Daily Archives: August 26, 2015

রুবেল শুধুই আমার : হ্যাপি

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বহু তিক্ততার পরও জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে ভুলতে পারছে না হালের আলোচিত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। গণমাধ্যমে রুবেলের প্রতি নিজের দুর্বলতার কথা হ্যাপি সবসময় জানিয়েছেন। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তিনি এ নিয়ে একের পর এক স্ট্যাটাস দেন। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ফেসবুকে রুবেলের প্রতি নিজের দুর্বলতার কথা জানিয়ে হ্যাপি আবারও একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে হ্যাপি বলেন, ‘কেউ একটু আমার রুবেলকে এনে দেবে আমার কাছে? আমি একবার একটু রুবেলকে জড়িয়ে ধরে কাঁদতে চাই। কতদিন দেখিনি! আমি কী করে বেঁচে থাকব রুবেলকে ছাড়া??? প্লিজ কেউ একটু আমার কাছে ওকে এনে দাও।’ রুবেলের প্রতি ব্যাকুলতার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার খুব কষ্ট হয়, আমি আর রুবেলকে ভুলে ...

পাখির নগ্ন ভিডিও ফাঁস!

ভয়াবহ এক ব্যাধির নাম ভারতীয় সিরিয়াল। এর কু-প্রভাব থেকে রেহাই পাচ্ছেনা উঠতি বয়সী, তরুণী, যুবতী, গৃহবধূসহ কোমলমতি শিশুরাও। এসব সিরিয়ালের প্রভাবে পরিবার-পরিজন কিংবা সামাজিক জীবনের দায়িত্বগুলো থেকে সরে দাঁড়াচ্ছেন নারীরা। বাদ যাচ্ছে না কোমলমতি শিশুরাও। বাস্তবতা বিবর্জিত কাল্পনিক ওই সব সিরিয়ালের অভিনেত্রীরা কি পড়ছে, কিভাবে কথা বলছে, তাদের চরিত্র কি? সেগুলোও আয়ত্ব করছে নারীরা। এইসব সিরিয়ালের কারণেই প্রেমসহ পারিবারিক সম্পর্কের মাঝে আজ ভাঙন দেখা দিয়েছে। তেমন ই একটি সিরিয়াল বোঝেনা সে বোঝেনা । এই নাটকে পাখি নামে অভিনয় করেছেন পাখি যার আসল নাম মধুমিতা সরকার তার গোপন ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেট এ।

মা হলেন ‘কিশোর’

বাগেরহাটের শরণখোলায় নাজমুল (১৫) নামের এক কিশোরের মা হওয়া নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মঙ্গলবার ভোরে বাগেরহাটের শরণখোলা হাসপাতালে সে একটি কন্যা সন্তান জম্ম দিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালে উৎসুক জনতার ভিড় লেগে আছে। সকলেই এক পলকের জন্য দেখতে চায় ভ্যান চালক নাজমুল ইসলামের ফুটফুটে কন্যা সন্তানটিকে। জনগণের চাপ সামলাতে তাই হিমসিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। তবে নাজমুল আসলেই কিশোর না কিশোরী তা নিয়েও সন্দেহের দোলায় দুলছে শরণখোলার মানুষ। গত কালও যে ছিল দরিদ্র ভ্যান চালক কিশোর নাজমুল। আজ তার পরিচয় পাওয়া গেল এক কিশোরী মাতা হিসেবে। সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা গেল পরম মমতায় সন্তানকে পাশে নিয়ে শুয়ে রয়েছে নাজমুল রূপী ‘নাজমা’। এলাকাবাসী জানায়, শার্ট-প্যান্ট পরা, দেখতে কিশোর। মাথায় ছেলেদের ...

‘চার সপ্তাহের মধ্যে কামরুলকে দেশে আনা সম্ভব হতে পারে’

সিলেটে কিশোর সামিউল আলম রাজন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত কামরুল ইসলামকে আগামী চার সপ্তাহের মধ্যে সৌদি আরব থেকে দেশে ফেরত আনা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। সৌদি আরব থেকে বিবিসি বাংলার সাথে আলাপকালে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ জানিয়েছেন, কামরুল ইসলামকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের আবেদন এখন সৌদী কর্তৃপক্ষ অনুমোদন করেছে। তবে ফেরত পাঠানোর ব্যাপারে সৌদী আরবের আইনগত অনেক প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া এখন চলছে। প্রক্রিয়াগুলো শেষ করে কামরুল ইসলামকে চার সপ্তাহের মধ্যে ফেরত আনা সম্ভব হতে পারে। রাজন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত সৌদি আরব প্রবাসী কামরুল ইসলাম ঘটনার পরদিনই দেশ থেকে পালিয়ে যান। তবে কয়েকদিন পর তিনি সৌদি আরবেই ধরা পড়েন।

চুনারুঘাটের শানখলা ইউনিয়নে শান্তিপুর্ণ ভোট গ্রহন

চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচন শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫আগস্ট) সকাল ৮টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত লালচান্দ বাগান কেন্দ্রের ৫টি বুথে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ তন্ময় ইসলাম নির্বাচনে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে জানিয়ে তিনি বলেন, সকাল থেকেই চা বাগানের এ কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে নির্বাচন শুরু হয়।বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহন চলে। এ নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন, তারা হলেন, গোপাল বাউড়ী, মনোলাল সাওতাল ও লক্ষী কান্ত সাহা। এ ওয়ার্ডে মোট ভোটার হচ্ছে ২ হাজার ৭শ ৭ জন। উপজেলা নির্বাচন অফিসার ...

বার কাউন্সিলের নির্বাচন আজ

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে ভোটগ্রহণ আজ।সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৩০২ জন। নির্বাচনকে ঘিরে মঙ্গলবার আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন জেলা বারে ব্যাপক গণসংযোগ করেছেন। নিজ নিজ প্যানেলের পক্ষে এই প্রচারণা চালানো হয়। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীদের মধ্যে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এর বাইরেও আরও দুটি প্যানেল থেকে আইনজীবীরা নির্বাচনে লড়ছেন। ১৪টি সদস্য পদে নির্বাচনের জন্য চূড়ান্তভাবে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪টি সদস্য পদের মধ্যে সাধারণ আসনে সাতজন এবং গ্রুপ আসনে সাতজন প্রার্থী নির্বাচিত হবেন। একজন আইনজীবী সাধারণ আসনে সাত জন প্রার্থীকে এবং নিজ ...