মাত্র ৭০ জন ফায়ার কর্মী দিয়েই চলছে সমগ্র জেলার অগ্নি-নিরাপত্তা ॥ বাহুবল-চুনারুঘাট-লাখাই ও আজমিরীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন লাল ফিতায় বন্দি

দিদার এলাহী সাজু ॥ ৫টি স্টেশনে মাত্র ৭০ জন ফায়ার কর্মী দিয়েই চলছে সমগ্র জেলার অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা। সিদ্ধান্ত থাকলেও বরাদ্ধ না থাকায় লাল ফিতায় ঝুলে আছে বাহুবল, চুনারুঘাট, লাখাই ও আজমিরীগঞ্জ ফায়ার স্টেশন স্থাপনের কাজ। এ অবস্থায় প্রতিবারের ন্যায় এবারের শুষ্ক মৌসুমেও অগ্নিকান্ডজনিত ক্ষয়-ক্ষতির চরম ঝুঁকিতে রয়েছেন জেলাবাসী। জানা যায়, সমগ্র জেলায় রয়েছে ৫টি ফায়ার স্টেশন। এগুলো হল- হবিগঞ্জ সদর, মাধবপুর, নবীগঞ্জ, বানিয়াচং ও শায়েস্তাগঞ্জ। এদের মধ্যে শুধুমাত্র হবিগঞ্জ সদর ফায়ার স্টেশনকে চলতি বছর প্রথম শ্রেণীর মর্যাদায় উন্নীত করা হয়েছে। আর মাধবপুর ফায়ার স্টেশনটি দ্বিতীয় শ্রেণী ও অবশিষ্ট ৩ টি স্টেশনই তৃতীয় শ্রেণীর মর্যাদার। সংশ্লিষ্ট সূত্র জানায়, উল্লেখিত ৫টি স্টেশনে ১০১টির মধ্যে শূণ্য রয়েছে ৩১টি পদ। শুধুমাত্র হবিগঞ্জ সদর ফায়ার স্টেশনেই ৩৫টির মধ্যে ১২টি পদ শূণ্য। যেকারণে মাত্র ৭০ জন ফায়ার কর্মীর উপরই নির্ভর করছে সমগ্র জেলার অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা। শুধু তাই নয়, ওই ৫টি স্টেশনের কোনোটিতেই নেই ভূমিকম্পজনিত দূর্ঘটনার অত্যাধুনিক উদ্ধার সামগ্রী। এ অবস্থায় বলা যায়, প্রতিবারের ন্যায় এবারের শুষ্ক মৌসুমেও অগ্নিকান্ডজনিত ক্ষয়-ক্ষতির চরম ঝুঁকিতে রয়েছেন জেলার ২২ লাখ মানুষ। তাছাড়া হবিগঞ্জ জেলাটি এখন ইন্ডাষ্ট্রিয়াল পার্কে পরিণত হওয়ায় অগ্নিকান্ডের এ ঝুঁকিটি বেড়েছে বহুগুণ। এদিকে, সিদ্ধান্ত থাকলেও জমি অধিগ্রহণের জন্য উপযুক্ত আর্থিক বরাদ্ধ না থাকায় লাল ফিতায় ঝুলে আছে বাহুবল, চুনারুঘাট, লাখাই ও আজমিরীগঞ্জ ফায়ার স্টেশন নির্মানের কাজ। এ ব্যাপারে হবিগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামান জানান, উল্লেখিত ফায়ার স্টেশনগুলোর জমি সনাক্ত করে জেলা প্রশাসনের মাধ্যমে অধিদপ্তরে পাঠানো হয়েছে। উপযুক্ত বরাদ্ধ সাপেক্ষেই জমি অধিগ্রহণের কাজ শুরু হবে।সচেতন মহল মনে করেন, অগ্নিকান্ডের ক্ষয়-ক্ষতি লাঘব করতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে বাহুবল, চুনারুঘাট, লাখাই ও আজমিরীগঞ্জ ফায়ার স্টেশন স্থাপন; ফায়ার কর্মীদের শূণ্য পদগুলো যথাশীঘ্র পূরণ, ভূমিকম্পজনিত দূর্ঘটনার প্রয়োজনে অত্যাধুনিক উদ্ধার সামগ্রী প্রদান ও অতিব গুরুত্বপূর্ণ শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনকে প্রথম শ্রেণীর মর্যাদায় উন্নীত করা এখন সময়ের দাবী।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *