শায়েস্তগঞ্জ নতুন ব্রীজ এলাকায় জমজমাট জুয়ার আসর

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজ টাওয়ার এলাকাসহ আশপাশের এলাকায় জুয়া ও অসামাজিক কার্যকলাপ এবং জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে জুয়া খেলা ও অসামাজিক কার্যকলাপ। আর এতে বৃদ্ধ থেকে শুরু করে উঠতি বয়সী যুবকরা যোগ দিচ্ছে। ফলে নষ্ট হচ্ছে ওই এলাকার পরিবেশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেও কোন ফল পাচ্ছে না এলাকাবাসি। এলাকাবাসি জানান, স্থানীয় একজন প্রভাবশালী লোক ও
তার ছেলের নেতৃত্বে নতুন ব্রীজের টাওয়ার নামক এলাকাকে জুয়াসহ অসামাজিক কাজের নিরাপদ স্থান হিসেবে বেঁচে নিয়েছে কতিপয় জুয়াড়ি। এ ছাড়া নতুন ব্রীজের বিভিন্ন বাড়ি, বাঁশ বাগান, নদীর চড়, হাঁসের ফার্ম ও প্রাইমারী স্কুলের ছাঁদসহ গোপন আস্তানায় এ সব অসামাজিক কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলে এলেও কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। প্রতিটি খেলাতে প্রতিদিন লাখ টাকার খেলা হচ্ছে। স্থানীয় কতিপয় প্রভাবশালী লোকদের হাত করে বহিরাগতরা এসে এখানে জুয়া ও মাদকসহ অসামাজিক কাজ করছে। ফলে ওই এলাকায় বেড়েছে চুরি ও মাদক ব্যবসা। এতে শায়েস্তাগঞ্জ ও তার আশপাশের মানুষ চোর ও জুয়াড়িদের উপদ্রবে আতংকিত হয়ে পড়েছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *