বার কাউন্সিলের নির্বাচন আজ

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে ভোটগ্রহণ আজ।সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৩০২ জন। নির্বাচনকে ঘিরে মঙ্গলবার আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন জেলা বারে ব্যাপক গণসংযোগ করেছেন। নিজ নিজ প্যানেলের পক্ষে এই প্রচারণা চালানো হয়। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীদের মধ্যে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এর বাইরেও আরও দুটি প্যানেল থেকে আইনজীবীরা নির্বাচনে লড়ছেন। ১৪টি সদস্য পদে নির্বাচনের জন্য চূড়ান্তভাবে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪টি সদস্য পদের মধ্যে সাধারণ আসনে সাতজন এবং গ্রুপ আসনে সাতজন প্রার্থী নির্বাচিত হবেন। একজন আইনজীবী সাধারণ আসনে সাত জন প্রার্থীকে এবং নিজ অঞ্চলের একজন প্রার্থীকে ভোট দিতে পারবেন। এবার সাধারণ আসনে ৩২ জন এবং গ্রুপ আসনে ২৯ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। সাধারণ আসনে সাতটি সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা হলেন- সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবেক অ্যাটর্নি জেনারেল আবদুল জামির মোহাম্মদ আলী (এ জে মোহাম্মদ আলী), সুপ্রিম কোর্ট বার সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন (খোকন), ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. বোরহানউদ্দিন ও অ্যাডভোকেট মো. মহসিন মিয়া।
একই আসনে সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা হলেন- সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, অ্যাডভোকেট পরিমলচন্দ্র গুহ (পিসি গুহ), অ্যাডভোকেট জেড আই খান পান্না ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট শম রেজাউল করিম। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ছাড়াও আইনজীবী ঐক্য ফ্রন্ট মনোনীত প্যানেল থেকে সাধারণ আসনের প্রার্থীরা হলেন- অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান, অ্যাডভোকেট একেএম জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট আবদুল মোমেন চৌধুরী, অ্যাডভোকেট সরওয়ার ই-দীন, অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিন ও অ্যাডভোকেট মো. শামছুল হক। এসব প্যানেলের বাইরেও সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েকজন আইনজীবী।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *