মুড়ারবন্দ দরগাহ জামে মসজিদের দান বাক্স ছিনতাই ॥ এলাকায় উত্তেজনা

স্টাফ রিপোর্টার:চুনারুঘাটের মুড়ারবন্দ দরগাহ জামে মসজিদের কমিটি নিয়ে দু দলের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন সচেতন মহল। শুধু তাই নয়, দান বাক্স ভেঙ্গে ইমামকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ওই মসজিদের মুসল্লীরা অভিযোগ করেন গত ১ আগস্ট রাতে মুড়ারবন্দ দরগাহ জামে মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা নিয়ে যায় আব্দুল জলিল, হামিদ, দুদা মিয়া, অলি মিয়া ও মন্নানসহ বেশ কয়েকজন। শুধু তাই নয়, মসজিদের আসবাবপত্রও ভাংচুর করে তারা। এ সময় মসজিদের ইমাম হাফেজ নিয়ামত আলী ঘটনাটি আঁচ করতে পেরে দান বাক্সের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকেন। তারপরও দান বাক্স নিয়ে যেতে চাইলে মাওলানা নিয়ামত আলী বাধা দেন। তার বাধা উপেক্ষা করে দুর্বৃত্তরা দান বাক্সটি ছিনিয়ে নিয়ে যায়। সকালে মসজিদের ইমাম মাওলানা নিয়ামত আলী এ বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জাহেদ মিয়া, ক্যাশিয়ার ফারুক মিয়া, মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ সফিকে অবগত করেন। পরে তারা বিষয়টি উপজেলা চেয়ারম্যান আবু তাহের, ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান ও চুনারুঘাট থানার ওসি অমূল্য চৌধুরীকে অবগত করান। এদিকে মাজার মসজিদের দান বাক্সের টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভক্ত আশেকান ও মাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ সফি জানান, পরিকল্পিতভাবে মসজিদের দান বাক্সটি ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে টাকা চুরি, আত্মসাতসহ মাজারের পাশে এখন মদ, গাজা ও জুয়ার আসরও বসে বলে জানা গেছে। চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি শুনেছি। যারা মসজিদের টাকা চুরি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *