
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পুলিশের গুলিতে মারা গেছে মাদক ব্যবসায়ী সাবেক পৌর কাউন্সিলর ইউনুছ আলী। গত রাত ১২টার দিকে চুনারুঘাট উপজেলার দিমাগুরউন্ডা গ্রামে এই ঘটনা ঘটে। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আলী আশরাফ জানান, মাদক ও পুলিশ এসল্ট মামলার আসামী ইউনুছ আলীকে ধরতে রাতে দিমাগুরউন্ডা গ্রামে কাউছারের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে মাদকসেবীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণ চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি করলে ঘটনাস্থলেই ইউনুছ আলী মারা যায়। এ সময় ৪ মাদকসেবীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- খলিল, কাউছার, উজ্জল ও শামীম। নিহত ইউনুছ আলী চুনারুঘাট পৌর এলাকার হাতুন্ডা গ্রামের বাসিন্দা আব্দুল গণির পুত্র। মাদকসেবীদের হামলায় চুনারুঘাট থানার এসআই আতাউর রহমান, কনস্টেবল মনীন্দ্র চাকমা ও কনস্টেবল হামিদুল হক ...