
বিনোদন ডেস্ক : তার খ্যাতি গোটা দেশজোড়া। না, শুধু গায়ক হিসেবে নয়, নাট্যজগতেরও বহুল পরিচিত একটি মুখ তিনি। দুই জগতেই তার সমান জনপ্রিয়তা। যার ভক্ত সমর্থকের তালিকায় প্রায় সবাই-ই তরুণ-তরুণী। কথা হচ্ছে, গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান সম্পর্কে।
সঙ্গীত ও নাট্যজগতের মানুষ সেই তাহসান এবার হাটতে চলেছেন রূপাল পর্দার জগতে। নতুন বছরের প্রথম দিনেই দেশের একটি জাতীয় দৈনিককে এমন খবর জানিয়েছেন তাহসান নিজেই। তার মানে, বাংলা চলচ্চিত্রে অভিনয় করতে চলেছেন তাহসান। ইতিমধ্যে তিনি পরিচালক ও প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তিও করে ফেলেছেন।
ছবির নাম ‘যদি একদিন’। এটি পরিচালনা করবেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। নির্মাতা রাজের গল্পে যৌথভাবে এই ছবির চিত্রনাট্য লিখছেন রাজ ও আসাদ জামান। ছবিতে তাহসানের ...