জেলার অনেক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হবিগঞ্জ থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো

হবিগঞ্জ প্রতিনিধি ॥ এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, হবিগঞ্জ থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো জেলার অনেক সমস্যা সমাধানে এবং উন্নয়নের চিত্র জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পত্রিকায় প্রকাশিত সংবাদের
মাধ্যমে প্রশাসন বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নিতে পারছে। তিনি বলেন, ফজলুর রহমানের সম্পাদনায় প্রকাশিত দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকাটি শুরু থেকেই নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ প্রকাশ করে আসছে। এতে পত্রিকাটি সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। জেলার উন্নয়ন কর্মকান্ড, সম্ভাবনা, বিনোদন ও সাহিত্যসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব সহকারে পত্রিকায় সংবাদ প্রকাশ করার জন্য তিনি সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখাসহ জঙ্গিবাদ দমনে সকলকে সতর্ক থাকতেও তিনি আহ্বান জানান। গত বৃহস্পতিবার বাদ মাগরিব দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি ফিতা কেটে নতুন অফিসের শুভ উদ্বোধন করেন। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক সমাচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, আমিরচাঁন কমপ্লেক্সের সত্ত্বাধিকারী বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আবুল কাশেম, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি জগদীশ চন্দ্র মোদক, প্রধান উপদেষ্টা আব্দুর রহমান, সাবেক ব্যাংকার আব্দুল মালেক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, দৈনিক দেশজমিন সম্পাদক আলমগীর খান সাদেক, দৈনিক আয়না সম্পাদক রাশেদ আহমেদ খান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল বারী লস্কর, হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু ও চৌধুরী মোঃ ফরিয়াদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, মটর মালিক গ্র“পের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, সিনিয়র সাংবাদিক মিলন রশীদ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান জাহির, সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, দৈনিক হবিগঞ্জের বাণী সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, হবিগঞ্জ প্রেসক্লাব কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী, এটিএন বাংলা প্রতিনিধি এম এ হালীম, যমুনা টিভির প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, মানবকণ্ঠ প্রতিনিধি পাবেল খান চৌধুরী, মোহনা টিভি প্রতিনিধি মোঃ ছানু মিয়া, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের নবীগঞ্জ প্রতিনিধি এটিএম সালাম, বানিয়াচঙ্গ প্রতিনিধি মখলিছ মিয়া, স্টাফ রিপোর্টার জালাল উদ্দিন রুমি, স্টাফ রিপোর্টার কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ প্রতিনিধি আলমগীর মিয়া, সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, নবীগঞ্জ সংবাদপত্র এজেন্ট মোশাহিদ মিয়া প্রমুখ। এছাড়া বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *