মিয়ানমারে মুসলমানদের উপর নির্যাতন বন্ধে ফতেহপুরে প্রতিবাদ সভা

বাহুবল প্রতিনিধি ॥ মিয়ানমারের রাখাইন প্রদেশ মুসলমানদের উপর হত্যা ও নির্যাতন বন্ধে জেলার বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের ফতেহপুর বাজারে হাফেজ ক্বারী মাওলানা জুবায়ের আহমদের উদ্যোগে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে হাফেজ ক্বারী মাওলানা জুবায়ের আহমদের সভাপতিত্বে ও মাওলানা শফিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য
রাখেন, বাহুবল জামিয়া কাসিমুল উলুম মাদরাসার সহকারী মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক, পুটিজুরী মাদরাসার মুহতামিম কামরুল ইসলাম, সাবেক মেম্বার মোহাম্মদ আলী আমিনী, হাফেজ ক্বারী জিয়াউর রহামন তালুকদার, উপজেলা ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী, যুগ্ম-সম্পাদক মাওলানা আফসার উদ্দিন, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি লুৎফুর রহমান, মাওলানা আব্দুল মজিদ, কাজী মাওলানা জাহাঙ্গীর আলম, হাফেজ ক্বারী মাওলানা আবুল খায়ের সিদ্দিক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মুলসমান রোহিঙ্গাদের ওপর পৈশাচিক হামলার ঘটনা বন্ধ করতে হবে। রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারের নাগরিক। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
পরে নিহত মুসলমানদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালান করা হয়। এ সভায় দলমত নির্বিশেষে শত শত ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *