যুবলীগ নেতা মানিক চৌধুরী আর নেই বিভিন্ন মহলে শোক

স্টাফ রিপোর্টার : চুনারুঘাট পৌর শহরের বাগবাড়ি গ্রামের বাসিন্দা উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মানিক মিয়া চৌধুরী (৪৮) গত বৃহস্পতিবার দিবাগত রাতে দেড়টায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না.. রাজেউন) । মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকালে বাড়িতে লাশ পৌছলে এক নজর শেষ দেখার জন্য অসংখ্য আত্মীয়স্বজন বাড়িতে ভিড় জমান। এ সময় হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। প্রত্যেকটি মানুষের চোখ থেকে জল বেড়িয়ে আসে। পরদিন শুক্রবার বিকেল ৪টায় বাগবাড়ি শাহী ঈদগা মাঠে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, সভাপতি পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লৎফুর রহমান মহালদার, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসিম, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, আঃ আউয়াল মাষ্টার, উপজেলা যুবলীগ সভাপতি লুতফুর রহমান,সেক্রেটারী কে এম আনোয়ার ো ফারুক মেহেদীসহ বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লীরা অংশ নেয়। তার মৃত্যুতে চুনারুঘাট আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে চুনারুঘাট উপজেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মহলের বিভিন্ন জন ও সাপ্তাহিক প্রথম সেবা’র সম্পাদক প্রকাশক কামরুল ইসলাম ও তার পরিবার বর্গ গভীর শোক জানিয়েছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *