স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি: ব্যাপক উসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জের ৮ উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। হবিগঞ্জ শহরের জেকেএন্ডএইচকে হাইস্কুলে ৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ প্রার্থী। মোট ভোটার ২ হাজার ১৬২ জন। শিক্ষার্থীরাই প্রধান নির্বাচন কমিশনারসহ প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনের নিরাপত্তা বিধানে মোতায়েন ছিল পুলিশ। বিদ্যালয়ের প্রবেশদ্বার থেকেই নির্বাচনী তৎপরতা লক্ষ্য করা যায়। প্রার্থীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এজেন্টদের কাছ থেকে স্লিপ নিয়ে ভোটাররা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে নির্ধারিত কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউদ্দিন, হবিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গফফার আহমেদ, জেকেএন্ডএইচকে হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ প্রশাসনিক কর্মকর্তারা নির্বাচন পর্যবেক্ষণ করেন। এছাড়া জেলার নিজামপুর দাখিল মাদ্রাসা, পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়, মিরপুর দাখিল মাদ্রাসা, আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়, দরগাবাড়ি পৌর দাখিল মাদ্রাসা, জেকে মডেল উচ্চ বিদ্যালয়, ঘোলডুবা এমসি উচ্চ বিদ্যালয়, রুস্তমপুর নয়মৌজা দাখিল মাদ্রাসা, আজমিরীগঞ্জ এবিসি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মমচান ভূইয়া আদর্শ দাখিল মাদ্রাসা, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়, বিএসডি মহিলা আলিম মাদ্রাসা, মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়, জিরুন্ডা মানপুর ডিএস মাদ্রাসা, ডিসি পাইলট উচ্চ বিদ্যালয় ও হাজী আলিম উল্লা সিনিয়র মাদ্রাসা স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *