Daily Archives: July 20, 2016

চুনারুঘাট সরকারি কলেজে অনার্স কোর্স চালু হচ্ছে

মোস্তাক আহাম্মদ ॥ অবশেষে চুনারুঘাট সরকারি কলেজে বহু আকাঙ্খিত অনার্স কোর্স চালু হচ্ছে। চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী মোঃ আবু তাহেরের ঐকান্তিক প্রচেষ্টায় ও চুনারুঘাটের কৃতি সন্তান উপ-সচিব এ জেড এম নরুল হক এর সহযোগিতায় ৫টি বিষয়ে অনার্স কোর্স (সম্মান) চালুর জন্য গত ১২ জুলাই মঙ্গলবার চুড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। ফলে চুনারুঘাটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন চুনারুঘাট সরকারি কলেজে অনার্স চালু হচ্ছে এবং চা বাগান ও ৬১ নৃ-ত্বাত্বিক জনগোষ্ঠীর চুনারুঘাটের ছেলেমেয়েরা বাড়ির কাছে অনার্স পড়ার সুযোগ পাচ্ছে। চুনারুঘাট সরকারি ডিগ্রী কলেজ ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৬ সালে এরশাদ সরকারের আমলে কলেজটি (এরপর পৃষ্ঠা-২) সরকারিকরণ করা হয়। দীর্ঘদিন এ কলেজ থেকে হাজার হাজার শিক্ষার্থী পাশ করে ...

চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে গেটে ৫০ শয্যা বাস্তবে ৩১ শয্যাও নেইচিঠির দেয়া হলেও জবাব নেই ॥ ফলে প্রায় ৪ লাখ মানুষ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত

খন্দকার আলাউদ্দিন ॥ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরের গেইটের সাইনবোর্ড লেখা আছে ৫০ শয্যার হাসপাতাল। অথচ বাস্তবে রোগীরা পুরনো ৩১ শয্যার হাসপাতালের সিটই সঠিকভাবে পাচ্ছেন না। ফলে রোগীরা মেঝেতে শুয়ে দিন পার করছেন। অপরদিকে জনবল নিয়োগ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি বরাদ্দ না দেয়ায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫০ শয্যাবিশিষ্ট চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সেটি চালু করা যাচ্ছে না। নির্মাণকাজ সম্পন্নের ৭ বছর পরও চালু করা যায়নি। এর মধ্যে পুরাতন হাসপাতালে ডাক্তার সংকটসহ নানা সমস্যা তো রয়েছেই। এ অবস্থায় চুনারুঘাটের ৪ লাখ জনগোষ্ঠী চিকিৎসাসেবা (এরপর পৃষ্ঠা-৩) থেকে বঞ্চিত হচ্ছেন। জানা যায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চুনারুঘাটে ৩১ শয্যা হাসপাতালের পাশে আরেকটি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভবনের নির্মাণকাজ শুরু হয়। সাড়ে তিন কোটি টাকা ...

হবিগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে শীর্ষক কর্মশাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক কর্মশাল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ইসলামীক ফাউন্ডেশন জেলা পরিষদ অডিটরিয়াম মিলায়তনে এ কর্মশালার আয়োজন করে। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর গভর্নর ও ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মিজবাহুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী প্রমুখ। কর্মশালায় জেলার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষকসহ নেতৃবৃন্দ ও নারীরা অংশ গ্রহন করেন। কর্মশালায় প্রধান অতিথি সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি সন্ত্রাসী ও জঙ্গিবাদের সাথে সম্পৃক্তদের চিহ্নিত করার ...

চুনারুঘাটের বাল্লায় নতুন স্থলবন্দর নির্মিত হতে যাচ্ছে

স্টাফ রিপোর্টর ॥ নতুন স্থলবন্দর নির্মাণ করা হবে হবিগঞ্জের বাল্লায়। বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি ও রফতানির জন্য অবকাঠামোগত প্রয়োজনীয়তার পাশাপাশি স্টোরেজ ও পার্কিং সুবিধাদির জন্য হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের উন্নয়নও করা হবে। ‘বাল্লা স্থলবন্দর উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ। এতে মোট ব্যয় করা হবে ৬০ কোটি টাকা। চলতি সময় থেকে জুন ২০১৯ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বাস্থবক)। নানা কারণে নতুন স্থলবন্দরে ৬০ কোটি টাকা খরচ করা হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের ৪ হাজার ৯৫ কিলোমিটার, মায়ানমারের ২৫৬ কিলোমিটার এবং ৫৮০ কিলোমিটার উপকূলবর্তী সীমারেখা আছে। নিয়মিত ট্যুরিস্ট প্যাসেঞ্জার মুভমেন্টের মাধ্যমে প্রতিদিন ল্যান্ড কাস্টম স্টেশনগুলোর মাধ্যমে পণ্য আমদানি-রফতানি করা হয়ে থাকে। বাল্লা কাস্টম স্টেশনটি সরকার বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অধীনে ২০১৬ ...

বনদস্যু ও বনকর্মীরা গাছ কেটে সাবাড় করছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের বনদস্যু ও গাছ চোরা-কারবারিদের পাশাপাশি এক শ্রেণীর বন বিট কর্মকর্তা-কর্মচারী বেপরোয়া হয়ে উঠেছে। অসৎ বনকর্মীদের ইশারায় এখন দিনের বেলায়ই গাছ পাচার হচ্ছে। উপজেলার কালেঙ্গা ও সাতছড়ি বন রেঞ্জের সংরক্ষিত বনবিট এবং চা বাগানের শেডট্রি কাটা হচ্ছে প্রতিনিয়ত। আর তা পাচারকারীদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাচার হয়ে যাচ্ছে। একদিকে বনদস্যুরা দল বেঁধে দেশীয় অস্ত্র নিয়ে বনাঞ্চলে প্রবেশ করে গাছ কেটে সাবাড় করছে। অন্যদিকে বনকর্মীরা তাদের নিয়োগকৃত ভিলেজার ও পাহাড়ারদের মাধ্যমে গাছ বিক্রি করছে। চোরাকারবারি আর বনকর্মীরা যেন গাছ পাচারের প্রতিযোগিতায় নেমেছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ২টি রেঞ্জের রেমা, কালেঙ্গা, ছনবাড়ি, সাতছড়ি ও রঘুনন্দন বিটে এখনও বিপুল পরিমাণ প্রাকৃতিক বনাঞ্চল রয়েছে। বনের চারদিকে অবস্থানরত বনদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে। ...

শায়েস্তগঞ্জ নতুন ব্রীজ এলাকায় জমজমাট জুয়ার আসর

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজ টাওয়ার এলাকাসহ আশপাশের এলাকায় জুয়া ও অসামাজিক কার্যকলাপ এবং জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে জুয়া খেলা ও অসামাজিক কার্যকলাপ। আর এতে বৃদ্ধ থেকে শুরু করে উঠতি বয়সী যুবকরা যোগ দিচ্ছে। ফলে নষ্ট হচ্ছে ওই এলাকার পরিবেশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেও কোন ফল পাচ্ছে না এলাকাবাসি। এলাকাবাসি জানান, স্থানীয় একজন প্রভাবশালী লোক ও তার ছেলের নেতৃত্বে নতুন ব্রীজের টাওয়ার নামক এলাকাকে জুয়াসহ অসামাজিক কাজের নিরাপদ স্থান হিসেবে বেঁচে নিয়েছে কতিপয় জুয়াড়ি। এ ছাড়া নতুন ব্রীজের বিভিন্ন বাড়ি, বাঁশ বাগান, নদীর চড়, হাঁসের ফার্ম ও প্রাইমারী স্কুলের ছাঁদসহ গোপন আস্তানায় এ সব অসামাজিক কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে ...

ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোতে স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোতে নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। বিভিন্ন স্থানে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হওয়ার কথা থাকলেও কোন কোন কেন্দ্রে দুপুর ১টার পরে শিশু নেই অজুহাত দেখিয়ে স্বাস্থ্য সহকারী ও প্রোপাইটাররা কেন্দ্রে তালা লাগিয়ে চলে যান। এতে করে শিশুদের নিয়ে কেন্দ্রে এসে অভিভাবকরা স্বাস্থ্য কর্মীদের না পেয়ে ও কেন্দ্রে তালা ঝুলতে দেখে হতাশ হয়ে বাড়ি ফিরেন। স্বাস্থ্য বিভাগের এহেন কর্মকান্ড দেখে কোন কোন অভিভাবক ক্ষুভ প্রকাশ করেন। এলাকাবাসী জানান, গত শনিবার সকালে কেউন্দা গ্রামের মসজিদে স্বাস্থ্য বিভাগের লোকজন মাইকে জানিয়ে দেন স্থানীয় কেউন্দা কমিউনিটি ক্লিনিক কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সি সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ...

চুনারুঘাট হাসপাতাল রিপ্রেজেন্টিভদের দখলে ॥ ডাক্তার ও রোগী জিম্মি

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন রিপ্রেজেন্টিভগণ প্রায় দখল করে নিয়েছেন। প্রতিদিন সকাল থেকে রিপ্রেজেন্টিটিভগণ তাদের নিজস্ব কোম্পানীর ঔষধ ডাক্তার দ্বারা লিখানোর জন্য হাসপাতালে ডাক্তারের চেম্বারে ভিড় জমাতে থাকেন। ডাক্তাররা তাদের কথামত লিখতে হয় নামি-বেনামি কোম্পানীর ঔষধ। রোগী থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় বিভিন্ন কোম্পানীর রিপ্রেজেন্টিটিভদেরকে। ডাক্তাররা তাদের ফরমায়েশ শুনতে শুনতে রোগীদেরকে চিকিৎসা সেবা ঠিকমত দিতে পারছেন না। রিপ্রেজেন্টিটিভদের কারণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত রোগীগণ ডাক্তারের কাছে চিকিৎসা নিতে অসুবিধার সম্মুখিন হচ্ছেন বলে জানান। রিপ্রেজেন্টিটিভগণ প্রতিনিয়ত হাসপাতালের ডাক্তারদের চেম্বারের চারপাশ ঘেরাও করে রাখে এবং ডাক্তার কর্তৃক রোগীকে দেওয়া প্রেসক্রিপশন নিয়ে টানা হেঁচড়া করতে দেখা যায়। এমনকি হাসপাতালের গেইটে রিপ্রেজেন্টিটিভদের রাখা ব্যাগ, মোটরসাইকেলের ভিড়ে রোগী বহনকৃত গাড়ির পার্কিং ...

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ৮টি থানার পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ২২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গত শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযানকালে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মাঝে ১৬ জন পরোয়ানাভুক্ত এবং ৬ জন নিয়মিত মামলার আসামী।

চুনারুঘাটে ৫ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে দুই সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ভোর রাতে এএসআই মোঃ আরিফুল আলম খান ও এএসআই মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন, উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত মোঃ আব্দুল্লাহর ছেলে নুরুল হক (৩৬) ও মহিমাউড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল কাইয়ুম (৩৭)। ওয়ারেন্টভূক্ত তিন আসামির নাম পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, নুরুল হক ৬ মাস সাজা ও আব্দুল কাইয়ুম ১ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোঃ ইকবাল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

চুনারুঘাট শহরে জনপথ দখল করে সবজী ও চালের দোকান ॥ জনদূর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের মাছ বাজারের একমাত্র ক্রস রোডটি চলে গেছে অবৈধ দখলদার অসৎ ব্যবসায়ীদের দখলে। প্রতিদিন ওই রাস্তার উপরে পসরা সাজিয়ে বসছেন সবজী ও চাল ব্যবসায়ীরা। এতে বাজার সদাই করতে আসা লোকজনের চলাচলে মারাত্বক দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু তাই নয়, প্রতিদিনই বাজারের ব্যবসায়ী ও গাড়ী চালকদের মাঝে ঘটছে ঝগড়া ও মারামারির মত ঘটনা। চুনারুঘাটের একমাত্র মাছ ও সবজীর বাজার উপজেলা রোড ও বাল্লা রোডের মধ্যবর্তী এলাকায় হওয়াতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ ক্রেতারা বাজার সদাই করতে আসেন। এমনকি বিভিন্ন অফিস আদালতের কর্মকর্তা-কর্মচারীরাও ওই বাজারে সদাই করতে আসেন। তাই সকাল থেকে রাত পর্যন্ত বসে বাজার। কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী স্থানীয় বাজার কমিটির প্রভাবশালীদের ছত্রছায়ায় বাজারের ভিতর দিয়ে জনসাধারণ ও ...

মরহুম সৈয়দ সঈদউদ্দিন ছিলেন জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রী কলেজ জাতীয় করনের লক্ষে আয়োজিত পরামর্শ সভায় আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আন্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমানসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেন, মরহুম সৈয়দ সঈদউদ্দিন হবিগঞ্জ জেলা (তৎকালীন মহকুমা)’র আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। গত শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহার সভাপতিত্বে পরামর্শ সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, পৌর আওয়ামীলীগের সভাপতি বেনু রঞ্জন রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্ত, কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী মাষ্টার, জাপার সভাপতি কদর আলী মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি ও আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুক পাঠান, শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তৌফিক হোসেন ...

নানা সমস্যায় জর্জড়িত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ উত্তর-পূর্বাঞ্চলের রেল যোগাযোগের অন্যতম প্রধান রেলওয়ে জংশন হল শায়েস্তাগঞ্জ। এখান থেকে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করে বিভিন্ন ট্রেন। কিন্তু যেন কেবল নামেই শায়েস্তাগঞ্জ জংশন। কার্যত কোনো ফাংশন নেই দেশের এই গুরুত্বপূর্ণ জংশনে। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে শাখা লাইনের দু’টি ট্রেন বন্ধ। আছে অব্যবস্থাপনা, টিকিট সংকটসহ নানা সমস্যাও। সব মিলিয়ে বর্তমানে ‘জংশন’ বিশেষণ বেমানান হয়ে পড়েছে শায়েস্তাগঞ্জের ক্ষেত্রে। হবিগঞ্জ সদর থেকে কয়েক কিলোমিটার দূরে কালের স্মৃতি বহনকারী খোয়াই নদীর তীরের জনপদ শায়েস্তাগঞ্জ। এ জনপদের সঙ্গে ভারতের ত্রিপুরার যোগাযোগ স্থাপন ও চা-পাথর রফতানির জন্যে ১৯২৮ সালে শায়েস্তাগঞ্জ-বাল্লা শাখা লাইন নির্মাণ করে আসাম বেঙ্গল কোম্পানি। ৭ দশমিক ৫৫ বর্গকিলোমিটারের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন হয়েই গেছে ঢাকা-সিলেট মহাসড়ক। এর পাশে মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি ...

বাহুবলে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে করাঙ্গী ব্রীজ ॥ দুর্ঘটনার আশংকা

এম এ আই সজিব ॥ বাহুবল উপজেলা সদরের সাথে উত্তরাঞ্চলের যোগাযোগের প্রধান সড়ক বাহুবল-চলিতাতলা রাস্তা। এ রাস্তার দীননাথ ইনস্টিটিউশন সংলগ্ন করাঙ্গী ব্রীজটি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। ঝুঁকি মাথায় নিয়েই প্রতিদিন চলছে শ’শ’ যানবাহন ও ছাত্রছাত্রীসহ সহ¯্রাধিক পথচারী। কোন যান উঠামাত্রই সেতুটিতে কম্পন শুরু হয়। যে কোন মুহূর্তে ব্রীজটি ধসে পড়বে-এমন ধারণা স্থানীয় লোকজনের। সরজমিন ঘুরে দেখা যায়, বাহুবল বাজারের উত্তর প্রান্তে করাঙ্গী নদীর উপর অর্ধশতাধিক বছর পূর্বে নির্মিত ব্রীজটি অপেক্ষাকৃত সরু। ফলে এক প্রান্ত থেকে একটি যাত্রীবাহি বাস বা মালবাহী ট্রাক উঠলে ব্রীজে আর কোন পথচারী উঠতে পারেন না। ফলে ওই বাস বা ট্রাকটি ব্রীজটিকে অতিক্রম করার আগ পর্যন্ত অপর প্রান্তের যানবাহন ও পথচারীদের অপেক্ষায় থাকতে হয়। এতে ব্রীজের ...

চুনারুঘাটে জনসংখ্যারোধে কার্যক্রম না থাকায় বিপুল হারে বাড়ছে জনসংখ্যা

স্টাফ রিপোর্টার ॥ গত ১০ বছরে চুনারুঘাটে জনসংখ্যা বেড়েছে ১৩ শতাংশের বেশি। ১০ বছর পুর্বে ২০০১ সালের আদমশুমারীতে উপজেলার জনসংখ্যা ছিল মাত্র ২ লাখ ৬৭ হাজার ৫৬ জন। ২০১১ সালের আদমশুমারীতে তা এসে দাড়িয়েছে ৩ লাখ ২ হাজার ২শ ১০ জনে। ২০১৬ সালে এসে উপজেলার জনসংখ্যা প্রায় ৪ লাখের কাছাকাছি বলে বিভিন্ন জরিপে ধারনা করা হচ্ছে। অথচ সরকার প্রতি বছর পরিবার পরিকল্পনা কার্যক্রমে উপজেলার কয়েক কোটি টাকা খরচ করে যাচ্ছে। এতে উন্নয়ন হচ্ছে উপজেলার পরিবার পরিকল্পনার কাজে নিয়োজিত কর্মকর্তা/ কর্মচারীদের জীবণ মানের। তারা গ্রাম থেকে এখন বাস করছেন শহরে। কিন্তু গবীর মানুষের আর্থিক ও শারিরীক কোন উন্নতি হয়নি। উন্নতি হয়নি তাদের পরিবার পরিকল্পনার। প্রতি বছর সরকার জনসংখ্যা রোধে পরিবার পরিকল্পনা ...

বালু উত্তোলন ও পরিবহনে পূর্বাঞ্চলে রাস্তাঘাটের বেহাল দশা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চলে ছড়া-নদী ও কোয়ারী থেকে অপরিকল্পিতভাবে বালি উত্তোলনের কারণে শত শত কোটি টাকার রাস্তা, ব্রীজ ও কালভাট ভেঙ্গে পড়েছে। স্থানীয় ও প্রশাসন ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার ও সচেতন নাগরিক এ সব টেকাতে পারছেন না। যারা বালু উত্তোলন ও পরিবহন করছেন তাদের অধিকাংশই প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাকর্মী হওয়ায় কেউ প্রতিবাদ করছেন না। স্থানীয় বাসিন্দারা জানান, চুানরুঘাট উপজেলার খোয়াই নদী তলদেশ থেকে বালু উত্তোলনে সরকার জেলা প্রশাসক (রাজস্ব) অধিনে লীজ প্রদান করে থাকেন। লীজের নথিতে বালু উত্তোলন ও পরিবহনের সকল নিয়ম লিখা থাকে। ওই সব কাগজের তোয়াক্কা না করে স্থানীয়ভাবে প্রভাব দেখিয়ে বালু উত্তোলন ও পরিবহন দিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে যাচ্ছেন। পাকা সড়কের ধারণ ক্ষমতা ৪/৫ ...

হবিগঞ্জে জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। গত শনিবার রাত ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ সম্মেল কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা আলম। আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মনিপুরীদের রাস নাচ, সংগীত, নিত্যসহ হবিগঞ্জের শিল্পীরা ভাটিয়ালিগাণ পরিবেশন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হাসান রুমানসহ বিসিএস ক্যাডারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা ...

চুনারুঘাটের কাঁঠালবাড়ি গ্রামে এক ব্যক্তির আকষ্মিক মৃত্যু

জুয়েল চৌধুরী ॥ চুনারুঘাট উপজেলার কাঁঠালবাড়ি গ্রামে কাঁচা মিয়া (৫০) নামে এক ব্যক্তির আকষ্মিক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত মশ্বব আলীর পুত্র। গত শনিবার বিকালে তিনি বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় বৃষ্টিতে ভিজে বাড়িতে আসেন। কিছুক্ষণ পর হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার জানান, মৃত অবস্থায় তারা কাচাঁ মিয়াকে নিয়ে এসেছেন।