হবিগঞ্জে আ’লীগ ৫,বিএনপি ৩

হবিগঞ্জে শান্তিপূর্ণভাবে ও উৎসব মূখর পরিবেশে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সাদা প্যানেল থেকে ৫ জন ও বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল ডি গ্রুপসহ ৩টিতে বেশী ভোট লাভ করেন। বুধবার সকাল ১০টা থেকে বাংলাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক ও তদারক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নতুন নেতৃত্ব বেছে নিতে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। আগামী তিন বছরের জন্য বার কাউন্সিলের প্রতিনিধি নির্বাচনে হবিগঞ্জের ৫১২ আইনজীবীর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে রাতেই ফলাফল ঘোষণা করেন যুগ্ম-জেলা ও দায়রা জজ নিলুফার শিরিন নীলা ও রোখেয়া রহমান। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ২৩০ ভোট পান স.ম রেজাউল করিম। অন্যান্যদের মাঝে ব্যারিস্টার আমিরুল ইসলাম ২০৮, ব্যারিস্টর রুকন উদ্দিন মাহমুদ ১৯৭, বাসেত মজুমদার ২১০, আব্দুল মতিন খসরু ২২২, পরিমল চন্দ্র গুহ ১৮৬, জেড আই খান পান্না ২১১ ও ডি গ্রুপের হায়দার আহমেদ চৌধুরী আব্দাল পান ১৫৯ ভোট। অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল থেকে খন্দকার মাহবুবু হোসেন ২০০, এ জে মোহাম্মদ আলী ১৯৭, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ২০৩ , সানা উল্লাহ মিয়া, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ১৬৩, আলহাজ বোরহান উদ্দিন ১৭১, মহসিন মিয়া ১৭৩ ও ডি গ্রুপের কাইয়ূমূল হক পান ১৬৪ ভোট।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *