ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোতে স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোতে নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। বিভিন্ন স্থানে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হওয়ার কথা থাকলেও কোন কোন কেন্দ্রে দুপুর ১টার পরে শিশু নেই অজুহাত দেখিয়ে স্বাস্থ্য সহকারী ও প্রোপাইটাররা কেন্দ্রে তালা লাগিয়ে চলে যান। এতে করে শিশুদের নিয়ে কেন্দ্রে এসে অভিভাবকরা স্বাস্থ্য কর্মীদের না পেয়ে ও কেন্দ্রে তালা ঝুলতে দেখে হতাশ হয়ে বাড়ি ফিরেন। স্বাস্থ্য বিভাগের এহেন কর্মকান্ড দেখে কোন কোন অভিভাবক ক্ষুভ প্রকাশ করেন। এলাকাবাসী জানান, গত শনিবার সকালে কেউন্দা গ্রামের মসজিদে স্বাস্থ্য বিভাগের লোকজন মাইকে জানিয়ে দেন স্থানীয় কেউন্দা কমিউনিটি ক্লিনিক কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সি সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল  এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। একই সঙ্গে শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি শিশুকে ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানো সহ পুষ্টি বার্তা প্রচার করা হবে। এক্ষেত্রে কেউন্দা কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোতে নিয়োজিত ছিলেন স্বাস্থ্য সহকারী হারুনুর রশিদ ও প্রোপাইটার জাহানারা খাতুন স্থানীয়রা জানান, শিশু নেই অজুহাত দেখিয়ে এ দুই স্বাস্থ্য কর্মী দুপুরে কেন্দ্রে তালা দিয়ে চলে যান। পরে অনেক অভিভাবক ভিটামিন খাওয়াতে শিশুদের কেন্দ্রে নিয়ে এসে সেখানে কাউকে না পেয়ে ফিরে যান। অভিভাবক এরশাদ আলী জানান, আমার শিশু সন্তান জুই (৫)কে নিয়ে দুপুর ১.৪৫ মিনিটে কেন্দ্রে এসে আর কাউকে খুজে পাইনি। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ দাস জানান, অভিযোগটি সঠিক হলে ব্যবস্থা নেওয়া হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *