চালু হলো ঢাকা-সিলেট মহাসড়ক

সেতুর সংস্কার কাজ শেষে ২২ ঘণ্টা পর চালু হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক। শনিবার ভোর ৪টার দিকে জেলার সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস নদীর ওপর অবস্থিত সেতুর ক্ষতিগ্রস্ত অংশে স্টিল সেতু (বেইলি সেতু) স্থাপনের কাজ শেষ হয়। কাজ শেষে মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য জানান, বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের মধ্যে বেইলি সেতু স্থাপনের কাজ শেষ করা যায়নি। আজ ভোর ৪টার দিকে বেইলি সেতু স্থাপনের কাজ শেষ হলে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের ৯৩ কিলোমিটার সড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস নদীর ওপর অবস্থিত সেতুর ক্ষতিগ্রস্ত স্প্যানে বেইলি সেতু নির্মাণের কাজ শুরু হয়। এই জন্য শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সেতুর উপর দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় ব্রাহ্মণবাড়িয়া সওজ বিভাগ। তবে এ সময় ছোট যানবাহনগুলো বিকল্প সড়ক হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা-আখাউড়া সড়ক ও হবিগঞ্জের মাধবপুরের ভেতর দিয়ে নাসিরনগর-সরাইল সড়ক ব্যবহার করতে পারলেও বড় যানবাহন চলাচল বন্ধ ছিলো। এর ফলে শুক্রবার সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুর এলাকায় মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *