চুনারুঘাট উপ-সহকারী তহসিলদার সালামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার- চুনারুঘাট উপজেলা সদর ইউনিয়ন উপ-সহকারী তহসিল আব্দুস সালামের বিরুদ্ধে ঘুস দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় প্রভাবশালী লোকদের ম্যানেজ করে গ্রামাঞ্চল থেকে আসা লোকজনদের কাছ থেকে পরচা, নামজারী, দাগ খতিয়ান দেখাসহ আনুমানিক কাজে সরকারী নিয়মের ১০গুন টাকা হাতিয়ে নিয়ে প্রায় কোটিপতি হয়ে গেছেন। সম্প্রতি তিনি চুনারুঘাট পৌর শহরের দক্ষিণ বাজারের প্রেস ক্লাবের সম্মুখে ৩৩লাখ টাকা মূল্যের একটি বিশাল বহুল বাড়ি, উত্তর বাজারে ১০লাখ টাকা মূল্যে আরও ২/৩ খন্ড জমি ক্রয় করেছেন। শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় জমি ক্রয় করতে তিনি দালাল নিয়োগ করেছেন। দক্ষিণ নরপতি গ্রামের জনৈক ব্যক্তি দালালী বাবদ ২লাখ টাকা পান এমন অভিযোগ ও রয়েছে। সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী দৌলতপুর গ্রামের আব্দুস বারিকের ছেলে আব্দুস সালাম ৯৬ইং সালে পিয়ন পদে যোগদান করেন। পরে তিনি ২০০৫ সালে পদোন্নতী পেয়ে উপ-সহকারী তহসিল হন। গত মার্চ মাসে প্রায় লক্ষাধিক টাকা ব্যয়ে তিনি চুনারুঘাট উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিসে আসেন। আব্দুস সালামের সহোদয় বোন আনোয়ারা আক্তার আছেন চুনারুঘাট মিরাশী তহসিল অফিসে। ভাইয়ের শেখানো কৌশলেই চলছেন তিনি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *