চুনারুঘাট হাসপাতাল রিপ্রেজেন্টিভদের দখলে ॥ ডাক্তার ও রোগী জিম্মি

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন রিপ্রেজেন্টিভগণ প্রায় দখল করে নিয়েছেন। প্রতিদিন সকাল থেকে রিপ্রেজেন্টিটিভগণ তাদের নিজস্ব কোম্পানীর ঔষধ ডাক্তার দ্বারা লিখানোর জন্য হাসপাতালে ডাক্তারের চেম্বারে ভিড় জমাতে থাকেন। ডাক্তাররা তাদের কথামত লিখতে হয় নামি-বেনামি কোম্পানীর ঔষধ। রোগী থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় বিভিন্ন কোম্পানীর রিপ্রেজেন্টিটিভদেরকে। ডাক্তাররা তাদের ফরমায়েশ শুনতে শুনতে রোগীদেরকে চিকিৎসা সেবা ঠিকমত দিতে পারছেন না। রিপ্রেজেন্টিটিভদের কারণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত রোগীগণ ডাক্তারের কাছে চিকিৎসা নিতে অসুবিধার সম্মুখিন হচ্ছেন বলে জানান। রিপ্রেজেন্টিটিভগণ প্রতিনিয়ত হাসপাতালের ডাক্তারদের চেম্বারের চারপাশ ঘেরাও করে রাখে এবং ডাক্তার কর্তৃক রোগীকে দেওয়া প্রেসক্রিপশন নিয়ে টানা হেঁচড়া করতে দেখা যায়। এমনকি হাসপাতালের গেইটে রিপ্রেজেন্টিটিভদের রাখা ব্যাগ, মোটরসাইকেলের ভিড়ে রোগী বহনকৃত গাড়ির পার্কিং করার জায়গা থাকে না। মুমুর্ষ আশংকাজনক রোগীদেরকে জরুরী বিভাগে নিয়ে যাওয়া কষ্টকর হয়। রোগীর চেয়ে হাসপাতালে রিপ্রেজেন্টিটিভের সংখ্যাই বেশি দেখা যায়। এতে করে হাসপাতালের চিকিৎসা সেবার পরিবেশ নষ্ট হচ্ছে বলে বিজ্ঞ মহল মনে করেন। অচিরেই এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন রোগীরা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *