চুনারুঘাট শহরে জনপথ দখল করে সবজী ও চালের দোকান ॥ জনদূর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের মাছ বাজারের একমাত্র ক্রস রোডটি চলে গেছে অবৈধ দখলদার অসৎ ব্যবসায়ীদের দখলে। প্রতিদিন ওই রাস্তার উপরে পসরা সাজিয়ে বসছেন সবজী ও চাল ব্যবসায়ীরা। এতে বাজার সদাই করতে আসা লোকজনের চলাচলে মারাত্বক দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু তাই নয়, প্রতিদিনই বাজারের ব্যবসায়ী ও গাড়ী চালকদের মাঝে ঘটছে ঝগড়া ও মারামারির মত ঘটনা। চুনারুঘাটের একমাত্র মাছ ও সবজীর বাজার উপজেলা রোড ও বাল্লা রোডের মধ্যবর্তী এলাকায় হওয়াতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ ক্রেতারা বাজার সদাই করতে আসেন। এমনকি বিভিন্ন অফিস আদালতের কর্মকর্তা-কর্মচারীরাও ওই বাজারে সদাই করতে আসেন। তাই সকাল থেকে রাত পর্যন্ত বসে বাজার। কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী স্থানীয় বাজার কমিটির প্রভাবশালীদের ছত্রছায়ায় বাজারের ভিতর দিয়ে জনসাধারণ ও গাড়ী যাওয়ার একমাত্র ক্রস রোডটির উপর দখল করে বসে। এতে গাড়ী দুরের কথা, বাজার করতে আসা লোকজনই চলাচল করতে পারছেন না। ওই রাস্তাটি বাজারের ভিতর দিয়ে মেইন রোড থেকে বাল্লা ক্রস রোডে গিয়ে লেগেছে। সেটা ক্রস রোড নামে পরিচিত। এই রাস্তা দিয়ে গাড়ী ও মানুষ যাতায়াত করতো। কিন্তু সরাসরি রাস্তার উপর সবজী ও চালসহ বিভিন্ন দোকান বসাতে বাজারে আসা নারী পুরুষ গাদাগাদি করে চলাচল করতে হয়। এ বাজারের ভিতর দিয়ে আবার আড়তের মালও এ সময় আনা-নেওয়া হয়। এক মুুুদিমাল ব্যবসায়ী জানান, রাস্তার উপর বসা ওই ব্যবসায়ীরা স্থানীয় বাজার কমিটির লোকদের নিয়মিত চাঁদা ও মাসোহারা দেন। শুধু তাই নয়, উপজেলা ও পৌর এলাকার কতিপয় ছোট মাপের নেতাকেও তারা দৈনিক চাঁদা দেন। তাই তাদের এত ক্ষমতা। তাদেরকে কেউ এখান থেকে সরাতে পারবেনা। আরেক ব্যবসায়ী জানান, রাস্তা দখল করে বসার কারণে এই রাস্তা দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারে না। তাই আমাদের দোকান থেকে যদি কোন ক্রেতা বেশ কিছু মাল ক্রয় করে, তাহলে দোকানের সামনে রিকশা বা গাড়ী না আসার কারণে লেবার দিয়ে মাল মেইন রোডে নিয়ে গাড়ীতে উঠাতে হয়। এতে ক্রেতারা যেমন অযথা ঝামেলা মনে করে আমাদের দোকান থেকে মাল ক্রয় করেন না, তেমনি আমাদেরকেও অতিরিক্ত লেবার খরচ দিতে হয়। এই অবস্থা দীর্ঘ দিনের। বাজারের ভিতরের রাস্তাটি জনস্বার্থে দখলমুক্ত ও ওই বাজারের ফুটপাত দখলকারীদের হাত থেকে রক্ষা করতে চুনারুঘাটের প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *