
মাধবপুর প্রতিনিধি ॥মাধবপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাইয়ুম (৩৮) নামে এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। তিনি উপজেলার বাঘমারা গ্রামের আব্দুল হামিদের ছেলে ও ছাতিয়াইন উপ স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য সহকারী ছিলেন। সোমবার সন্ধ্যা ৭টায় চুনারুঘাট-মাধবপুরে রোডের সুরমা চা বাগানের নিকটে এই দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, সন্ধ্যায় আব্দুল কাইয়ুম মোটর সাইকেলযোগে মাধবপুর থেকে চুনারুঘাট যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায় বলে জানা গেছে।