Daily Archives: January 9, 2018

মাধবপুরে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্বাস্থ্যকর্মী নিহত

মাধবপুর প্রতিনিধি ॥মাধবপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাইয়ুম (৩৮) নামে এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। তিনি উপজেলার বাঘমারা গ্রামের আব্দুল হামিদের ছেলে ও ছাতিয়াইন উপ স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য সহকারী ছিলেন। সোমবার সন্ধ্যা ৭টায় চুনারুঘাট-মাধবপুরে রোডের সুরমা চা বাগানের নিকটে এই দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, সন্ধ্যায় আব্দুল কাইয়ুম মোটর সাইকেলযোগে মাধবপুর থেকে চুনারুঘাট যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায় বলে জানা গেছে।

শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে সেলিম মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্বাধীন বাংলা স্বেচ্ছাসেবী সংগঠন। গত রবিবার দিবাগত রাত ১টার দিকে ওই এলাকার যাত্রী ছাউনি থেকে তাকে উদ্ধার করা হয়। সে সুনামগঞ্জ জেলার পাথারিয়া গ্রামের বাসিন্দা। জানা যায়, ওই ব্যক্তি কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় শ্রমিকের কাজ করতো। গত রবিবার সন্ধ্যায় কুমিল্লা বাসস্ট্যান্ড থেকে কুমিল্লা টান্সপোর্টে উঠে। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা সর্বস্ব লুট করে নিয়ে যায়। পরে বাস কনট্রাক্টর তাকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় নামিয়ে রেখে যায়। তখন স্বাধীন বাংলা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোতাব্বির হোসেন কাজলসহ নেতৃবৃন্দ তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত

নবীগঞ্জ প্রতিনিধি ॥নবীগঞ্জে ইমা ও মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষে জাকারিয়া চৌধুরী (২৪) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত জাকারিয়া চৌধুরী নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত খিজিরুল ইসলাম চৌধুরী পুত্র। জানা যায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে জাকারিয়া চৌধুরী নবীগঞ্জ শহর থেকে মোটর সাইকেল যোগে নিজ বাড়ি যাওয়ার পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্তরে ইমা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ  বাধে। এসময় মোটর সাইকেল আরোহী জাকারিয়া গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। নিহত জাকারিয়ার বাড়িতে চলছে শোকের মাতম।

শীতে কাঁপছে সারা দেশ, স্থবির জনজীবন

অনলাইন ডেস্ক: তীব্র শীতে কাঁপছে দেশ। রাজধানী ঢাকাসহ সারা দেশেই বইছে শৈত্যপ্রবাহ। আজ মঙ্গলবার সকালে সূর্যের মুখ দেখা গেলেও শীতের দাপট কমেনি। এর আগে সোমবার দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পাওয়া গেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে ব্যারোমিটারে তাপমাত্রা ছিল ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা ৭০ বছরের মধ্যে সর্বনিম্ন। শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীতে কাঁপছে হিমালয়ের পাদদেশে অবস্থিত দিনাজপুরসহ দেশের উত্তরের জনপদ। প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দেখা দিয়েছে শীতজনিত বিভিন্ন রোগবালাই। এর আগে সর্বশেষ তীব্র শীত পড়েছিল ১৯৬৮ সালে। ওই বছরের ৪ ফেব্রুয়ারি সিলেটের শ্রীমঙ্গলে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরও ২০ বছর আগে ১৯৪৮ সাল পর্যন্ত এত কম তাপমাত্রার রেকর্ড খুঁজে পায়নি আবহাওয়া অফিস। তবে ...