বালু উত্তোলন ও পরিবহনে পূর্বাঞ্চলে রাস্তাঘাটের বেহাল দশা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চলে ছড়া-নদী ও কোয়ারী থেকে অপরিকল্পিতভাবে বালি উত্তোলনের কারণে শত শত কোটি টাকার রাস্তা, ব্রীজ ও কালভাট ভেঙ্গে পড়েছে। স্থানীয় ও প্রশাসন ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার ও সচেতন নাগরিক এ সব টেকাতে পারছেন না। যারা বালু উত্তোলন ও পরিবহন করছেন তাদের অধিকাংশই প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাকর্মী হওয়ায় কেউ প্রতিবাদ করছেন না। স্থানীয় বাসিন্দারা জানান, চুানরুঘাট উপজেলার খোয়াই নদী তলদেশ থেকে বালু উত্তোলনে সরকার জেলা প্রশাসক (রাজস্ব) অধিনে লীজ প্রদান করে থাকেন। লীজের নথিতে বালু উত্তোলন ও পরিবহনের সকল নিয়ম লিখা থাকে। ওই সব কাগজের তোয়াক্কা না করে স্থানীয়ভাবে প্রভাব দেখিয়ে বালু উত্তোলন ও পরিবহন দিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে যাচ্ছেন। পাকা সড়কের ধারণ ক্ষমতা ৪/৫ গুন বেশী বালু নিয়ে গাড়ি পল্লী সড়ক ও মহাসড়ক দিয়ে শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, অলিপুর, মাধবপুরসহ বিভিন্ন এলাকায় স্থানান্তর করা হয়। ফলে রাস্তার চাইতে অধিক ধারণ ক্ষমতা গাড়ি বহনের কারণে রাস্তা ও কালভাট ভেঙ্গে পড়েছে। সরেজমিনে দেখা যায়, চুনারুঘাট উপজেলার গাজীগঞ্জ, সাটিয়াজুরী, সুন্দরপুর, পূর্ব পাচারগাও, শাহাপুর ও লাল মেম্বারের বাড়ি রাস্তাসহ নালমুখ, গাতাবলা, কালেঙ্গা-বড়জুষসহ ওই এলাকার চলাচলের রাস্তা অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে উল্লেখিত সড়কে অচিরেই যান চলাচলে বন্ধ হয়ে পড়বে। ওই সব এলাকারবাসীর দাবী অচিরেই বালুবাহী গাড়ি বন্ধ করতে প্রশাসনের নিটক দাবী জানান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *