Daily Archives: December 11, 2016

বালি বোঝাই ট্রাকসহ ধ্বসে গেছে ব্রীজ ॥ চান্দপুর দেউন্দি শানখলা সড়কে যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগান সংলগ্ন বেইলি ব্রিজটি ভেঙ্গে গেছে। ফলে তিনটি চা বাগান ও দুটি ইউনিয়নের মানুষের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। নিষেধাজ্ঞা অমান্য করে ভারী যানবাহন ও বালু ব্যবসায়ীদের বেপরোয়া ট্রাক চলাচলের কারণে এটি ধসে গেছে। গত শুক্রবার সকালে সিলিকা বালু বোঝাই ট্রাক (বগুড়া ট-১১-০৩১৭) কাদাছড়া বালি মহাল থেকে দেউন্দি-চান্দপুর রাস্তায় যাওয়ার পথে ব্রিজটিতে উঠামাত্র তা ভেঙ্গে যায়। দেউন্দি চা বাগান ব্যবস্থাপক মোঃ রিয়াজ উদ্দিন জানান, ১৯৮৪-৮৫ অর্থ বছরে তৎকালীন সরকার এলজিইডি’র মাধ্যমে বেইলি ব্রিজটি নির্মাণ করে। দীর্ঘ সময়ে ব্রিজটি মরিচা ধরে ভঙ্গুর অবস্থায় ছিল। ফলে চা বাগান কর্তৃপক্ষ বিপজ্জনক সেতু ও ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা সাইন বোর্ড টাঙ্গিয়ে দেয়। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে ভারী ...

‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ ॥ শুক্রবার মহান বিজয় দিবস

মোঃ কামরুল ইসলাম ॥ জাতির বহু কাঙ্খিত একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের মধ্যদিয়ে আবারো ফিরে এসেছে বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণ। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দিন। আগাম শুক্রবার ১৬ ডিসেম্বর। ৪৫তম মহান বিজয় দিবস। এবারের বিজয় দিবস জাতির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত ৭ মানবতাবিরোধী অপরাধে জড়িত স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ায় মুক্তিযুদ্ধে স্বজনহারাদের পাশাপাশি সারাদেশের মানুষ আনন্দের জোয়ারে ভাসছে। গোটা জাতি ৪৪ বছর আগের একটি কলঙ্কজনক অধ্যায়ের পরিসমাপ্তির জন্য যে অধীর আগ্রহে এতদিন অপেক্ষা করছিল, এ রায় কার্যকরের মধ্যদিয়ে সে কলঙ্কতিলক কিছুটা হলেও মুছে গেল। তাই এবারের বিজয় দিবস বাঙালির জন্য মুক্তিযুদ্ধ জয়ের মতো আরেকটি বিজয়ের আনন্দে উদ্বেলিত হওয়ার দিন। স্বজন হারানোর ...

চুনারুঘাট হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান

আকরামুল ইসলাম ॥ গত বুধবার চুনারুঘাট হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক বাকি বিল্লাল ও সচিব রুমন ফরাজির পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন অনেকে। এতে বীর মুক্তিযোদ্বা সহ অনেককে সন্মানা প্রদান করা হয়। আমাকে সন্মাননা প্রদান করায় ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডকে। জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাদের সন্তানদের কাছ থেকে কিছু পাওয়া অবশ্যই গর্বের। গত ৬ ডিসেম্বর ছিল ‘চুনারুঘাট হানাদার মুক্ত দিবস’ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে ...

শায়েস্তাগঞ্জে মাটি উত্তোলন হুমকির মুখে ব্রিজ

মামুন চৌধুরী ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর নতুন ব্রিজের কাছ থেকে মাটি উত্তোলন করা হচ্ছে। গোড়া থেকে মাটি কমে যাওয়ায় ব্রিজটি হুমকির মুখে পড়ছে। এলাকাবাসীর পক্ষ থেকে ব্রিজ রক্ষায় মাটি উত্তোলন বন্ধের দাবি উঠেছে। স্থানীয় সূত্র জানায়, একটি চক্র এ ব্রিজের কাছ থেকে মাটি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এভাবে চলায় গোড়া থেকে ক্রমশ মাটি সরে ব্রিজটি হুমকির মুখে পড়ছে। যদিও ১৯৯৭ সালে পুরানবাজার খোয়াই ব্রিজটি ভেঙে পড়ার পর এ ব্রিজটি নির্মাণ করা হয়। স্থানীয় লোকজন কর্তৃপক্ষের কাছে এ ব্রিজটি রক্ষার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে হবিগঞ্জ সড়ক বিভাগের প্রকৌশলী হামিদুল ইসলাম জানান, ব্রিজ রক্ষায় তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। কেউ ব্রিজের গোড়া থেকে মাটি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মাত্র ৭০ জন ফায়ার কর্মী দিয়েই চলছে সমগ্র জেলার অগ্নি-নিরাপত্তা ॥ বাহুবল-চুনারুঘাট-লাখাই ও আজমিরীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন লাল ফিতায় বন্দি

দিদার এলাহী সাজু ॥ ৫টি স্টেশনে মাত্র ৭০ জন ফায়ার কর্মী দিয়েই চলছে সমগ্র জেলার অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা। সিদ্ধান্ত থাকলেও বরাদ্ধ না থাকায় লাল ফিতায় ঝুলে আছে বাহুবল, চুনারুঘাট, লাখাই ও আজমিরীগঞ্জ ফায়ার স্টেশন স্থাপনের কাজ। এ অবস্থায় প্রতিবারের ন্যায় এবারের শুষ্ক মৌসুমেও অগ্নিকান্ডজনিত ক্ষয়-ক্ষতির চরম ঝুঁকিতে রয়েছেন জেলাবাসী। জানা যায়, সমগ্র জেলায় রয়েছে ৫টি ফায়ার স্টেশন। এগুলো হল- হবিগঞ্জ সদর, মাধবপুর, নবীগঞ্জ, বানিয়াচং ও শায়েস্তাগঞ্জ। এদের মধ্যে শুধুমাত্র হবিগঞ্জ সদর ফায়ার স্টেশনকে চলতি বছর প্রথম শ্রেণীর মর্যাদায় উন্নীত করা হয়েছে। আর মাধবপুর ফায়ার স্টেশনটি দ্বিতীয় শ্রেণী ও অবশিষ্ট ৩ টি স্টেশনই তৃতীয় শ্রেণীর মর্যাদার। সংশ্লিষ্ট সূত্র জানায়, উল্লেখিত ৫টি স্টেশনে ১০১টির মধ্যে শূণ্য রয়েছে ৩১টি পদ। শুধুমাত্র হবিগঞ্জ সদর ফায়ার ...

বাহুবলের মিরপুরে জোড়া ব্রিজে অবৈধ দোকানপাট

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুর চৌমুহনীতে অবস্থিত জোড়া ব্রিজের রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে ফলের দোকানসহ অবৈধ দোকানপাট। অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী কতিপয় লোক দোকান প্রতি দৈনিক দুইশত টাকা করে আদায় করছে। জোড়া ব্রিজে অবৈধ দোকান থাকার ফলে যানজট চরমে। অবৈধভাবে নির্মিত দোকানপাঠ বখাটেদের নিরাপদ আড্ডাখানায় পরিনত হয়েছে। রাস্তার ওপর নির্মিত অবৈধ পানের টংদোকান ও চায়ের স্টল ও ফলের দোকানে বসে বখাটেরা স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্যক্ত করে। সরকারী রাস্তা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের ফলে মুল সড়ক সরু হয়ে পড়ায় প্রায়ই ঘটছে ছোটবড় নানা দুর্ঘটনা। ২০০৭ সালের পর অবৈধ স্থাপনা উচ্ছেদের আর কোন প্রশাসনিক অভিযান না হওয়ায় বর্তমানে অবৈধ দোকান পাঠে সয়লাব হয়ে পড়েছে সরকারী রাস্তার পাশের ভুমি। ভুক্তভোগী মহল অবৈধ স্থাপনা ...

ওরা ১১জন চা শ্রমিক মুক্তিযোদ্ধার খবর কেউ নেয়নি

ইসমাইল হোসেন বাচ্চু ॥ ৭১’এর মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হায়নাদের ব্রাশফায়ারে নিহত ওরা ১১জন চা শ্রমিক মুক্তিযোদ্ধার গণকবরটি অযতœ ও অবহেলায় পড়ে রয়েছে। চুনারুঘাটের লালচাঁন্দ চা বাগান খেলার মাঠের পাশে বাগান কর্তৃপক্ষ ‘স্মৃতিতে অম্লান স্বাধীনতা যুদ্ধে ওরা ১১জন’ নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ করলেও বছরে দুটি জাতীয় দিবসে ওই স্তম্ভে সরকারি কোন কর্তা ব্যক্তিদের দেখা যায়নি। ১৬ই ডিসেম্বর বিজয় দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস এলেই উপজেলা প্রশাসন থেকে কাগজে কলমে ওরা ১১জনের গণকবরটির নাম উচ্চারণ করা হয় কিন্তু বাস্তবে ধারে কাছে যাওয়া হয় না। অথচ দেশ ও মাতৃকার টানে ওই সব চা শ্রমিক মুক্তিযোদ্ধা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গেছেন কিন্তু পাকিস্তানিদের গুলিতে নিশ্চিহ্ন করে দিয়ে গেছে ১১ চা শ্রমিক মুক্তিযোদ্ধার জীবন। ...

স্বামীর ঘর ছেড়ে পালিয়ে যাওয়ার সময় প্রেমিক জুটি আটক

আজিজুল হক সানু ॥ বাহুবলে স্বামীর ঘর ছেড়ে পালিয়ে যাওয়ার সময় প্রেমিকের সাথে প্রেমিকাকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে। জানা যায়, বাহুবল উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুল খালিকের মেয়ে লুৎফা আক্তার (২১)কে নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের আব্দুল কাইয়ূমের সাথে ৭ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিল। এরই মাঝে তাদের কোলজুড়ে ২ সন্তানের জন্ম হয়। এর মধ্যে এক সন্তান মারা গেলেও ৪ বছরের এক ছেলে সন্তান রয়েছে। কিন্তু স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক বিরোধ লেগেই থাকত। এক পর্যায়ে পানিউমদা গ্রামের আবু লেইছ মিয়ার পুত্র স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন সুমনের সাথে লুৎফার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একে অপরকে কাছে পাওয়ার দুজন-দুজনার মাঝে ...

বিজলীরপুল-হিলালপুর মধুপুর সড়কে পিচ ঢালাই কাজের উদ্বোধন

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বিজলীরপুল-হিলালপুর মধুপুর সড়কে পিচ ঢালাই উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি কেয়া চৌধুরী। এ উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে উন্নয়ন বঞ্চিত থাকতে হবে না। তিনি বলেন, এ সড়কটি দিয়ে পথ চলতে আর দুর্ভোগ পোহাতে হবে না। সঠিকভাবে সড়কের উন্নয়ন কাজ করতে হবে। তিনি বলেন এ সড়কটির মেরামত কাজ হলে হিলালপুর, মধুপুর, আব্দাফৌজদা, আরিছপুর, তেলিয়াকান্দিসহ বিভিন্ন এলাকার শত শত লোকজনের চলার পথ হবে সুগম। এমপি কেয়া চৌধুরী বলেন- এলাকার উন্নয়ন করতে এসেছি। তাই আপনারা সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করুন। হিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় পুটিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী সামছু ...

জমির আইল কাটা নিয়ে প্রতিপক্ষরা লাঠি দিয়ে পিটিয়েছে আরজু মিয়াকে

স্টাফ রিপোটার ॥ জমির আইল কাটতে বাধা দেয়া ও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সবুজ তরফদার এর কাছে বিচার দেয়ার কারনে প্রতিপক্ষরা আরজু মিয়া (৫০)কে পিটিয়ে আহত করার ঘটনা আজো অমিমাংশিত। শালিসে নিস্পত্তি না হওয়ায় আরজু মিয়া একই এলাকার রাসেল মিয়া, শফিক মিয়া, মোঃ আব্দুল বাছির মিয়া ও নইম উল্লাকে আসামী করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। তারা মামলাটি তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকী দিচ্ছেন। স্থানীয় সূত্র জানায়, উপজেলার পঞ্চাশ গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আরজু মিয়া বাড়ির পুকুরের কোনায় প্রায় ৩০/৩৫ বছর পূর্বের সীমানা কুটি রয়েছে। সম্প্রতি একই এলাকার সফিক মিয়া, বাছির মিয়া, তাদের পুকুরের পাড় কেটে ২ ফুট জমি নিয়ে যায়। এ বিষয়টি স্থানীয় চেয়ারম্যান সবুজ তরফদারকে জানিয়ে বাড়িতে আসার ...

চুনারুঘাটে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ ২০১৬ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত বুধবার সকাল ১১টার দিকে চুনারুঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ব্যবস্থাপনায় চুনারুঘাট উপজেলা পরিষদ থেকে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি চুনারুঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ সভাকে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিলের সভাপতিত্বে ও পল্লী বিদ্যুৎ চুনারুঘাট জোনাল অফিস ইনচার্জ কাজী শওকাতুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, চুনারুঘাট থানা ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী। ...

হবিগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

শারমিন জাহান লিপি ॥ হবিগঞ্জ সদর উপজেলায় ইয়াবাসহ ইউনুছ মিয়া (৪৮) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার বড় বহুলা প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে ২২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। মাদক বিক্রেতা সদর উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত ইন্তাজ উল্লাহর ছেলে। হবিগঞ্জ ডিবি পুলিশের এসআই আব্দুল করিম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক সম্রাট রশিদ এর পাহাড়াদার ও পরিবহনকারী ইউনুছ মিয়াকে ২২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সঃ) জশনে জুলুশ র‌্যালী ও আলোচনা সভা

মোঃ আবুল কালাম ॥ চুনারুঘাটে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) জশনে জুলুশ পূর্ব সমাবেশে বক্তাগণ, মায়ানমারে মুসলিম নিধন বন্ধ করতে বিশ্ব মুসলিমকে বদরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জাতিসংঘ, আরবলীগ ও ওআইসি আজ নিরব দর্শকের ভূমিকা পালন করছে। তাই মায়ানমারের রোহিঙ্গা মুসলমানসহ বিশ্ব মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধ করার কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘসহ সংশ্লিষ্ট বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি কামনা করছেন। বক্তাগণ আরো বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) এর শুভাগমনের মাস হচ্ছে ঈমানদারদের ঈদের মাস তথা ১২ই রবিউল আউয়াল ঈদের দিন। তা যথাযোগ্য মর্যাদায় পালন করে প্রিয় নবী করিম (স.) এর আদর্শ তথা সুন্নীয়তের বিজয় নিশ্চিত করতে সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ...

মাধবপুরে দুই শিশুকে নির্যাতন গ্রেফতার ২

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরশহরে মোবাইল চুরির অপবাদ দিয়ে ২ শিশুকে ঘর থেকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। এ সময় তাদের রক্ষা করতে গেলে এক শিশুর মাকেও মারধর করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মাধবপুর পৌরশহরের কাটিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ আহত ২ শিশু পিন্টু দেবনাথ (১২) ও বিকাশ দাসকে (১৩) উদ্ধার করেছে। এ ঘটনায় পিন্টু দেবনাথের বাবা সুকুমার দেবনাথ বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করার পর পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। পুলিশ ও নির্যাতিত দুই শিশু জানায়, গত শুক্রবার রাতে কাটিয়ারা গ্রামে ভক্ত রঞ্জন দাসের ঘর থেকে কে বা কারা একটি মোবাইল ফোন চুরি করে নেয়। এরপর শনিবার দুপুরে ভক্ত রঞ্জন দাসের দুই ছেলে অনন্ত দাস (২৫) ও অতিণ্ড ...

হবিগঞ্জে চুরির অভিযোগে এনজিও কর্মী আটক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ এলাকা থেকে অভিনব কায়দায় মোবাইল চুরির অভিযোগে এক এনজিও কর্মীকে আটক করেছে পুলিশ। তবে তার দাবি তিনি চুরি নয়, চুরির মোবাইল কিনে অপরাধী হয়েছেন। এ রসালো ঘটনা ঘটেছে সদর উপজেলার হাথিরথান গ্রামের এক প্রবাসির স্ত্রীর বাড়িতে। জানা যায়, কুয়েত প্রবাসি কুদ্দুছ মিয়ার স্ত্রী লিপি আক্তার (২৫) এর ঘর থেকে ২০ দিন আগে একটি স্যামসং মোবাইল ও দেড় ভরি স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় থানায় জিডি করা হয়। পুলিশ আইএমই নম্বরের সুত্র ধরে জানতে পারে একই উপজেলার ডেমেশ্বর গ্রামের লাল মিয়ার পুত্র এনজিও কর্মী মোজাম্মেল হক (২০) এর নিকট রয়েছে। পরে পুলিশের কথামতো অভিনব কায়দায় ফেলে তার সাথে দেখা করতে বলে মোজাম্মেলকে। ওই গৃহবধুর মতো ...

চুনারুঘাটে মাদরাসা ছাত্র ইমন নিখোঁজ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে হাফিজিয়া মাদরাসার ছাত্র ইমন আহমেদ (১২) ১০ দিন ধরে নিখোঁজ। জানা যায়, গত ২৯ নভেম্বর মঙ্গলবার সকাল ৭টায়  মৌলভীবাজার জেলার শমসেরনগর তিলিবিল ইয়াহ উলুম মাদরাসার হাফেজ বিভাগের ছাত্র ইমন আহমেদ মাদরাসা থেকে বের হয়। মাদরাসা থেকে বের হওয়ার পরে সে আজও মাদরাসা ও বাড়ীতে ফিরেনি। ইমন চুনারুঘাট উপজেলার গরমছড়ি গ্রামের আকরাম আলীর ছেলে। নিখোঁজ ইমনের বাড়ীতে চলছে কান্নাররোল। তার পিতা-মাতা, আত্মীয়-স্বজনদের মাঝে নিখোঁজ ইমনকে নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।

চুনারঘাটে মামলার বাদীনিকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বড়াব্দা গ্রামের প্রবাসী শাহ সৈয়দ সেলিম উদ্দিনের স্ত্রী রেজিয়া খাতুনসহ সকল বাদীনিকে মামলার আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। জানা যায়, গত ৫ সেপ্টেম্বর তারিখে হবিগঞ্জ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত-১ এ রেজিয়া খাতুন বাদী হয়ে ইদ্রিছ মিয়া ও আফরাজ মিয়া সহ ৫ জনের বিরুদ্ধে ফৌজধারী কাঃ বিঃ ১০৭/১১৪/১১৭ ধারা মোতাবেক একটি মামলা দায়ের করেন। মামলা নং- মিস ৫৮৩/১৬। মামলা দায়েরের পর আরো বেপরোয়া হয়ে ওঠে ইদ্রিছ আলী সহ মামলার আসামীরা। উপজেলার মিরাশী ইউনিয়নের বড়াব্দা গ্রামের প্রবাসী সৈয়দ সেলিম উদ্দিনের স্ত্রী রেজিয়া খাতুন বসতবাড়িতে ডাকাতির ঘটনায় রেজিয়া খাতুন বাদী হয়ে গত ২৪ সেপ্টেম্বর ৪ জনকে আসামী করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমল আদালত-২ ...