Daily Archives: August 25, 2015

বাহুবলে মহাসড়কে ছাত্র-জনতার বিশাল মানববন্ধন

বাহুবল কলেজকে জাতীয়করণ প্রক্রিয়া থেকে বাদ দেয়ার চক্রান্তের প্রতিবাদে ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কে ছাত্র-জনতা ২ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে। সোমবার বেলা ১১টায় উপজেলা সদরস্থ কলেজের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাহুবল উপজেলাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বাহুবল কলেজ, দীননাথ ইনস্টিটিউশন, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় ও পুটিজুরী এসসি উচ্চবিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। স্মরণকালের এ দীর্ঘ মানববন্ধন শেষে নেতৃবৃন্দ সহস্রাধিক গণস্বাক্ষর সম্বলিত শিক্ষামন্ত্রী বরাবরে লিখিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রেরণ করেন। বর্তমান সরকার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলা সদরে প্রতিষ্ঠিত মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের বিভিন্ন তথ্যাদি সংগ্রহ করছে। এ লক্ষ্যে গত ১৭ আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ...

বিশ টাকায় গান বিক্রি করছেন অর্ণব

জনপ্রিয় কন্ঠশিল্পী অর্ণব তার ফেসবুকে ভক্তদের উদ্দেশ্যে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে বলেন, কেউ যদি চান ‘তুমি বল্লে’ আমার এই গানটি পেতে তাহলে আমার নাম্বার ০১৮৭৪৪৪৪৩৩৮ এই নাম্বারে ২০টাকা বিকাশ করতে এবং একই নাম্বারে ভক্তের মেইল আইডি টি এসএমএস করার জন্য। এরপর অর্ণব সেই মেইল আইডিতে পুরো গানটি পাঠাবেন। অবিনব উদ্যোগ নিয়ে অর্ণব বলেন, ‘আমি আশা করি আপনারা এটা অন্য কোথাও আপলোড করবেন না। আপনারা বোঝার চেষ্টা করেবেন কেন আমি এই উদ্যোগটি নিয়েছি। টেলিকম কোম্পনি রবির সঙ্গে কথা হয়েছে, সামান্য টাকার বিনিময়ে পুরো গান ডাউনলোড করার অ্যাপস বানাবে তারা। আমাদের সংগীত জগত দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। সংগীতকে বাঁচাতে হলে, শিল্পীদের বাঁচাতে হলে আমাদের কিছু উদ্যোগ নিতেই হবে। তবে আমি আশাবাদী, ...

মা-মেয়ের এক স্বামী

মা ও মেয়ের একজনই স্বামী! তা-ও এই বাংলাদেশে। অবিশ্বাস্য হলেও সত্য এই খবরটি এখন আন্তর্জাতিক মিডিয়ায় বহুল প্রচারিত। মা’র নাম মিত্তামোনি। তিনি এখন ৫১ বছর বয়সী। তার মেয়ে ওরোলা ডালবোট। তার বয়স ৩০ বছর। এই মা ও মেয়ের একজনই স্বামী। তার নাম নোতেন। ঘটনা বাংলাদেশের উত্তর-মধ্যমাঞ্চলের মান্দি উপজাতি গোষ্ঠীতে। এ খবর দিয়েছে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সুপরিচিত ম্যাগাজিন ম্যারি ক্লেয়ার। এতে বলা হয়, ওরোলা ডালবোট কিছু বুঝতে শেখার আগেই তার জন্মদাতা পিতাকে হারান। তারপর তার মা মিত্তামোনি দ্বিতীয় বিয়ে করেন। তার এ স্বামীর নাম নোতেন। তার আদরেই বড় হতে থাকে ওরোলা। নোতেন দেখতে শুনতে সুশ্রী। তার মুখভরা হাসি। ওরালো যখন বড় হতে থাকেন তখন নোতেনকে দেখে ভাবতে থাকেন তার মা ...

বালাগঞ্জে নিজ কন্যাকে ধর্ষন : লম্পট পিতা গ্রেফতার

বালাগঞ্জে লম্পট পিতার হাতে নিজ মেয়ে ধর্ষিত হওয়ার অভিযোগে ধর্ষক পিতাকে আটক করা হয়েছে। গ্রামবাসী ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় তাকে আটক করে বুধবার রাত ১০টায় বালাগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে বুধবার তার পিতার বিরুদ্ধে বালাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন। ঘটনাটি নিয়ে স্থানীয় গ্রামবাসী ও পুরো এলাকার লোকজনের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় গ্রামের লোকজন প্রতিবাদ করতে গেলে প্রতিবাদী জনতার উপর ধর্ষক পক্ষের লোকজন অতর্কীত হামলা ও ইট-পাটকেল নিক্ষেপ করে কমপক্ষে পাঁচ ব্যক্তিকে আহত করে। হামলার ঘটনার পর থেকে গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ও তমতমে উত্তেজনা রিরাজ করছে। ন্যাক্ষার জনক এই ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুড় গ্রামে। স্থানীয় এলাকাবাসী, বালাগঞ্জ ...

রাজন হত্যা মামলার চার্জশিট আমলে নিয়ে তিন আসামীর মালামাল ক্রোকের আদেশ

শহরতলীর কুমারগাঁওয়ে বর্বরোচিতাবে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় আদালতে দাখিলকৃত চার্জশিট আমলে নিয়েছেন আদালত। সোমবার সকালে আলোচিত এ হত্যা মামলার চার্জশিট আমলে নিয়ে সিলেটে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ সাহেদুল করিম মামলার প্রধান আসামী কামরুল ইসলামসহ তার আরো দুই সহোদরের মালামাল ক্রোকের নির্দেশ দেন। সিলেটে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত শুনানি শেষে মহানগর হাকিম আদালত-১ এর বিচারক সাহেদুল করিম এই চার্জশিট আমলে নেন। সিলেট জেলা জজ কোর্টের পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এবং রাজনের বাবার মনোনীত আইনজীবী শওকত চৌধুরী জানান, আদালত শুনানি শেষে চার্জশিট আমলে নিয়েছেন। একইসাথে চার্জশিটে অভিযুক্ত তিন পলাতক আসামির বিরুদ্বে গ্রেফতারী পরোয়ানা জারিসহ তাদের মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ৩১ আগস্ট নির্ধারণ করেছেন ...

বিদায় বেলায় সাঙ্গাকারার চোখে জল

ক্রিকেট মাঠে আবেগ ছুঁয়ে গেছে তাকে সামান্যই। তবে বিদায়ী বক্তৃতার এক পর্যায়ে আবেগের কাছে আত্মসমর্পণ করতেই হলো কুমার সাঙ্গাকারাকে। কলম্বোর পি সারা ওভালে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন কুমার সাঙ্গাকারা। অসাধারণ বাগ্মিতার জন্য তার খ্যাতি বরাবরই। সোমবার বিদায়ী কথামালাতেও ছুঁয়ে গেলেন সবার হৃদয়। বরাবরের মতোই দারুণ গোছানো ছিল তার কথামালা। সেই ছেলেবেলা থেকে আজকের সাঙ্গাকারা হয়ে ওঠা পর্যন্ত পথচলায় পাশে পাওয়া সবাইকে জানিয়েছেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কিন্তু বাবা-মার প্রসঙ্গ আসতেই ধরে এলো সাঙ্গাকারার গলা। ছলছল করে উঠলো চোখ। “অনেকেই জিজ্ঞেস করে, আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে কে। আমি সবসময়ই বলেছি, অনুপ্রেরণার জন্য আমাকে নিজের বাড়ি থেকে খুব বেশি দূর তাকাতে হয়নি। কারণ আমার বাবা-মা ছিলেন সবচেয়ে অসাধারণ, একজন সন্তান যতটা ...

