চুনারুঘাট সরকারি কলেজে অনার্স কোর্স চালু হচ্ছে

মোস্তাক আহাম্মদ ॥ অবশেষে চুনারুঘাট সরকারি কলেজে বহু আকাঙ্খিত অনার্স কোর্স চালু হচ্ছে। চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী মোঃ আবু তাহেরের ঐকান্তিক প্রচেষ্টায় ও চুনারুঘাটের কৃতি সন্তান উপ-সচিব এ জেড এম নরুল হক এর সহযোগিতায় ৫টি বিষয়ে অনার্স কোর্স (সম্মান) চালুর জন্য গত ১২ জুলাই মঙ্গলবার চুড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। ফলে চুনারুঘাটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন চুনারুঘাট সরকারি কলেজে অনার্স চালু হচ্ছে এবং চা বাগান ও ৬১ নৃ-ত্বাত্বিক জনগোষ্ঠীর চুনারুঘাটের ছেলেমেয়েরা বাড়ির কাছে অনার্স পড়ার সুযোগ পাচ্ছে। চুনারুঘাট সরকারি ডিগ্রী কলেজ ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৬ সালে এরশাদ সরকারের আমলে কলেজটি (এরপর পৃষ্ঠা-২) সরকারিকরণ করা হয়। দীর্ঘদিন এ কলেজ থেকে হাজার হাজার শিক্ষার্থী পাশ করে বেরিয়ে যায়। কিন্তু জেলার দক্ষিনাঞ্চলের ঐতিহ্যবাহী এ কলেজটি যৌবন হারিয়ে ফেলে ২০০১ সালের পর। ভাল ও সহজ কোন বিষয় না থাকা এবং শিক্ষক সংকটের কারণে কলেজের শিক্ষার্থীও কমতে থাকে। ২০০৮ সাল পর্যন্ত কলেজে ভুতুরে পরিবেশ বিরাজ করে। ২০০৯ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর চুনারুঘাটের কৃতি সন্তান ও বার বার নির্বাচিত প্রয়াত এনামুল হক মোস্তফা শহীদ সমাজকল্যানমন্ত্রী হওয়ার পর কলেজটিতে অনার্স কোর্স চালু ও নতুন বিষয় বাড়ানোর দাবী উঠে। এরই মধ্যে কলেজে শিক্ষক নিয়োগ হলে আবার শিক্ষার্থীদের পদভারে মুখরিত হয়ে উঠে এ ক্যাম্পাস। এ নিয়ে কলেজের বিগত দিনের অধ্যক্ষগনও লেখালেখি করেন। কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত কলেজের এ সমস্যা সমাধান হয়নি। কলেজের সাবেক শিক্ষার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই এ কলেজে অনার্স কোর্স চালু এবং বিষয় বাড়ানোর প্রচেষ্টায় লিপ্ত হন। সম্প্রতি শিক্ষা মন্ত্রনালয়ে চুনারুঘাটের এক কৃতি সন্তান উপ-সচিবের দায়িত্ব নেওয়ার পর এবং কলেজের একজন প্রাক্তন শিক্ষক বর্তমানে শিক্ষা মন্ত্রনালয়ে থাকার কারণে এ কলেজে অনার্স কোর্স চালুর পথ সুগম হয়। চুনারুঘাট সরকারি কলেজে অনার্স কোর্স চালুর বিষয়ে শিক্ষামন্ত্রনালয় নীতিগত সিদ্ধান্ত নেয়। এর প্রেক্ষিতে গত ১২ জুলাই মঙ্গলবার চুনারুঘাট সরকারি ডিগ্রী কলেজে ম্যানেজমেন্ট, একাউনটেন্ট, বাংলা, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমতি প্রদান করে। এ খবর চুনারুঘাটে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা আনন্দে ফেটে পড়ে। ১৩ জুলাই বুধবার অনেক স্থানে মিষ্টি বিতরণও করা হয়। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের বলেন, তিনি নির্বাচিত হওয়ার পর থেকে চুনারুঘাটের শিক্ষার দিক দিয়ে একটি মডেল উপজেলা গড়ার স্বপ্ন দেখেন। তিনি গত দু’বছরে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় কোটি টাকা বরাদ্ধ দেওয়ার পাশাপাশি উপজেলায় দুটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (কাচুয়া বহুমুখি উচ্চ বিদ্যালয় ও তাহের-শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়) প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি অগ্রণী উচ্চ বিদ্যালয়ে ভবন র্নিমান, বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মান, হাজী আলীম উল্লাহ আলীয়া মাদ্রাসায় উন্নয়নে কাজ করেছেন। তিনি চুনারুঘাট সরকারি কলেজে অনার্স কোর্স চালু করতে পেরে এবং নিজেকে চুনারুঘাটবাসীর সেবায় নিয়োজিত করতে পেরে আনন্দিত। চুনারুঘাট সরকারি কলেজে বর্তমানে প্রায় ১ হাজার ৮শ শিক্ষার্থী রয়েছে। কলেজে মানবিক, বানিজ্য ও বিজ্ঞান বিভাগ চালু রয়েছে। তবে শিক্ষক সংকট থাকায় লেখাপড়ায় বিঘœ ঘটছে। কলেজ প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও বর্তমানে কলেজের অধ্যক্ষ অসীত রঞ্জন দেব জানান, কলেজের শিক্ষক সংকট দুর করতে নতুন শিক্ষক নিয়োগ ও চলতি অর্থ বছরেই অনার্স কোর্স চালুর দাবী জানান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *