চুনারুঘাটে ভূমি ও সেটেলমেন্ট অফিসে ঘুষ বাণিজ্য

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সহকারী কমিশনার (ভূমি) ও সেটেলমেন্ট অফিসের অসাধু কর্মকর্তাদের পাতানো আপত্তি-নিস্পত্তির জালে আটকে পড়ছেন সাধারন মানুষ। ভূয়া মাঠপর্চা, নামজারী ও রেকর্ডের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠছে উক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে। এদের খপ্পরে পড়ে টাকা ও ভূমি দুটোই খুইয়েছেন এমন ভূক্তভোগীরা এসব অভিযোগ এনেছেন। ভূমির মূল্যের উপর নির্ভর করে ঘুষের পরিমান নির্ধারন করা ছাড়াও, মামলার পক্ষ বিপক্ষ উভয় থেকে ঘুষ গ্রহন করার অভিযোগ এনে প্রতারিত ব্যক্তিরা বলেন, চাহিদামত ঘুষের টাকা পরিশোধ করেও হয়রানী ও প্রতারনার শিকার হচ্ছেন ভূমির মালিকরা। গত সোমবার চুনারুঘাটের সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয়ে অপেক্ষমান মানুষের মুখে শুনা যায় ঘুষ-দুর্নীতির মাধ্যমে হয়রানীর বিভিন্ন অভিযোগ ও আহাজারী। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলতে থাকলেও ঘুষ-দুর্নীতিসহ প্রতারনা বন্ধে কার্যকর কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না, বরং দুর্নীতির উর্বর ভূমিতে পরিনত হওয়ায় চুনারুঘাট হয়ে উঠেছে অসৎ কর্মকর্তাদের স্বগরাজ্য। অসৎ কর্মকর্তা-কর্মচারী কর্তৃক মোটা অংকের ঘুষ বিনিময় করে চুনারুঘাটের বিভিন্ন লাভজনক দপ্তরে পোষ্টিং নেয়ার চাঞ্চল্যকর খবরও পাওয়া যায়। উল্লেখ্য যে, উপজেলার পৌর এলাকার দক্ষিন বাজারে দিদার ম্যানশনের নীচতলার ভাড়াটে অফিসে গিয়ে দেখা যায় শতশত মানুষ নিজেদের জমি-জমা সংক্রান্ত জটিলতা নিরসনের উদ্দেশ্যে সকাল থেকে বসে কর্মকর্তাদের জন্য অপেক্ষা করছেন। অপেক্ষারতদের মধ্যে অনেকে নতুন আবার অনেকে পুরাতন মামলার ভূক্তভোগী। আগতদের বেশীরভাগই ৩০ ধারার আপত্তি-নিস্পত্তি সংক্রান্ত সালিশের বিচারপ্রার্থী। একই অবস্থা দেখা দেয় উপজেলার অন্যান্য ইউনিয়ন ভূমি অফিসেও। বিভিন্ন অফিসে অপেক্ষমান ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় নিযুক্ত দালালদের মাধ্যমে ও কতিপয় ভূমিখেকোদের সহযোগে নিঃস্কন্টক জমির উপর ৩০ ধারায় আপত্তি মামলা করে জমির প্রকৃত মালিককে হয়রানী করে হাতিয়ে নিচ্ছে নগদ টাকা। অধিকাংশ ক্ষেত্রে নগদ অর্থের সাথে জমির অংশ ছেড়ে দেওয়ার জন্যও চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন অনেকে। অনুসন্ধানে জানা যায়, একটি চক্র ইউনিয়ন অফিসের কতিপয় অসৎ কর্মকর্তাদের মাধ্যমে ভূয়া ওয়ারিশান সনদ তৈরী করে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে ভূয়া নামজারী করিয়ে ও সেটেলমেন্ট অফিসের মাধ্যমে মাঠপর্চা তৈরী করে রেকর্ডভূক্ত মালিকানা দাবী করে অন্যের জমির উপর আপত্তি দাখিলের ঘটনা ঘটছে। জমি রেকর্ডভূক্ত করিয়ে দেয়ার নামে বাদী বিবাদীকে আলাদা আলাদা জায়গার ঠিকানা দিয়ে হযরানীর জাল ফেলেন সেটেলম্যান্ট অফিসের সরকারী কর্মকর্তা ও তাদের স্থানীয় দালালরা। উক্ত চক্রের সাথে ভূমি অফিসের কিছুসংখ্যক কর্মচারীদের যোগাযোগ রয়েছে বলেও জানা যায়। চুনারুঘাট পৌরসভার বিভিন্ন বাড়ীতে অবস্থান করা সেটেলমেন্ট কর্মকর্তাদের বাসায় রাত-বিরাতে বসে আপত্তি-নিস্পত্তির শোনানী। এছাড়াও, নিস্পত্তির শোনানীর দিন ধার্য্য করেও অনুপস্থিত থাকার ঘটনা এসব অফিসে নিত্যদিনের। একটি নিস্পত্তি মামলার বাদী দেওরগাছের ফারুক মিয়া বলেন, শতাধিক বছর ধরে ভোগ করে আসা আমাদের পারিবারিক জমির উপর মালিকানা দাবী ও আপত্তি করে আমাদের হয়রানী করা হচ্ছে। আর, এই অফিসে (সেটেলম্যান্ট অফিস) ঘুষের টাকার অংকের উপর নির্ভর করে মামলার রায়। তবে বেশীরভাগ ক্ষেত্রে ভূমির প্রকৃত মালিকের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করে অসাধু কর্মচারী ও দালালেরা বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান এমতাবস্থায়, ভূমি ও ভূমি সেটেলম্যান্ট অফিসের অসাধু কর্মকর্তাদের পরিকল্পিত হয়রানী বন্ধ করতে সংশ্লিষ্ট প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছেন দূর্নীতি ও প্রতারনার শিকার চুনারুঘাটবাসী।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *