বাহুবলের স্নানঘাট ইউপি অফিসের ছাদ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার ॥ ময়না তদন্ত ছাড়ই দাফন ॥ হত্যা না আত্মহত্যা ॥ নানা গুঞ্জন

সাঈদ আহমদ, বাহুবল: বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়ন অফিস ভবনের দোতলার ছাদের রেলিংয়ের গ্রীল থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই গোপনে দাফন করে ফেলেন চেয়ারম্যান ও তার লোকজন। গত শুক্রবার দিবাগত রাতের কোন এক সময়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৃত ব্যক্তি হচ্ছে দক্ষিণ স্নানঘাট গ্রামের মানিক মিয়ার পুত্র ইউনুছ মিয়া (২৪)। স্থানীয় সূত্রে জানা যায়, ওই মৃত ব্যক্তি গ্রামের মাঝে খুবই নিরীহ প্রকৃতির এবং কারো সাথে কোন বিরোধ নেই। কিন্তু ওখানে তার লাশ উদ্ধার নিয়ে চলছে রিতীমত গুঞ্জণ। একাধিক সূত্র জানায়, ওই ভবনের তথ্য ও সেবা কেন্দ্রের তালারচাবি রয়েছে চেয়ারম্যান পুত্র সাজুর হাতে। সে প্রায়ই গভীর রাত পর্যন্ত সেখানে বসে বন্ধুদের নিয়ে আড্ডা দেয়। মাঝে মধ্যে ছাদের উপরও খুশ গল্প করে থাকে। যা অনেকেই সন্দেহের চোখে দেখে থাকেন। কিন্তু চেয়ারম্যানের পুত্র বলে ফেসে যাওয়ার ভয়ে কেউ কিছু বলতে সাহস পায়না। কিন্তু ইউনুছের লাশ উদ্ধার নিয়ে নানাভাবে মন্তব্য করতে শোনা যায় লোকমুখে। এ ব্যাপারে চেয়ারম্যানের সাথে আলাপ করলে তিনি বলেন সে পাগল ছিল, তাই সে আত্মহত্যা করেছে। কিন্তু আত্মহত্যার লাশ ময়না তদন্ত বা পুলিশকে খরব দেয়া ছাড়াই দাফনের ব্যাপারে তিনি এড়িয়ে যান। পাগল ব্যক্তি গ্রীলে ঝুলিয়ে আত্মহত্যা করতে পারে কিনা? প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান। এদিকে এলাকাবাসীর ধারণা হয়ত সে গোপন কোন জেনে ফেলেছে বা দেখে ফেলেছে, সে কারণে খুনীরা তাকে খুন করে লাশ ঝুলিয়ে রাখতে পারে। এ ঘটনার ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি মোশাররফ হোসেন পিপিএম এর সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আমি বা আমার থানার কোন অফিসার এ ঘটনা জানেন না বা কেউ জানায়নি। এমন ঘটনা পুলিশকে অবশ্যই অবগত করার কথা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *