বালাগঞ্জে নিজ কন্যাকে ধর্ষন : লম্পট পিতা গ্রেফতার

বালাগঞ্জে লম্পট পিতার হাতে নিজ মেয়ে ধর্ষিত হওয়ার অভিযোগে ধর্ষক পিতাকে আটক করা হয়েছে। গ্রামবাসী ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় তাকে আটক করে বুধবার রাত ১০টায় বালাগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে বুধবার তার পিতার বিরুদ্ধে বালাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন। ঘটনাটি নিয়ে স্থানীয় গ্রামবাসী ও পুরো এলাকার লোকজনের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় গ্রামের লোকজন প্রতিবাদ করতে গেলে প্রতিবাদী জনতার উপর ধর্ষক পক্ষের লোকজন অতর্কীত হামলা ও ইট-পাটকেল নিক্ষেপ করে কমপক্ষে পাঁচ ব্যক্তিকে আহত করে। হামলার ঘটনার পর থেকে গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ও তমতমে উত্তেজনা রিরাজ করছে। ন্যাক্ষার জনক এই ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুড় গ্রামে। স্থানীয় এলাকাবাসী, বালাগঞ্জ থানার পুলিশ ও বাদীর লিখিত অভিযোগ বিবরণে জানা যায়, নলজুড় গ্রামের মজনু মিয়া (৪০) নামে এক বিয়ে পাগল পাষন্ড পিতা তার ১৩ বছরের মেয়েকে প্রায় আট-নয় মাস পুর্ব থেকে ধারাবাহিকভাবে জোর পুর্বক ধর্ষন করে আসছে। এমতাবস্থায় মেয়েটি ৪মাসের অন্তস্বত্তা হওয়ার পর প্রায় ৫ মাস পুর্বে কাউকে না জানিয়ে মেয়েটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তার গর্ভপাত করানো হয়। এর পর মেয়েটি তার নিজের মান-সম্মানের ভয়ে আত্মহত্যার পথ বেচে নেয় এবং সে জন্য বিষ পান করে। বিষপানের পর মেয়ের পিতাসহ অন্যান্যরা গ্রামের লোকজনকে বলে মেয়েটির অন্য একটি ছেলের সাথে সম্পর্ক রয়েছে। পরিবারের লোকজন তাতে বাধা দেয়ায় সে বিষপান করেছে। এরই মধ্যে গ্রামবাসীর মধ্যে মুল ঘটনাটি জানাজানি হয়ে যায়। তখন গ্রামের গন্যমান্য ব্যক্তিগন বৈঠকে বসে লম্পট পিতা মজনু মিয়াকে শোধরানোর জন্য তাবলীগ জামাতের (৪০দিনের জন্য) ছিল¬ায় পাটিয়ে দেন। গত দুই সপ্তাহ পুর্বে মজনু মিয়া তাবলীগ জামাত থেকে বাড়ীতে আসে এবং বাড়ীতে আসার পর নামাজ-কালাম নিয়মিত করলেও তার পুরনো চরিত্রের কোন পরিবর্তন হয়নী। ধর্ষিতা মেয়ে এবং তার মায়ের মৌখিক জবানবন্ধি থেকে জানা যায়, গত রবিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে মজনু পুনরায় তার মেয়েকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপুর্বক ধর্ষন করার প্রস্তুতি নেয় এবং মেয়ের সাথে জোর জবরদস্তি শুরু করে। মেয়েটি কোন উপায়ান্তর না দেখে মেয়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলে মজনু মিয়া মেয়ের শরীরে চুরি দিয়ে আঘাত করে। এ সময় সে কিছুটা আহত হয় এবং দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে তার নানা ওয়ারিছ আলীর বাড়ীতে গিয়ে চিৎকার দিয়ে ঘটনাটি সবাইকে জানায়। এদিকে ঘটনার দিন রাতেই অত্র গ্রামের বাসিন্ধা পশ্চিম গৌরীপুর ইউপি’র চেয়ারম্যান লুৎফুর রহমান ইউপি সদস্য আশিক মিয়াসহ গ্রামের গন্যমান্য লোকজন তাৎক্ষনিক ভাবে এক বৈঠকে মিলিত হন এবং গত মঙ্গলবার সন্ধার সময় গ্রামের চৌরাস্তা মোড়ের মসজিদ মার্কেটে এ ঘটনায় গ্রামবাসীকে নিয়ে এক বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকের খবর জানতে পেরে মঙ্গলবার সকালে মজনু মিয়া তার ঘরের সমস্ত জিনিসপত্র একটি গাড়ীতে তুলে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে তখন চেয়ারম্যানের নির্দেশে গ্রামবাসী তাকে আটক করেন। যথা সময়ে বৈঠকে উপস্থিত চেয়ারম্যান মেম্বারসহ লোকজন মজনু মিয়ার বাড়ীতে লোক পাঠান তাকে বৈঠকে হাজির করার জন্য। এ সময় গ্রামের লোকজন মজনুর বাড়ীতে প্রবেশ করে জানতে পারেন বৈঠক শুরুর পুর্বে সে কৌশলে পালিয়ে গেছে। কোথায় গেছে এবং তার অবস্থান জানতে জিজ্ঞাসা করার পরক্ষনেই মজনুর ভাতিজা মৃত মতিন মিয়ার ছেলে সোয়েব ও মজনুর ছেলে শিপার আহমদ সহ তার বাড়ীর লোকজন মিলে গ্রামবাসীর উপরে অতর্কীত হামলা ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় কমপক্ষে ৫জন আহত হন এর মধ্যে বেশী আহত হয়েছেন নলজুড় গ্রামের বাসিন্ধা স্থানীয় সাংবাদিক শিপন আহমদ খান ও হাফিজ নোমান আহমদ ফাহাদ। তাদেরকে ঘটনাস্থল থেক উদ্ধার করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে জরুরী চিকিৎসা দেয়া হয়েছে। রাত সাড়ে ১০দিকে মসজিদের মাইকে ষোষনা দিয়ে গ্রামবাসীকে মিলিত হওয়ার আহবান করেন চেয়ারম্যান লুৎফুর রহমান এবং বালাগঞ্জ থানায় খবর দেয়া হলে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীকে শান্ত করার চেষ্টা করে। এ সময় পুলিশ গ্রামবাসীসহ ধর্ষিতা এবং তার মা’র সাথে কথা বলে তাদের বক্তব্য রেকর্ড করে। রাত প্রায় দুইটা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে ছিল। চেয়ারম্যান লুৎফুর রহমান, ইউপি সদস্য আশিক মিয়া সহ গ্রামের একাধিক লোক ধর্ষনের ঘটনা এবং হামলার সত্যতা স্বীকার করে বলেন, আমরা মজনুকে ভাল হওয়ার সুযোগ দিয়েছিলাম এবং তাবলীগ জামাতেও পাঠিয়েছিলাম কিন্তু তার মধ্যে কোন পরিবর্তন আসেনী। তাই গ্রামকে কলঙ্কমুক্ত করার জন্য তাকে ধরে পুলিশের কাছে দেয়া হয়েছে। গ্রামবাসী এই পাষন্ড লম্পটের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন। বালাগঞ্জ থানার ওসি অকিল উদ্দিন আহমদ ধর্ষক পিতাকে আটকের কথা স্বীকার করে বলেন, স্থানীয় মেম্বার-চেয়ারম্যান সহ গ্রামের লোকজন তাকে ধরে এনে থানায় দিয়েছেন এখন আইনানুগ ভাবে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে এবং আজ বৃহস্পতিবার তাকে কোর্টে চালান করা হবে। কে এই মজনু: নলজুড় গ্রামের মৃত মশাহীদ আলীর ছেলে বিভিন্ন অপকর্মের হোতা মজনু মিয়া (৪০)। সে এলাকার একজন চিহ্নিত জোয়াড়ী, গরু চুর ও পতিতা ব্যবসায়ী। সে বৈধ ও অবৈধ সব মিলিয়ে প্রায় এক ডজনের বেশী বিয়ে করেছে। সে তার অতিত জীবনে বিভিন্ন আকাম-কুকাম, চুরি, নারী নির্যাতন সহ বেশ কয়েকটি মামলায় সাজা ও কারাভোগ করেছে। বর্তমানেও সে কয়েকটি মামলার আসামী এবং এসব মামলায় জামিনে ছিল। ধর্ষিতা মেয়েটি তার ২য় স্ত্রীর ঘরের প্রথম কন্যা। মেয়েটির ছোট আরও তিনটি ছেলে রয়েছে তার। ২য় বিয়েটি সে তার গ্রামেই করেছে। স্ত্রীর নাম রাসনা বেগম এবং সে গ্রামের ওয়ারিছ উল্লা¬ার মেয়ে। তার ২য় স্ত্রীর ছোট বোনের সাথেও মজনু অবৈধ সম্পর্ক করেছিল। এক পর্যায়ে মেয়েটি অন্তস্বত্তা হলে মজনু তাকে বিষাক্ত ঔষধ খাইয়ে ও শরীরে ইনজেকশন পুশ করে মেরে ফেলেছিল বলেও তার প্রতিবেশীরা অভিযোগ করেছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *