নতুন ‘নেইমার’কে নিয়ে টানাটানি

ক্রীড়া ডেস্ক:ব্রাজিলের ডেভিড নেরেস, ২০ বছর বয়সেই বিশ্বের নামি-দামি ক্লাবের নজরে পড়ে গেছেন। খেলার দক্ষতা অনেকটা নেইমারের মতো বলে তাকে আরেক নেইমার ভাবা হয়। ইতোমধ্যে এই এজ্যাক্স তারকাকে নিয়ে টানাটানি। রীতিমত ত্রিমুখী যুদ্ধে নেমেছে প্রিমিয়ার লিগের তিন ফেভারিট ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল এবং টটেনহ্যাম।
গত জানুয়ারির ট্রান্সফারে ১১ মিলিয়ন পাউন্ডে নেরেসকে দলে ভেড়ায় ডাচ ফুটবল ক্লাব এজ্যাক্স। যোগ দেওয়ার পর দারুণ নৈপুণ্যে নিজেকে বসান লাইমলাইটে। এখন পর্যন্ত তার ঝুলিতে জমা পড়েছে ১৬ ম্যাচে ৮ গোল ১১ অ্যাসিস্ট। নেরেসের ঝলমলে পারফরম্যান্স দেখে ব্রাজিলের এক জনপ্রিয় সাংবাদিক তাকে পিএসজি স্টার নেইমারের সঙ্গে তুলনা করেন।
ইংলিশ গণমাধ্যম ‘ডেইলি স্টার’ জানিয়েছে, আগামী সামার ট্রান্সফারের আগে নেরেসকে ছাড়বে না বর্তমান দল এজ্যাক্স। তার রিলিজ ক্লজ রাখা হয়েছে কেনা মূল্যের দ্বিগুণ-২২ মিলিয়ন পাউন্ড। তবে নাছোড়বান্দা ম্যানইউ, টটেনহ্যাম এবং আর্সেনাল। তাদের সঙ্গে নেরেসকে কিনতে আগ্রহ দেখাচ্ছে এসি মিলান, জুভেন্টাসও।
Share on Facebook
Leave a Reply