চুনারঘাটে মামলার বাদীনিকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বড়াব্দা গ্রামের প্রবাসী শাহ সৈয়দ সেলিম উদ্দিনের স্ত্রী রেজিয়া খাতুনসহ সকল বাদীনিকে মামলার আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। জানা যায়, গত ৫ সেপ্টেম্বর তারিখে হবিগঞ্জ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত-১ এ রেজিয়া খাতুন বাদী হয়ে ইদ্রিছ মিয়া ও আফরাজ মিয়া সহ ৫ জনের বিরুদ্ধে ফৌজধারী কাঃ বিঃ ১০৭/১১৪/১১৭ ধারা মোতাবেক একটি মামলা দায়ের করেন। মামলা নং- মিস ৫৮৩/১৬। মামলা দায়েরের পর আরো বেপরোয়া হয়ে ওঠে ইদ্রিছ আলী সহ মামলার আসামীরা। উপজেলার মিরাশী ইউনিয়নের বড়াব্দা গ্রামের প্রবাসী সৈয়দ সেলিম উদ্দিনের স্ত্রী রেজিয়া খাতুন বসতবাড়িতে ডাকাতির ঘটনায় রেজিয়া খাতুন বাদী হয়ে গত ২৪ সেপ্টেম্বর ৪ জনকে আসামী করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমল আদালত-২ এ একটি ডাকাতির মামলা দায়ের করেন। মোকদ্দমার ধারা ১৪৩/৪৫৭/৩৮২/৫০৬(২)/৩৪ দঃবিঃ। মামলার বিবরণে জানা যায়, বড়াব্দা একই গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে আফরাজ মিয়া, আরমান আহমেদ (২৫), আক্কাছ মিয়া, হুরপাড়া গ্রামের মৃত আতাব উল্লার ছেলে আনিছুজ্জামান (সুমন)। মামলার বিবরণে জানা যায়, প্রবাসীর বাড়ি থেকে ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। মামলা দায়ের করার পর থেকে ডাকাতরা বাদীনি রেজিয়া খাতুনের পরিবারের উপর হুমকি দিচ্ছে ও তার স্বামী প্রবাস থেকে দেশে ফিরে আসলে হত্যা করার হুমকি দিয়ে আসছে মামলার আসামীরা ও মিথ্যা ধর্ষণ নির্যাতন মামলার বাদী বানিয়ে মামলা দায়ের করে হয়রানী করবে বলে মামলার আসামীরা হুমকি দিচ্ছে। মামলা দায়েরের পর থেকে বাদীনি রেজিয়া খাতুনের স্বামী সেলিম উদ্দিন ও তার পরিবারের বিরুদ্ধে এলাকার প্রভাবশালী আনিসুজ্জামান সুমন তার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে বিভিন্ন মানহানিকর লেখা লিখে করে প্রচার করে আসছে। এ বিষয়ে সেলিম উদ্দিন বাদী হয়ে আনিসুজ্জামান সুমনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর থেকে ওই মহিলাকে প্রতিনিয়ত কারণে অকারণে বিভিন্ন প্রকার হুমকি-ধামকি দিয়ে আসছে মামলার আসামীরা। ফলে নিরাপত্তাহীনতার ভুগছেন গৃহবধু রেজিয়া খাতুন। উক্ত ডাকাতি মামলার বাদীনি বাড়িতে ৮ জনের কাছ থেকে  প্রমাণ নেওয়ার পরও চুনারুঘাট থানার এস.আই মাসুদুজ্জামান উক্ত মামলার সত্যতা পেলেও ২ মাস ১৫ দিন পেরিয়ে গেলেও ওই ডাকাতি মামলার তদন্ত- প্রতিবেদন পুলিশ দিচ্ছে না বলে অভিযোগ করেন মামলার বাদীনি রেজিয়া খাতুন। উল্লেখ্য যে, উক্ত ওই মামলার আসামীদের বিরুদ্ধে বড়াব্দা একই এলাকার আঃ মন্নানের স্ত্রী হেনা খাতুন বাদী হয়ে ইদ্রিছ মিয়া সহ ৯ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি সি.আর মামলা দায়ের করেন। মামলা নং- সি.আর ৩৮/১৫ (চুনাঃ)। একই এলাকার মোঃ মহরম আলীর পুত্র দৌলত মিয়া বাদী হয়ে ইদ্রিছ মিয়া সহ ৬ জনকে আসামী করে চুনারুঘাট থানায় একটি ডাকাতির মামলা করেন। মামলা নং- জি.আর ১৭৩/১৪ (চুনাঃ)। উক্ত মামলার বাদীনি রেজিয়া খাতুন সহ সকল বাদীগণ সুবিচার পাওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপরে সুদৃষ্টি কামনা করছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *