চুনারুঘাট পৌরসভার কাউন্সিলর পদে উপ-নির্বাচন সম্পন্ন,কামাল উদ্দিন মিলন নির্বাচিত

এস আর রুবেল মিয়া : হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে কাউন্সিলর পদে চুনারুঘাট পৌর যুবলীগের সাধারন সম্পাদক কামাল উদ্দিন মিলন (উটপাখি) প্রতীক নিয়ে ৩৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে। এতে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। কামাল উদ্দিন মিলন (উটপাখি) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী আছকির ভান্ডারী (পানির বোতল) প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৬ ভোট, অপর প্রতিদ্বন্ধী বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ জালাল উদ্দিন (পাঞ্জাবী) প্রতীক নিয়ে পেয়েছেন ১৭৪ ভোট। মোট ভোটার সংখ্যা ছিল ১০২৮টি, সর্বমোট ভোট গ্রহণ হয়েছে ৮১০টি, বাতিল ভোটের সংখ্যা ২১টি। মিলন বিজয়ী হওয়া প্রতিক্রিয়া ব্যক্ত করতে বলেন এ বিজয় আমার নয় ৭ নং ওর্য়াড ও পৌরবাসী। আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ। উল্লেখ্য যে, গত ২৪ মে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মিয়া (৪৫) এর মৃত্যুতে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *