চেয়ারম্যান সনজু চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সনজু চৌধুরীর বিরুদ্ধে কর্ম সৃজনের টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ দায়ের করার ঘটনা নিয়ে চা শ্রমিক, ব্যাংক কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের মাঝে তোলপাড় চলছে। গত রবিবার হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে নালুয়া চা বাগানের ১০ জন শ্রমিকের কর্ম সৃজনের টাকা আত্মসাতের অভিযোগ এনে লিখিত আবেদন দায়ের করার পর এ নিয়ে জনসাধারনের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম হয়। গত সোমবার কর্ম সৃজনের শ্রমিকরা জেলা প্রশাসকের নিকট পৃথক আবেদনে বলেন, ২০১৪-২০১৫ অর্থ বছরের ২য় কিস্তির কাজের টাকা কৃষি ব্যাংক আমুরোড বাজার শাখার নিজ নিজ একাউন্ট থেকে যথারীতি ১শ’ ১৪ জন শ্রমিক উত্তোলন করেন এবং অবশিষ্ট ৯৩ জন শ্রমিকের টাকা ওই ব্যাংক শাখার একাউন্টে জমা থাকে। কর্ম সৃজনের শ্রমিকরা চা বাগানের শ্রমিক কৃর্তক দায়েরকৃত আবেদনটি কে মিথ্যা ও সম্পূর্ন সাজানো বলে অবহিত করেন। এদিকে, কৃষি ব্যাংক আমুরোড বাজার শাখা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, ১নং অভিযোগকারী সিমা গোয়ালা জব কার্ড নং-২১ এর হিসাব নং-৪৫৭৭ এর কর্ম সৃজনের টাকা এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্যাংক শাখায় জমা পড়েছিল। অথচ সিমা গোয়ালা অভিযোগে কর্ম সৃজনের কোন টাকা পাননি বলে অভিযোগ পত্রে স্বাক্ষর করেন যদিও তিনি স্বাক্ষর জ্ঞানহীন একজন সাধারণ শ্রমিক। এক প্রশ্নের উত্তরে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, অভিযোগকারী মালতী ও মলিনা কর্ম সৃজনের শ্রমিক নন এবং তাদের নামে কোন ব্যাংক একাউন্ট নাই। কর্ম সৃজনের শ্রমিকরা বলেন, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে কর্ম সৃজনের শ্রমিক পরিচয় দিয়ে যে অভিযোগ দায়ের করা হয়েছে তা নির্বাচনী উদ্দেশ্য প্রনোদিত ও বানোয়াট। এ ব্যাপারে আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান এ প্রতিনিধিকে বলেন, কর্ম সৃজনের টাকা শ্রমিকদের নিজস্ব একাউন্ট থেকে উত্তোলন করা হয়ে থাকে। এ টাকা উত্তোলনে চেয়ারম্যানের কোন হাত নেই এবং কর্ম সৃজন প্রকল্পে কোন ধরণের স্বাক্ষরের প্রয়োজন পরে না। প্রতিপক্ষরা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে নিরীহ চা শ্রমিকদের দিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করিয়েছে। ইউপি সদস্য দুলাল ভূইয়া বলেন, ১৯৯২ সালের ২০মে যারা আমার ভাই ইউপি সদস্য সালেক ভূইয়াকে খুন করেছিল তাদের প্ররোচনায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ দায়ের করেছে। এ মামলাটি এখনো বিচারাধীন। ইউপি সদস্য লিটন মিয়া বলেন, ২ আগস্ট জেলা প্রশাসক বরাবরে দায়ের করা অভিযোগ নিয়ে এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে যা সাধারণ মানুষের মাঝে কৌতহলের জন্ম দিয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *