বনদস্যু ও বনকর্মীরা গাছ কেটে সাবাড় করছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের বনদস্যু ও গাছ চোরা-কারবারিদের পাশাপাশি এক শ্রেণীর বন বিট কর্মকর্তা-কর্মচারী বেপরোয়া হয়ে উঠেছে। অসৎ বনকর্মীদের ইশারায় এখন দিনের বেলায়ই গাছ পাচার হচ্ছে। উপজেলার কালেঙ্গা ও সাতছড়ি বন রেঞ্জের সংরক্ষিত বনবিট এবং চা বাগানের শেডট্রি কাটা হচ্ছে প্রতিনিয়ত। আর তা পাচারকারীদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাচার হয়ে যাচ্ছে। একদিকে বনদস্যুরা দল বেঁধে দেশীয় অস্ত্র নিয়ে বনাঞ্চলে প্রবেশ করে গাছ কেটে সাবাড়
করছে। অন্যদিকে বনকর্মীরা তাদের নিয়োগকৃত ভিলেজার ও পাহাড়ারদের মাধ্যমে গাছ বিক্রি করছে। চোরাকারবারি আর বনকর্মীরা যেন গাছ পাচারের প্রতিযোগিতায় নেমেছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ২টি রেঞ্জের রেমা, কালেঙ্গা, ছনবাড়ি, সাতছড়ি ও রঘুনন্দন বিটে এখনও বিপুল পরিমাণ প্রাকৃতিক বনাঞ্চল রয়েছে। বনের চারদিকে অবস্থানরত বনদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা গাছ চোরাকারবারি এজেন্টদের কাছ থেকে টাকা নিয়ে গাছ কাটায় মেতে উঠেছে। ঈদের পূর্বেই লগ্নিকৃত টাকার কাঠ পরিশোধে এখন বনদস্যুরা মরিয়া হয়ে উঠেছে। ফলে বনদস্যুরা প্রতি রাতেই এসব বনাঞ্চল থেকে গাছ কেটে পাচার করছে। এদিকে বনাঞ্চলে নিয়োজিত বনকর্মীরাও গাছ বিক্রিতে মরিয়া হয়ে উঠেছে। উপজেলার সাতছড়ি, তেলমা, রেমা, কালেঙ্গা ও রঘুনন্দন বিট থেকে প্রতিদিনই গাছ বিক্রি করছেন বনকর্মীরা। বনকর্মীরা স্থানীয় গাছ ব্যবসায়ীদের কাছে দাঁড়ানো গাছ অনুমান মাপে ৫শ’ থেকে ৮শ’ টাকা ঘনফুট হিসেবে বিক্রি করছে আর বনদস্যুরা তা কেটে দিনের বেলায়ই পাচার করছে। বিশেষ করে রোজার মাসে মানুষ যখন ইফতার করে তখন চোরাকারবারিরা গাছ পাচারে ব্যস্ত থাকে। অভিযোগ উঠেছে গত এক মাসে এসব বন থেকে কমপক্ষে অর্ধকোটি টাকার গাছ কেটে পাচার করা হয়েছে। গত কয়েক বছর আকাশিসহ নানা প্রজাতির গাছ পাচার হলেও সম্প্রতি সেগুন পাচারের উৎসব চলছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, তারা টাকা দিয়েই গাছ ক্রয় করে নিয়ে আসছেন। বনকর্মীদের গাছ পাচারের এসব দৃশ্য দেখে বনদস্যুরাও বেপরোয়া হয়ে উঠেছে। তারা বনকর্মীদের সঙ্গে পাল্লা দিয়ে দিনের বেলায়ই গাছ কেটে নিয়ে আসছে। বনকর্মীরা বাধা দিলে তাদের ওপর হামলা করতেও দ্বিধা করছে না। উপজেলা সদরে থাকা বন বিভাগের বিশেষ টহল বাহিনীও এসব গাছ পাচাররোধে ব্যর্থ হচ্ছে। মাঝে মাঝে অভিযান হলেও পাচারকারীরা থাকে ধরাছোঁয়ার বাইরে। এছাড়া গাছ পাচার প্রতিরোধে তাদের ভূমিকাও এখন প্রশ্নবিদ্ধ। এদিকে উপজেলার ১৭টি চা বাগানের শেডট্রি (ছায়াদানকারী গাছ) পাচার হচ্ছে প্রতি রাতেই। প্রতি রাতেই উপজেলার চান্দপুর, চণ্ডিছড়া, আমু, নালুয়া, লস্করপুর, চাকলাপুঞ্জি, দেউন্দি ও লালচান্দসহ বিভিন্ন চা বাগানের শেডট্রি কাটা হচ্ছে। বাগান কর্তৃপক্ষ দায়সারা মামলা দিয়ে দায়িত্ব পালন করছে। এসব গাছ কাটা বন্ধে প্রশাসন, বন বিভাগ, বাগান কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের ভূমিকা খুব নজরে পড়ে না। প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। জেলা ছাত্রলীগ সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুকিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান, কায়েস চৌধুরী, মহিবুর রহমান মাহি, শুভ ও আফরোজ। প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বিএনপি-জামায়াত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশে সন্ত্রাস ও হত্যার রাজত্ব কায়েম করেছে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য। এ ব্যাপারে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *