দ দরগাহ শরীফ জামে মসজিদ কমিটি গঠন করে দেওয়া হয়। পূর্বের বৈঠকের সিদ্ধান্তে এ দাবী না মেনে আবার চলতি বছর ১৬ জুলাই রাতে ওই দুস্কৃতিকারী খাদেম চক্র ও গ্রামের কিছু আপামর লোককে নিয়ে গোপনে দরগাহ শরীফের নামে ভূয়া কমিটি করে মসজিদের সামনে একটি গাছে কালো রংগের সাইন বোর্ড টাঙ্গিয়ে দেয় উল্লেখিত কমিটির নামের তালিকা। এ ঘটনা নিয়ে উভয় পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ভাব দেখা দেয়। ভূয়া কমিটি মসজিদে সাইন বোর্ড লাগানো দেখে মোতাওয়াল্লী থানায় অভিযোগ দিলে থানার ওসি অমুল্য কুমার চৌধুরীর নেতৃত্বে এসআই আব্দুল্লাহ জাহিদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্তনা দিয়ে উভয় পক্ষের মসজিদের কাগজপত্র ও চেয়ারম্যানসহ মুরুব্বীদের নিয়ে আসার প্রস্তাব দেন। গত ২৫ জুলাই উভয় পক্ষের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বীদের নিয়ে এসে রাত সোয়া ৯ টা থেকে প্রায় ২ ঘন্টা যাবত থানা ভবন কক্ষে চুনারুঘাট সদর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ লিয়াকত হাসান এর সভাপতিত্বে ও থানার (তদন্ত) ওসি এসআই ইকবাল হুসেন, এসআই আব্দুল্লাহ জাহিদের পরিচালনায় উভয় পক্ষের লোকজনকে নিয়ে শালিশ বৈঠক বসে। বক্তব্য শুরুর পূর্বে বাদী পক্ষ মোতাওয়াল্লী ও বিবাদী পক্ষের খাদেম কবির মিয়া, ভিংরাজ মিয়া, ইউনুস মিয়া, জলিল মিয়া, অলি মিয়া, দুদু মিয়া, আলমগীর মিয়া, নজরুল আহমেদ কাগজপত্র উত্তাপন ও তাদের বক্তব্যগুলো পেশ করেন সভাপতি ও থানা পুলিশের কাছে। এ সময় উভয় পক্ষের মুরুব্বীরা নিরপেক্ষভাবে সাবেক কমিটি গঠন করা ও অতীতের ঘটনা পেশ করেন। চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান কাউসার আহম্মেদ, আওয়ামীলীগ নেতা লুৎফুর আহম্মেদ, এডঃ মিজানুর রহমান মিজান, শিল্পপতি আব্দুল মালেক, হাজ¦ী আজগর আলী মেম্বার, আব্দুল মন্নান, জামাল আহম্মেদ, খাদেম সৈয়দ তাহির মিয়া, এম মোজাম্মিল আহমেদ হামিদ প্রমুখ। অবশেষে থানা পুলিশ প্রশাসন কাগজ পত্র পর্যালোচনা যাচাই করে এবং পূর্বের মসজিদ কমিটি ১১ সদস্য বিশিষ্ট পুনঃবহাল থাকবে বলে চেয়ারম্যান লিয়াকত হাসান সভাপতিত্বে গৃহীত হয়। এ সময় পুলিশ (তদন্ত) ওসি ইকবাল বলেন, সকলের একমত পোষন হওয়ায় ২/১ দিনের মধ্যে বর্তমান মসজিদ কমিটির নাম বিলুপ্তসহ সাইনবোর্ড সরিয়ে নিতে এবং উভয় পক্ষের মামলা তুলে নেওয়ার নির্দেশ দেন। মসজিদ কাহারো ব্যক্তি নামে রেকর্ডভূক্ত হবে না। শুধু পূর্বে রেকর্ড অনুযায়ী ওয়াকফ ষ্টেইট অধীনে মুড়ারবন্দ দরগাহ শরীফ জামে মসজিদ রেকর্ডভূক্ত করা হবে। এ মসজিদ কাহারো ব্যক্তি স্বার্থে নয় মসজিদ নিয়ন্ত্রন করবে ও পুনঃবহাল কমিটি ও মোতাওয়াল্লীরা। এলাকা সূত্রে জানা যায়, মুড়ারবন্দ দারবার শরীফ দুইটি ওয়াকফ ষ্টেইট বিভক্ত রয়েছে। এর মধ্যে ১০ আনা দরবার শরীফের মোতাওয়াল্লী সৈয়দ সফিক আহম্মদ গং ও ৬ আনা খাদেম কবির মিয়া গং রয়েছে। উক্ত সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন যাবত স্বত্ত মামলা করে ২০১০ সালে। এসব স্বত্ত মামলা স্বার্থ হাসিল করতে না পেরে ৬ আনা অংশীদার খাদেম আলমগীর ও জলিল মিয়া সহ পৃথক ভাবে হয়রানী করার লক্ষ্যে ১০৭ ধারা ২ টি মিথ্যা মামলা দিলে সেই মামলা খারিজ হয়ে যায়। মসজিদের কিছু দানকৃত জমি বিক্রি করতে গিয়ে ব্যার্থ হয় জলিল মিয়া। ফলে গ্রামের সহজ-সরল লোককে ভুল বুঝিয়ে উক্ত মসজিদ নতুন কমিটি করবে বলে আপামর লোকের কাছে গিয়ে স্বাক্ষর নিয়ে এসে হবিগঞ্জ জেলা প্রশাষক সহ বিভিন্ন দপ্তরে মোতাওয়াল্লী সফিক আহমেদ বিরুদ্ধে অভিযোগ দেয়। এ সমস্ত অভিযোগ সঠিক নয় বলে এলাকার সচেতন মহল এ প্রতিনিধিকে জানিয়েছেন। খাদেম চক্র সৈয়দ নয় কিন্তু সৈয়দ না হয়ে গত কয়েক বছর যাবত নামের পূর্বে সৈয়দ পদবী লিখে দুর-দুরান্ত মানুষের কাছে প্রতারনা করছে। বর্তমানে যে সব কাজে সৈয়দ ব্যবহার করছে ভিজিটিং কার্ড, পোষ্টার, জন্ম নিভন্ধন, ভোটার কার্ড, বর্তমান মাঠ জরিপ, দলিলসহ অন্যান্য কাগজ পত্রে। এ সমস্ত প্রতারক বিরুদ্ধে প্রশাসনিকভাবে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *