ভালো নেই চুনারুঘাটের ৬১ ক্ষুদ্র-জাতিগোষ্ঠী

আবুল কালাম আজাদ:নানা জাতিগোষ্ঠী, নানা বর্ণ ও ভাষা এবং তাদের সংস্কৃতি সমৃদ্ধ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা। পাহাড়, চা বাগান ও সীমান্ত বেষ্টিত দেশের একমাত্র এ উপজেলাতেই রয়েছে ৬১ আদিবাসী জাতিগোষ্ঠীর (নৃগোষ্ঠী) বসবাস। উপজাতি, আদিবাসী, নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী কিংবা নৃগোষ্ঠী যাই বলে তাদের ডাকা হোক না কেন, তাদের ভাষা এবং সংস্কৃতি, উৎসব, পার্বন ও ধর্মীয় কালচার বৈচিত্র্যময় ও স্বাতন্ত্র্য। তারা আজও অবহেলিত এবং উপেক্ষিত। একমাত্র ভোটের ময়দান ছাড়া তাদের কোনো সময়ই স্মরণ করা হয় না। আজ ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ দিবসটিতেও এ উপজেলায় নেই কোনো আয়োজন। উপজেলার মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ আদিবাসী হলেও এখানে এ দিবস নিয়ে তাদের মধ্যে নেই কোনো আগ্রহ। এ দিবসের কথা অনেকেই জানেন না তারা। চুনারুঘাট উপজেলার প্রায় সোয়া ৩ লাখ মানুষের বসবাস। তার মধ্যে আদিবাসী বা নৃজনগোষ্ঠী রয়েছে লক্ষাধিক। যেখানে এক তৃতীয়াংশ আদিবাসীর বসবাস, সেখানে বছরে একটি আন্তর্জাতিক দিবসও পালন করা হয় না। তাই, সারা বছরে তাদের কেউ স্মরণ করে না। একমাত্র ভোটের সময় এলে তাদের কদর বাড়ে। এরপর আর কেউ তাদের খবর রাখেন না। তারা বঞ্চিত চাকরির কোটা থেকে, বঞ্চিত নাগরিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে। পাহাড়ি কিংবা চা বাগানে এদের বসবাস বলেই এরা আজীবন চিকিৎসা, শিক্ষা ও বাসস্থান থেকে বঞ্চিত। তাদের অনেকেই এখনও আদিযুগের মানুষের মতোই বসবাস করে। না পায় শিক্ষা, না পায় চিকিৎসা, না পায় ঠিকমতো দুবেলা আহারের সুযোগ। কর্মক্ষেত্রেও তারা অন্যের চেয়ে মজুরি কম পায়। চা বাগানে মজুরি যেমন ৬৯ টাকা, তেমনি তারা বাইরে কাজ করেও পায় কম মজুরি। যেখানে ৩শ টাকা একজনের মজুরি সেখানে তারা পান ১৫০ থেকে ২শ টাকা। একইভাবে সব ক্ষেত্রে তারা চিরকাল বঞ্চিত হয়ে আসছে। আদিবাসী কিংবা নৃ-গোষ্ঠীর মধ্যে এখনো পুরোপুরি পৌঁছেনি শিক্ষার আলো। উপজেলার রেমা কালেঙ্গা ও ছনবাড়ি এলাকার আদিবাসীরা সবচেয়ে বেশি অবহেলিত। এসব এলাকায় এখনো গড়ে উঠেনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান। রেমা-কালেঙ্গার গারো, চাকমা, সাওতাল ও হাজংরা মানবেতর জীবনযাপন করে। তেমনি সাতছড়ি পল্লীর দেববর্মা কিংবা ত্রিপুরারাও রয়েছে একই অবস্থায়। প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রতি বছর বিপুল অংকের টাকা চুনারুঘাটের আদিবাসীদের উন্নয়নে বরাদ্দ দেয়া হয়। কিন্তু একমাত্র উপজেলার ছয়শ্রী গ্রামে মুনিপুরীদের একটি তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ছাড়া আর কিছুই করা হয়নি। কালেঙ্গা এলাকায় আদিবাসী শিক্ষার্থীদের কিছু বৃত্তির টাকা এবং চা বাগানের কিছু সংখ্যক পরিবারের সন্তানদের এর আওতায় আনা হয়েছে। এছাড়া উপজেলার ৮০ ভাগ আদিবাসী এখনো অন্ধকারে রয়েছে। তারা না পায় শিক্ষার পরিবেশ, না পায় স্বাস্থ্যসেবা, না পায় দুবেলা খাবার। এভাবেই তাদের দিন কাটছে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও প্রতি বছর আদিবাসী দিবস পালন করা হয়, তাদের অধিকার নিয়ে কথা বলা হয়। কিন্তু চুনারুঘাটের লক্ষাধিক আদিবাসী কিংবা নৃগোষ্ঠী জানে না এসবের খবর। তার মধ্যেও কষ্টের বিষয়- কিছু সুযোগসন্ধানী আদিবাসী নামধারী সংগঠন সরকারের টাকা নিয়ে নয়-ছয় করে চলেছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *