চুনারুঘাটে জনসংখ্যারোধে কার্যক্রম না থাকায় বিপুল হারে বাড়ছে জনসংখ্যা

স্টাফ রিপোর্টার ॥ গত ১০ বছরে চুনারুঘাটে জনসংখ্যা বেড়েছে ১৩ শতাংশের বেশি। ১০ বছর পুর্বে ২০০১ সালের আদমশুমারীতে উপজেলার জনসংখ্যা ছিল মাত্র ২ লাখ ৬৭ হাজার ৫৬ জন। ২০১১ সালের আদমশুমারীতে তা এসে দাড়িয়েছে ৩ লাখ ২ হাজার ২শ ১০ জনে। ২০১৬ সালে এসে উপজেলার জনসংখ্যা প্রায় ৪ লাখের কাছাকাছি বলে বিভিন্ন জরিপে ধারনা করা হচ্ছে। অথচ সরকার প্রতি বছর পরিবার পরিকল্পনা কার্যক্রমে উপজেলার কয়েক কোটি টাকা খরচ করে যাচ্ছে। এতে উন্নয়ন হচ্ছে উপজেলার পরিবার পরিকল্পনার কাজে নিয়োজিত কর্মকর্তা/ কর্মচারীদের জীবণ মানের। তারা গ্রাম থেকে এখন বাস করছেন শহরে। কিন্তু গবীর মানুষের আর্থিক ও শারিরীক কোন উন্নতি হয়নি। উন্নতি হয়নি তাদের পরিবার পরিকল্পনার। প্রতি বছর সরকার জনসংখ্যা রোধে পরিবার পরিকল্পনা বিভাগের উন্নয়ন ও জনসংখ্যা কমানোর জন্য প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা খরচ করে থাকে। এ হিসেবে চুনারঘাট উপজেলায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা বরাদ্দ আসে। এছাড়া প্রতি বছরই ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস এবং মা ও শিশুর স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন উপলক্ষে নানা সভা সমাবেশ ও সিম্পোজিয়ামে পরিবার পরিকল্পনা নিয়ে বিভিন্ন পদ্ধতির কথা বলে থাকে। কিন্তু তা চুনারুঘাটে কাগজ কলমে সীমাবদ্ধ বলেই মনে করা হচ্ছে। কারণ সারা দেশে যেখানে জনসংখ্যা প্রজননের হার ১.৭ সেখানে সিলেট বিভাগে ৩.৪৫। তার চেয়েও ভয়ংকর হচ্ছে তা চুনারুঘাটে। এখানে প্রজনন হার ৩.৬১। যা দেশের অন্যান্য যে কোন এলাকার চেয়ে বেশি। প্রতি বছরই সভা সমাবেশ, সিম্পোজিয়াম, কর্মশালা ও কর্মচারীদের ট্রেনিংয়ের নামে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এ অবস্থায় চুনারুঘাটে পরিবার পরিকল্পনার কার্যক্রম ভেঙ্গে পড়েছে এবং জনসংখ্যারোধে বিভিন্ন পদ্ধতি নিয়ে মানুষের মধ্যে সৃষ্টি হওয়া সন্দেহ দুর করা যাচ্ছে না। তাছাড়া মাঠ পর্যায়ের কর্মচারীদের নানা অনিয়ম আর অবহেলায় ভেস্তে যাচ্ছে পরিবার পরিকল্পনা কার্যক্রম। এতে ব্যহত হচ্ছে জনসংখ্যারোধ কার্যক্রম। জনসংখ্যারোধে চুনারুঘাট পরিবার পরিকল্পনা বিভাগের অধীনে ১০টি ইউনিয়নে ৬০ জন পরিবার কল্যাণ সহকারী রয়েছে। তারা প্রতিদিন তার কর্ম এলাকার তমপক্ষে ২০-৩০ জন দম্পতির বাড়ি যাওয়ার কথা। কিন্তু তারা সপ্তাহে ২ দিনও মাঠে যাচ্চে না। কারণ তাদের কেউ বয়স্ক, কেউ ইপিআইতে কাজ করেন, কেউ ক্লিনিক ডিউটিতে, কেউ স্থায়ী পদ্ধতির ক্যাম্প নিয়ে ব্যস্ত (ক্যাম্পে আলাদা টাকা পাওয়া যায় তাই) আবার কেউ শনিবার সরকারি ছুটি (যদিও স্বাস্থ্য এবং শিক্ষা বিভাগে শনিবার ছুটি নেই) দেখিয়ে মাঠে যান না। তারা গ্রামের প্রতিটি ঘরে ঘরে যাওয়ার কথা থাকলেও যান না। কোন কোন গ্রামে মাসে দু/একদিন যান। দায়সারা ভাবে দায়িত্ব পালন করলেও কাগজে কলমে সবকিছু ঠিকঠাক রাখেন। পরিবার পরিকল্পনা বিষয়ের প্রতিটি পরিবারে সচেতনতার জন্য কাজ করার কথা থাকলেও তারা কাগজে কলমেই কাজ দেখাচ্ছেন। ঘরে ঘরে যাচ্ছে না কোন স্বাস্থ্যকর্মী। উপজেলা পর্যায়ে সভা সমাবেশ হলে তাদের উপস্থিতি আর কাজের ফিরিস্তি দিতেই তারা ব্যস্ত। উপজেলার পৌর শহরসহ ১০টি ইউনিয়নের শিক্ষার বিস্তার কম এমন গ্রামেই জনসংখ্যা বাড়ছে বেশি। অথচ স্বাস্থ্যকর্মীরা পৌরশহর আর ইউনিয়নের শিক্ষিত ও সচেতন কয়েকটি পরিবারে গিয়েই তাদের দায়িত্ব শেষ করেন। কিন্তু অনগ্রসর এলাকার তাদের পদচারণা দেখা যায়না। এসব অনগ্রসর এলাকায়ই জনসংখ্যা বাড়ছে দ্রুত হারে। পরিবার কল্যাণ সহকারিদের দেখভালের জন্য রয়েছে ১০টি ইউনিয়নে ১০ জন পরিবার কল্যান পরিদর্শক বা এফপিআই। তাদের মধ্যে অনেকেই কোচিং সেন্টার, কেউ ব্যবসা, কেউ টিউশনি, কেউ কর্মচারী কল্যান কমিতির নেতৃত্ব, কেউ স্ত্রীর কর্মস্থলে যাতায়াত, কেউবা নিজের দায়িত্ব রেখে অন্যের সমালোচনায় ব্যস্ত থাকতে দেখা যায়। অথচ তাদের রুটিন মাফিক মাঠ তদারকি করার কথা। সকলকে দেখার জন্য রয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। অথচ চুনারুঘাটে এ পদটি দীর্ঘদিন ধরে খালি। এখানে কাজ করছেন একজন সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তিনি একই সাথে মেডিকেল অফিসার মা ও শিশু কল্যাণের দায়িত্বে রয়েছেন। কিন্তু সম্প্রতি তাকেও বদলী করে দেওয়া হলো এর বাইরে রয়েছে শতাধিক স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারি। যারা চিকিৎসা দেওয়ার পাশাপাশি নবজাতকের স্বাস্থ্য, মা ও শিশুর স্বাস্থ্য, পরিবার ছোট রাখা, মহিলা ও পুরুষদের নানা পদ্ধতি গ্রহন বিষয়ে কাজ করেন। বছরের পর বছরে তারা কাজ করলেও বাস্তবে চুনারুঘাটের জনসংখ্যারোধ সম্ভব হচ্ছেনা। উল্টো হুহু করে বাড়ছে মানুষের সংখ্যা। এদিকে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ও মহিলাদের বিভিন্ন পদ্ধতি গ্রহনে সরকার থেকে বরাদ্ধের আশায় প্রতি মাসেই বিপুল সংখ্যক নারী পুরুষ বন্ধাকরণসহ বিভিন্ন পদ্ধতি গ্রহন করে থাকে। কিন্তু বাস্তবে কাজ কতটুকু হচ্ছে তা আর মনিটরিং করা হচ্ছে না। কর্মকর্তা/কর্মচারীরা তাদের কমিশন পাওয়ার পর আর খোজ রাখেন না এসব পরিবারের। এমন অভিযোগ অহরহ। বিশেষ করে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা না থাকায় অন্যান্য কর্মকর্তা/কর্মচারীরা তাদের ইচ্ছামতো অফিসে আসেন আর যান। মাঠ পর্যায়ে কোন তদারকি নেই। কে কখন ও সপ্তাহে কয়দিন মাঠে যাচ্ছে তার কোন হিসেবও নেই। এগুলো তদারকির কোন তথ্যও নেই তাদের কাছে। এ অবস্থায় চুনারুঘাটে জনসংখ্যা রোধের কার্যক্রমে ভাটা পড়েছে। ফলে দ্রুত হারে বাড়ছে উপজেলার জনসংখ্যা। সংকট দেখা দিচ্ছে খাদ্যের, সমাজে দেখা দিচ্ছে অভাব অনটন। কমছে শিশূ শিক্ষার হার। সমাজে বাড়ছে সন্ত্রাসসহ নানা অপরাধ কর্মকান্ড। এবিষয়ে সহকারি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে যোগাযোগ করা হলে কথা বলার মতো দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।চলার পথে বসে বা ঘুমিয়ে থাকে। মানুষ দেখলে ঘেউ ঘেউ করে তেড়ে আসে। এতে কচিকাঁচা শিক্ষার্থীরা ক্লাসে যেতে ভয় পায়। অভিভাবকরা থাকে শংকার মধ্যে। এক এলাকার কুকুর অন্য এলাকার কুকুর দেখলে তাড়া করে দৌড়ায়। এসময় পথচারীদের পথ চলতে বেকায়দায় পড়তে হয়। সারাক্ষণ ঘেউ ঘেউ ও কুকুরের ঝগড়ার বিকট শব্দে লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। রাতভর কুকুরের উৎপাতে গ্রামের ঘুমানো এক প্রকার দায় হয়ে পড়েছে। কুকুরের শব্দে অসুস্থ রোগীদের শান্তিতে ঘুমানো কষ্টকর হয়ে পড়েছে। অবশ্য রাতে এলাকায় অবাঞ্ছিত লোক দেখলে এসব বেওয়ারিশ কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠে। এসময় এলাকার লোকজন ঘুম ভেঙ্গে সজাগ হয়ে উঠে। তাছাড়া এসব বেওয়ারিশ কুকুর একে অপরের সঙ্গে ঝগড়া করতে গিয়ে ফসলি জমির ফসলেরও ক্ষতি সাধন করছে। বাড়ি ঘরের চারাদিকে এসব কুকুর আরামে ঘুমানোর জন্য বড় বড় গর্ত করে ফেলে। নিত্য সময় গর্ত ভরাট করতে গৃহস্ত বাড়ির বউঝিদের মাটির জন্য দুর্গতি পোহাতে হচ্ছে। এসব বেওয়ারিশ কুকুর নিধন করার জন্য উপজেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ভোক্তভোগী মানুষেরা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *