হবিগঞ্জ পৌরসভায় ৩ স্থায়ী কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি (হবিগঞ্জ): হবিগঞ্জ পৌরসভায় ৩ টি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় পৌরভবনের সভাকক্ষে স্থায়ী কমিটির প্রথম সভাটি অনুষ্ঠিত হয়। পরে একে একে অনুষ্ঠিত হয় অন্যদুটি সভাও।

স্থায়ী কমিটিগুলো হলো যথাক্রমে মৎস ও প্রাণী সম্পদ বিষয়ক স্থায়ী কমিটি, নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটি এবং স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটি। তিনটি সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সভাপতিগন।

তারা হলেন যথাক্রমে পৌরকাউন্সিলর মোঃ আবুল হাসিম, পিয়ারা বেগম ও খালেদা জুয়েল। প্রতিটি সভায় পদাধিকার সদস্য হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ।

মেয়র আলহাজ্ব জি, কে গউছ তার বক্তৃতায় বলেন নাগরিক সেবার মান আরো উন্নত করতে হবিগঞ্জ পৌরএলাকায় স্বাস্থ্য, স্যানিটেশন এবং নারী ও শিশুর স্বাস্থ্য রক্ষায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি পৌরএলাকার বাজার সমূহ ও পুকুর জলাশয়ের সংরক্ষনে কর্মকান্ড আরো গতিশীল করার উদ্যোগ নিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশ দেন।

সভাগুলোতে আরো উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর শেখ নূর হোসেন, গৌতম কুমার রায়, অর্পনা পাল, স্যানিটারী ইন্সপক্টের অবনী কুমার রায়সহ অন্যান্যরা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *