Daily Archives: August 27, 2015

বেড়েছে গ্যাস-বিদ্যুতের দাম

ভোক্তা পর্যায়ে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বর্ধিত মূল্যহার ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম ২ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। গ্যাসের মাসিক বিল ২০০ টাকা বাড়িয়ে এক চুলার জন্য এখন ৬০০ টাকা এবং দুই চুলার জন্য ৬৫০ টাকা নির্ধারিত হয়েছে। গৃহস্থালিতে মিটারভিত্তিক গ্যাসের বিল প্রতি ঘনমিটার ৫ টাকা ১৬ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা করা হয়েছে। গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত রূপান্তরিক প্রাকৃতিক গ্যাস বা সিএনজির দাম প্রতি ঘনমিটার ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। সার ও বিদ্যুৎ উৎপাদন ছাড়া সব ক্ষেত্রে গ্যাসের দাম বেড়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বর্ধিত মূল্যহার তুলে ধরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান ...

মাধবপুরে নৌকা ডুবিতে ১ জন নিহত আহত-১০

আবুল হোসেন সবুজ, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে সোনাই নদীতে নৌকা ডুবে ফিরোজা বেগম (৪০) নামে একজন নিহত হয়েছেন। তিনি মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুরের নুর মিয়ার স্ত্রী। এছাড়া নৌকাডুবিতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার সময় মাধবপুর মাছ বাজার এলাকায় সোনাই নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। আহতদের মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৪জনের অবস্থা আশংকাজনক। নৌকায় থাকা যাত্রী খলিলুর রহমান জানান, মাধবপুর থেকে আখাউড়া খরমপুর হযরত সৈয়দ গেছুদারাজ কল্লা শরীফ মাজারে যাবার পথে যাত্রীরা নৌকায় উঠলে নৌকার পাটাতন ভেঙ্গে নৌকায় পানি উঠে যায়। মুহুর্তের মধ্যেই নৌকা সোনাই নদীর মাঝ নদীতে ডুবে যায়। লাফিয়ে কিছু যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও একজন ফিরোজা ...

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট বাতিল

সিলেট জেদ্দা সরাসরি আরও একটি হজ ফ্লাইট বাতিল হয়েছে। ৮ সেপ্টেম্বরের নির্ধারিত ফ্লাইটের জন্যে প্রয়োজনীয় সংখ্যক যাত্রী দিতে না পারায়ও সেটি বাতিল করেছে বিমান বাংলাদেশ। এর আগে ২৩ আগস্টের প্রথম ফ্লাইটও একই কারণে বাতিল হয়েছিল। বিমান বাংলাদেশ বলছে, হাবের ব্যর্থতার কারণেই দু’টো ফ্লাইট বাতিল করতে হয়েছে। বিমান বাংলাদেশের সিলেট জেলার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সালমান হায়দার চৌধুরী জানান, প্রত্যেক ফ্লাইটে তাদের ৪১৯টি আসন রয়েছে। এরমধ্যে ৮ সেপ্টেম্বরের ফ্লাইটের জন্যে হজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট শাখা ২২৭ যাত্রীর ব্যবস্থা করতে পেরেছে। বিপুল সংখ্যক আসন খালি থাকায় সিলেট-জেদ্দা সরাসরি ওই ফ্লাইট বাতিল করতে হয়েছে। তবে, ৩১ আগস্ট ও ১৩ সেপ্টেম্বরের ফ্লাইটের যাত্রী পাওয়ায় তা চূড়ান্ত বলে তিনি জানান।

১ মাস ধরে অভিভাবকহীন হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ

বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদে ১ মাস যাবত ইউএনও নেই ফলে পরিষদের কাজকর্মে ঢিলেঢালা ভাব দেখা দিয়েছে। জানা যায়, সাবেক ইউএনও শামছুল ইসলাম গত জুলাইয়ের ২৫ তারিখে বাংলাদেশ রাজস্ব বোর্ডে(এনবিআর) বদলি হয়ে চলে যান। তার অবর্তমানে ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব নেন সদ্য যোগদানকারী সহকারী কমিশনার(ভুমি)রায়হানুল হারুণ। কিন্তু নতুন এই ভারপ্রাপ্ত ইউএনও তার নিজস্ব ভুমি অফিস ও উপজেলা পরিষদের দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছেন। আজ পর্যন্ত কোন ইউএনও না আসায় পরিষদের তথা সরকারি কর্মকান্ডে ঢিলেঢালাভাব লক্ষ্য করা গেছে। হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল মজিদ খান চলতি মাসের ১২ তারিখ আমেরিকা সফরে চলে গেছেন। বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমেদ ও এই মাসের ১৭ তারিখ আমেরিকা সফরে গিয়েছেন। ...

নির্বাচনে জয়ী, অতঃপর বিয়ের ঘোষণা !

দীর্ঘ ৪৫ বছর পর নির্বাচনে বিজয়ী হয়ে বিয়ে করার ঘোষনা দিলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিজয়ী প্রার্থী আল হেলাল আহমদ। তিনি ইতি পূর্বে ৪বার ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হতে পারেননি। বার বার নির্বাচনে পরাজিত হয়ে তিনি ঘোষনা করেছিলেন বিজয়ী না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না। ২৫ আগস্ট ঐ ওয়ার্ডের উপ-নির্বাচনে তিনি অংশ নিয়ে ৬শ' ৬০ ভোট পেয়ে বিজয়ী হন। বিজয়ী হওয়ার পর পরই ভোট সেন্টারে আগত মানুষের সামনে বিয়ে করার ঘোষনা দেন। জানা যায়, ৯নং বাউশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার রহমত উল্লার মৃত্যুতে পদটি শূন্য হলে উপ- নির্বাচনে ঐ ওয়ার্ডের ৩জন প্রার্থী অংশ গ্রহন করেন। নির্বাচনে আল হেলাল আহমদ ভ্যান গাড়ি মার্কায় ৬৬০ ভোট পেয়ে ...

সাফের সেমিতে ভারতকে পেল বাংলাদেশের যুবারা

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আরেকটি আসরে ফের ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে বাংলাদেশের যুবাদের এবারের লড়াইটি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার। নেপালের কাঠমান্ডুর এএনএফএ কমপ্লেক্সে মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারায় ভারতের যুবারা। টানা দুই জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমি-ফাইনালে উঠেছে তারা। ভুটানকে ২-০ গোলে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে স্বাগতিক নেপালের কাছে হেরে গ্রুপের রানার্সআপ হয়। ভারতের বিপক্ষে বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে জনি-রোহিত-রাব্বীরা। সাফ ফুটবল অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসরে ভারতকে দুইবার হারায় বাংলাদেশ। ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর সিলেট জেলা স্টেডিয়ামের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতাটির শিরোপা জেতে বাংলাদেশের কিশোররা। একই দিনে অপর সেমি-ফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ ...

হবিগঞ্জে আ’লীগ ৫,বিএনপি ৩

হবিগঞ্জে শান্তিপূর্ণভাবে ও উৎসব মূখর পরিবেশে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সাদা প্যানেল থেকে ৫ জন ও বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল ডি গ্রুপসহ ৩টিতে বেশী ভোট লাভ করেন। বুধবার সকাল ১০টা থেকে বাংলাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক ও তদারক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নতুন নেতৃত্ব বেছে নিতে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। আগামী তিন বছরের জন্য বার কাউন্সিলের প্রতিনিধি নির্বাচনে হবিগঞ্জের ৫১২ আইনজীবীর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে রাতেই ফলাফল ঘোষণা করেন যুগ্ম-জেলা ও দায়রা জজ নিলুফার শিরিন নীলা ও রোখেয়া রহমান। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ২৩০ ভোট পান স.ম রেজাউল করিম। অন্যান্যদের মাঝে ব্যারিস্টার আমিরুল ইসলাম ২০৮, ব্যারিস্টর রুকন উদ্দিন মাহমুদ ...

কাজী জাফর আর নেই

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিক ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ আর নেই (ইন্নালিল্লাহিৃরাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বৃহস্পতিবার সকাল ৭টায় গুলশানের নিজ বাসভবনে (রোড-৬৮, বাসা-২) তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আনা হলে কর্ত্যবরত চিকিৎসক সোয়া ৭টায় তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী মমতাজ বেগম, তিন মেয়ে কাজী জয়া আহমেদ, কাজী সোনিয়া আহমেদ ও কাজী রুনা আহমেদসহ অসংখ্য গুণগ্রাহী ও কর্মী রেখে গেছেন। তবে তার দাফন কাজ কোথায় সম্পন্ন হবে এ বিষয়ে সকাল পৌনে ১০টা পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা । তার মৃত্যুর খবর শুনে ইউনাইটেড হাসপাতালে ছুটে আসেন জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল ...

জাতীয় কবির মৃত্যুবার্ষিকী আজ

বাংলা সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ। বৃটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। অন্যায়, অত্যাচার আর জুলুমের বিরুদ্ধে তিনি তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে পালন করেছেন সোচ্চার ও আপসহীন ভূমিকা। মানবতার জয়গানে উচ্চকণ্ঠ এ কবি লিখেছেন, ‘গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ানৃ।’ বৃটিশ সরকারের বিরুদ্ধে সাহিত্যচর্চা ও বৃটিশবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে কারাভোগ করেছেন বারবার। নিষিদ্ধ হয়েছে তার একের পর এক গ্রন্থ। তবুও এই মহান পুরুষ বৃটিশ শাসকদের কাছে মাথানত করেননি। সব রকমের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কবি ‘চির উন্নত মম শীর’ বলে আজীবন সংগ্রাম করে গেছেন। দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত হয়েও কখনও আপস করেননি। লোভ-লালসা, খ্যাতি, ...