‘আরও ভালবাসবো তোমায়’: কথা রেখেছেন শাকিব

ঠিক এক বছর আগে নায়ক শাকিব খান বলেছিলেন, যেন তেন সিনেমা আর নয়, এবার দর্শকদের রুচিশীল বিনোদন দেয়ার বিষয়টি নিশ্চিত করবেন তিনি। ‘আরো ভালবাসবো তোমায়’-এর মাধ্যমে সেই প্রতিশ্রুতি পূরণ করলেন ঢাকাই সিনেমার কিং খান। নতুন এই প্রেমের সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর পরিচালনায় ফিরেছেন এস এ হক অলীক। ‘হৃদয়ের কথা’ এবং‘আকাশ ছোঁয়া ভালোবাসা’র মতো সিনেমা উপহার দেয়া এ পরিচালক আবারও দর্শকদের জন্য নিয়ে এসেছেন একটি নিখাঁদ প্রেমের গল্প। শাকিব খান এবং পরীমনির সঙ্গে সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুলশান আরা চম্পা, সোহেল রানা, সাদেক বাচ্চুএবং আফজাল শরীফের মত বর্ষীয়ান অভিনেতারা। ‘আরও ভালবাসবো তোমায়’-এর কাহিনি গড়ে উঠেছে বাস্তবের নায়ক শাকিব খানের প্রেম নিয়ে। সিনেমায় দেখা যায় মুঠোফোনে পরিচয় হওয়া এক মেয়ের ...

নায়িকার বয়স বাড়ে, নায়কের বাড়ে না

সম্প্রতি গৌরি শিন্ডের নতুন সিনেমায় শাহরুখ খানের বিপরীতে আলিয়া ভাটের চুক্তিবদ্ধ হওয়ার খবর ঝড় তুলেছে ভারতীয় গণমাধ্যমে। কারান জোহারের প্রযোজনায় নতুন এই জুটির পর্দা রসায়ন কেমন জমবে - সে জল্পনা-কল্পনার পাশাপাশি উঠে এসেছে আরেকটি প্রশ্ন। ২২ বছর বয়সী আলিয়ার বিপরীতে পঞ্চাশে পা দেয়া শাহরুখকে প্রেমিক হিসেবে কেমন দেখাবে? আলিয়া-শাহরুখের বেলায় বয়সের পার্থক্যটা ২৭ বছর, খানিকটা চমকে যাওয়ার মতোই। তবে হিন্দি সিনেমায় মধ্যবয়সী নায়কের সঙ্গে তন্বী তরুণীদের প্রেম করার বিষয়টি চলে আসছে দীর্ঘ দিন ধরেই। আর তাই ‘পিকে’ সিনেমায় পঞ্চাশ পেরুনো আমির খানকে ২৭ বছর বয়সী আনুশকা শর্মার সঙ্গে প্রেম করতে দেখে দর্শক হোঁচট খায় না। ওদিকে ২১ বছরের ব্যবধান নিয়েও দিপিকা-শাহরুখ জুটি একের পর এক উপহার দেন ‘ওম শান্তি ...

পেঁয়াজের ঝাঁজ কমাতে পদক্ষেপ

পেঁয়াজের দর তিন দিনে ৩৩ শতাংশ বেড়ে যাওয়ার পর এই নিত্যপণ্যের বাজার ঠিক রাখতে টিসিবির মাধ্যমে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি বাজারে নজরদারি বাড়ানো এবং বন্দর থেকে পেঁয়াজের চালান দ্রুত ছাড় করানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। শুক্রবার যে পেঁয়াজ বাজারে কেজিপ্রতি ৬৫ টাকায় বিক্রি হচ্ছিল, সোমবার তা ৮৫ টাকা ছাড়িয়ে যাওয়ার পর বাণিজ্য মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক জরুরি বৈঠক হয়। বাণিজ্য সচিব সাংবাদিকদের বলেন, “পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, টিসিবিকে পেঁয়াজ আমদানির নির্দেশ দেওয়া হয়েছে।”“এছাড়া বাজারে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বন্দরগুলোকে পেঁয়াজের চালান দ্রুত ছাড় করার নির্দেশনা দেওয়া হয়েছে। আমদানিতে সহজে ঋণপত্র খোলার ক্ষেত্রে বাংলাদেশ ...